scorecardresearch
 

IPL 2023: IPL-এর একটা বলের দাম কত জানেন? ফ্রিজ কেনা হয়ে যাবে...

আইপিএল-এ (IPL) ভারতের তৈরি এসজি বল ব্যবহার করা হয় না। তার জায়গায় বিশ্বের সবচেয়ে দামি কোকাবুরা (Kookaburra Ball) বল ব্যবহার করা হয়। সাধারণভাবে যে কোনও আইসিসি (ICC Tournaments) টুর্নামেন্টে এই কোকাবুরা বল ব্যবহার করা হয়। তবে ভারতে অনুষ্ঠিত যে কোনও সিরিজে এসজি বলই ব্যবহার করা হয়।

Advertisement
কোকাবুরা বল কোকাবুরা বল
হাইলাইটস
  • আইপিএল-এ ব্যবহার হয় কোকাবুরা বল
  • কত দাম বলের?

আইপিএল-এ (IPL) ভারতের তৈরি এসজি বল ব্যবহার করা হয় না। তার জায়গায় বিশ্বের সবচেয়ে দামি কোকাবুরা (Kookaburra Ball) বল ব্যবহার করা হয়। সাধারণভাবে যে কোনও আইসিসি (ICC Tournaments) টুর্নামেন্টে এই কোকাবুরা বল ব্যবহার করা হয়। তবে ভারতে অনুষ্ঠিত যে কোনও সিরিজে এসজি বলই ব্যবহার করা হয়।

আইপিএল-এর বলের দাম কত?
জানেন আইপিএল-এ যে বল ব্যবহার করা হচ্ছে তার দাম কত? আইপিএল-এ ব্যবহার হওয়া কোকাবুরা বলের প্রত্যেকটির দাম কুড়ি হাজার পাঁচশো টাকা। আইপিএল বিশ্বের সবচেয়ে ধোনি লিগগুলোর মধ্যে একটি। ফলে এই টুর্নামেন্ট দামি বল ব্যবহার করা হবে সেটাই স্বাভাবিক। তবে প্রতিটি বলের দাম ২০,৫০০ টাকা। ফলে এই বল কিনতে হলে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি টাকা খরচ করতে হবে আপনাকে। অনেকেই নিজের শখের জন্য এমন বল কেনেন। অনেকে আবার অনুশীলনের জন্য এমন বল কেনেন। তবে, এত দাম দিয়ে ক্রিকেট বল কেনা অনেকের সাধ্যের বাইরে।

আরও পড়ুন: সৌরভ VS কোহলি! 'দম আছে...,' বিরাটের পাশে DC কোচ?


১৫ বছর আগে শুরু হয় আইপিএল
২০০৮ সালে প্রথমবার শুরু হয়েছিল আইপিএল। সেখান থেকে ১৫ বছর পেরিয়ে গিয়েছে। দিনে দিনে আইপিএল-এর জৌলুস বেড়েছে বই কমেনি। ২০১০ সালে নতুন আরও দুটি দল যোগ দেয়। পুনে ওয়ারিয়র্স (Pune Warriors) এবং কোচি টাস্কার্স কেরল (Kochi Tuskers Kerala)। যদিও পরে এই দুটি দল উঠে যায়। কিন্তু এই টুর্নামেন্ট কালিমালিপ্ত হয় ২০১৫ সালে। স্পট ফিক্সিং বিতর্কে নাম জড়ায় চেন্নাই সুপার কিংস (CSK) এবং রাজস্থান রয়্যালসের। সেইসঙ্গে, বেটিং (Cricket Betting) সহ একাধিক কান্ড সামনে আসে। এমনকি, অনেক ক্রিকেটারকে নির্বাসনেও পাঠায় দুর্নীতি দমন শাখা। যদিও তাতে আইপিএল-এর গায়ে কালো দাগ লাগেনি।

Advertisement

আরও পড়ুন: IPL থেকেও অবসর নিচ্ছেন ধোনি? নিজেই জানিয়ে দিলেন...

পরিসংখ্যান অনুযায়ী, সর্বাধিক পাঁচবার আইপিএল ট্রফি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)।  এই মেগা লিগে প্রত্যেকদিনই বিভিন্ন মুহূর্ত তৈরি হয়। সবমিলিয়ে জমকালো ভাবেই, ১৫ পেরিয়ে এবার ১৬-র দিকে ছুটছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premiere League)। 
  

Advertisement