চিপকে ম্যাচ হারলেও মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni)নিয়ে দর্শকদের উন্মাদনা থামছে না। আর সে কথা ম্যাচ হারের পর স্বীকারও করে নিলেন। রবিবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে ছয় উইকেটে হারের পর নিজের সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তোলেন চার বারের আইপিএল (IPL 2023) জয়ী ক্যাপ্টেন। এদিন টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ধোনি।
ম্যাচ শেষে কথা বলতে গিয়ে সমর্থকদের চিৎকারে প্রশ্নই শুনতে পারছিলেন না মাহি। শেষ পর্যন্ত লাউডস্পিকারের কাছে কান নিয়ে গিয়ে প্রশ্ন শুনতে হয় ধোনিকে। চেন্নাই অধিনায়ক বলেন, ‘কেকেআর-এর (KKR) ইনিংসের প্রথম বল পড়ার পর বুঝতে পারি আমরা প্রায় ৪০ রান কম করেছি।‘ তা হলে কি বয়্স বাড়ছে বলে সমস্যায় পড়তে হচ্ছে চেন্নাই অধিনায়ককে? যদি তা না হয়, তবে এই পিচে শুরুতে ব্যাট করে কত রান করতে হবে তা তো শুরুতেই বোঝার কথা। কেন এমন ভুল হল ধোনির? সে ব্যাখাও দেন তিনি।
আরও পড়ুন: 'হৃদয়ে লেখো নাম', গাভাস্কারের শার্টে অটোগ্রাফ দিলেন ধোনি; দেখুন Video
ক্যাপ্টেন কুল আরও বলেন, ‘দ্বিতীয় ইনিংসে বড় সমস্যা করেছে শিশির। তাই ১৮০ রান করা ছাড়া উপায় ছিল না। আমরা সেটা পারিনি। বোলারদের দোষ দেওয়ার কোনও জায়গাই নেই।‘ অর্থাৎ আবহাওয়ার কারণেই কেকেআর-এর বিরুদ্ধে সমস্যায় পড়তে হয়েছে চেন্নাইকে। চিপকে চেন্নাই সুপার কিংস টসে জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেয়। দারুণ শুরু করে কেকেআর। যার ফলে চেন্নাইয়ের ইনিংস শেষ হয় মাত্র ১৪৪ রানে। শেষদিকে শিভম দুবে ও রবীন্দ্র জাদেজা দারুণ পার্টনারশিপ গড়ে না তুললে, আরও আগে শেষ হয়ে যেতে পারত চেন্নাইয়ের ইনিংস। ৩৪ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন শিভম। একটা চার আর তিনটে ছক্কায় সাজানো ইনিংস। অন্যদিকটা ধরে ছিলেন জাদেজা। ২৪ বলে ২০ রানের ইনিংস খেলে শেষ ওভারে আউট হন চেন্নাই অলরাউন্ডার। শুরুর দিকে যদিও ভালো ইনিংস খেলেছেন ডেভন কনওয়ে। ২৮ বলে ৩০ রানের ইনিংস খেলেন তিনি। রাহানে আউট হন ১১ বলে ১৬ রান করে। একেবারে শেষদিকে ধোনি ৩ বলে ২ রান করে অপরাজিত থাকেন।
আরও পড়ুন: IPL-এর শেষ মুহূর্তে জ্বলে উঠলেন নারিন, আফসোস সমর্থকদের
ব্যাট করতে নেমে এক পর্যায়ে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল কেকেআর। এরপর দারুণ পার্টনারশিপ গড়ে তোলেন রিঙ্কু সিং ও ক্যাপ্টেন নীতীশ রানা। রিঙ্কু ৫৪ রান করে আউট হলেও ৪৪ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন নীতীশ। ৯ বল বাকি থাকতেই ম্যাচ জেতে কলকাতা।