
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL2023) ৯ এপ্রিল দিনটা ঐতিহাসিক হয়ে থাকবে। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার রিঙ্কু সিংয়ের (Rinku Singh) যে ঝড় দেখেছে ক্রিকেটবিশ্ব, তাকে তাণ্ডব বললেও অত্যুক্তি হয় না। ক্রিকেটে সব সম্ভব। প্রতিটি বল সমান গুরুত্বপূর্ণ। এই অমোঘ প্রবাদটিই ফের প্রমাণ করলেন KKR তারকা রিঙ্কু সিং (Rinku Singh)।
জিততে গেলে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) শেষ ওভারে ২৯ রান করতে হত। জেতার আশা অনেকেই ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ত্রাতার ভূমিকায় রিঙ্কু সিং যে ওরকম ঝড় তুলবে কে জানত! গুজরাত টাইটান্স (Gujarat Titans)-এর সহ অধিনায়ক রশিদ খানকে দেওয়া হয় শেষ ওভারের দায়িত্ব। প্রথম বলে সিঙ্গল নিয়ে রিঙ্কুকে সুযোগ করে দেন উমেশ যাদব। বাকিটা ইতিহাস। একের পর এক ৬ মারতে শুরু করলেন রিঙ্কু। পর পর ৫টি ছয়। গুজরাতের ঘরের মাঠে গিয়ে গুজরাত টাইটান্সকে হারাল KKR।
শেষ ৭ বলে ৪০ রান
নীতিশ রানার আউট হওয়ার পর ক্রিজে নামেন রিঙ্কু। ২৫ বছরের রিঙ্কু নেমেই তাড়াহুড়ো করেননি। বরং ধীরে ধীরে ক্রিজে থিতু হয়েছেন। ১৪ বলে মাত্র ৮ রান করেন। কিন্তু বাকি ৭ বলে ৪০ রান। সব মিলিয়ে ২১ বলে রিঙ্কু ৪৮ রান করেন। ৬টি ছক্কা ও একটু চারের রূপকথার ইনিংস।
"Because he's the Knight #KKR deserves and the one they need right now" - Rinku Singh 😎#GTvKKR #TATAIPL #IPLonJioCinema | @KKRiders pic.twitter.com/b1QrN3fLjX
— JioCinema (@JioCinema) April 9, 2023
২০৫ রান তাড়া করে রবিবারের ম্যাচটি জিতল কলকাতা (KKR)। রিঙ্কুর আইপিএল কেরিয়ারে এটাই সেরা ইনিংস। আইপিএল-এর ইতিহাসে এই প্রথমবার কোনও ম্যাচে শেষ ওভারে এতটা রান তাড়া করে কোনও দল জিতল। এর আগে ২০১৬ সালে রাইজিং পুনে সুপার জায়ান্টস কিংস ইলেভেন পঞ্জাবকে শেষ ২৩ রান তুলে হারিয়েছিল। আপাতত ইন্টারনেটে ভাইরাল রিঙ্কু সিং (Rinku Singh)।
রিঙ্কুর জন্ম ১৯৯৭ সালে ১২ অক্টোবর আলিগড়ে। ৫ ভাই বোনের ৩ নম্বর হলেন রিঙ্কু। পরিবার বেশ গরিব ছিল। বাবা গ্যাস সিলিন্ডার ডেলিভারির কাজ করতেন। ওদিকে রিঙ্কু মগ্ন থাকতেন ক্রিকেটে। বাবা কোনও দিন চাননি, ছেলে খেলাধুলো করে জীবন বরবাদ করুক। ক্রিকেট খেলার জন্যই তাঁকে বহুবার বাবার কাছে মারও খেতে হয়েছে। কিন্তু রিঙ্কু ছিলেন অবিচল। দিল্লিতে একটি টুর্নামেন্টে মোটরবাইক জিতেছিলেন রিঙ্কু। কিন্তু পরিবারের দারিদ্র বাড়তেই থাকে। শেষমেশ চাকরি করারই সিদ্ধান্ত নেন রিঙ্কু।
সাফাই কর্মীর কাজ পেলেন রিঙ্কু
খুব বেশিদূর পড়াশোনা করেননি রিঙ্কু। তাই একটি কোচিং সেন্টারে সাফাই কর্মীর কাজে যোগ দেন। কিন্তু ক্রিকেটটা চালিয়ে যেতে থাকেন। রিঙ্কুর ক্রিকেট ভাগ্য ফেরে দুজন মানুষের হাত ধরে মহম্মদ জিশান ও মসুদ আমিনের সাহায্যে। ছেলেবেলায় এঁদের কাছেই ক্রিকেট ট্রেনিং করতেন রিঙ্কু।
𝗥𝗜𝗡𝗞𝗨 𝗦𝗜𝗡𝗚𝗛! 🔥 🔥
— IndianPremierLeague (@IPL) April 9, 2023
𝗬𝗼𝘂 𝗔𝗯𝘀𝗼𝗹𝘂𝘁𝗲 𝗙𝗿𝗲𝗮𝗸! ⚡️ ⚡️
Take A Bow! 🙌 🙌
28 needed off 5 balls & he has taken @KKRiders home & how! 💪 💪
Those reactions say it ALL! ☺️ 🤗
Scorecard ▶️ https://t.co/G8bESXjTyh #TATAIPL | #GTvKKR | @rinkusingh235 pic.twitter.com/Kdq660FdER
গত সিজনেও রিঙ্কু হিট ছিলেন
২০১৮ সালে রিঙ্কুকে ৮০ লক্ষ টাকা দিয়ে কেনে কেকেআর। তারপর থেকে কেকেআর-এই খেলেন রিঙ্কু। ২০২১ সালে একটিও ম্যাচ খেলতে পারেননি তিনি। ২০২২ সালে মেগা নিলামে ৫৫ লক্ষ টাকায় তাঁকে কেনে KKR। ২০টি ম্যাচে ৩৪৯ রান করেন। ২০২২ সালে লখনউয়ের বিরুদ্ধে মাত্র ১৫ বলে ৪০ রান করেন রিঙ্কু। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
IPL-এ এক ওভারে ৫ ছক্কা
২০১২ সালে ক্রিস গেল (RCB) পুনের বিরুদ্ধে ৫টি ছয় মেরেছিলেন।
২০২০ সালে রাহুল তেবতিয়া ৫টি ছয় মেরেছিলেন।
চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাডেজা ২০২১ সালে ৫টি ছয় মেরেছিলেন।
মার্কস স্টাইনিস ৫টি ছয় মেরেছিলেন ২০২২ সালে।
রিঙ্কু সিং (KKR)-এর হয়ে ৫টি মারলেন।