scorecardresearch
 

IPL 2023 KKR vs LSG: সবুজ-মেরুন জার্সিতে ঢাকবে ইডেন, শেষ ম্যাচেও ঘরের মাঠের সুবিধা পাচ্ছে না KKR!

শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মুখোমুখি হবে লখনউ সুপার জায়েন্টস (Luckbow Super Giants)। বিতর্ক হলেও সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামবেন ক্রুণাল পান্ডিয়ারা (Krunal Pamdya)। মোহনবাগানের (Mohun Bagan) সঙ্গে লখনউ সুপার জায়েন্টসের নাম জুড়ে যাওয়ায়, প্রচুর মোহনবাগান ফ্যান নিকোলাস পুরানদের সমর্থনে ইডেন ভরাবেন। 

Advertisement
এই জার্সি পরে নামবে লখনউ এই জার্সি পরে নামবে লখনউ

শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মুখোমুখি হবে লখনউ সুপার জায়েন্টস (Luckbow Super Giants)। বিতর্ক হলেও সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামবেন ক্রুণাল পান্ডিয়ারা (Krunal Pamdya)। মোহনবাগানের (Mohun Bagan) সঙ্গে লখনউ সুপার জায়েন্টসের নাম জুড়ে যাওয়ায়, প্রচুর মোহনবাগান ফ্যান নিকোলাস পুরানদের সমর্থনে ইডেন ভরাবেন। 

জিততে হবে লখনউকে
ফলে হোম ম্যাচের সুবিধা পাবেন না নীতীশরা। দুইদিন আগেই লখনউ জানিয়েছিল কলকাতায় মোহনবাগানকে সম্মান জানাতে সবুজ-মেরুন জার্সি পরে নামবে তারা। কলকাতার এমনিতেও প্লে অফে যাওয়ার সুযোগ খুব বেশি নেই। এই ম্যাচ জিততে পারলে সঞ্জীব গোয়েঙ্কার দল প্লে অফে পৌঁছে যাবে। ফলে কেকেআর-এর পাশাপাশি লখনউ-এরও এই ম্যাচ জিততেই হবে। আজকের ম্যাচে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে কেকেআর-কে। আর সেই ব্যবধানে কোনও টি২০ ম্যাচ জেতা কার্যত অসম্ভব। শনিবার ইডেনের ম্যাচকে কেকেআর-এর জন্য নিয়মরক্ষার ম্যাচই বলা যায়। আইপিএলের পয়েন্ট তালিকা দেখলে দেখা যাবে আরসিবি, মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস তিন দলের পয়েন্ট ১৪।

আরও পড়ুন: প্লে অফের অঙ্ক বেশ কঠিন, টসের ওপর নির্ভর করছে KKR-এর ভাগ্য

কঠিন অঙ্ক কেকেআর-এর সামনে
আরসিবি ও মুম্বইয়ের একটি করে ম্যাচ খেলা বাকি রয়েছে। কলকাতা শনিবার জিতলে তাদেরও পয়েন্ট হবে ১৪। আরসিবি ও মুম্বই পয়েন্ট নষ্ট করলে তখন একটা সুযোগ আসবে কেকেআরের সামনে।যদিও পয়েন্ট সমান হয়ে গেলে নেট রানরেট বিচার করতে হবে।
সেক্ষেত্রেও অনেকটাই পিছিয়ে কেকেআর। শুক্রবারের ম্যাচের পর রাজস্থানের নেট রানরেট ০.১৪৮। কেকেআরের নেট রানরেট -০.২৫৬। কেকেআর যদি লখনউকে ১০৩ রান বা তার বেশি ব্যবধানে হারাতে পারে তবেই তারা নেট রানরেটে রাজস্থানকে টপকে যাবে। 
ফলে টসে জিতে শুরুতে ব্যাট করতে হবে কলকাতাকে। বল করতে গেলে রাজস্থানের নেট রানরেট ছুতেই পারবে না কেকেআর। যদিও টস ভাগ্য ভালো নয় নীতীশ রানার। আর ভাগ্যের ওপরেই অনেকটা নির্ভর করতে হচ্ছে কলকাতাকে।

Advertisement

আরও পড়ুন: 'ও যা খেলছে...' KKR-এর এই ক্রিকেটারকেই ভয় LSG-র 

বৃষ্টি হতে পারে ইডেনে
কেকেআর-এর চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে বৃষ্টির সম্ভাবনা। শনিবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোনও ভাবে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কলকাতার আশা সেখানেই শেষ হয়ে যাবে। ১৩ পয়েন্টে কোনও ভাবেই প্লে-অফে যাওয়ার সুযোগ নেই। বরং সুবিধা হবে লখনউয়ের। এমনিতেই তারা তৃতীয় স্থানে রয়েছে। আর একটি পয়েন্ট পেলেই তাদের প্লে-অফে খেলা নিশ্চিত। 

Advertisement