scorecardresearch
 

IPL 2023 KKR vs LSG: 'ও যা খেলছে...' KKR-এর এই ক্রিকেটারকেই ভয় LSG-র

শনিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants)। সেই ম্যাচে জিততেই হবে দুই দলকে। প্লে অফে যেতে হলে, দুই পয়েন্ট পেতেই হবে তাদের। তাই কেকেআর-এর রিঙ্কু সিংকেই (Rinku Singh) ভয় লখনউ দলের।

Advertisement
কেকেআর দল কেকেআর দল

শনিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants)। সেই ম্যাচে জিততেই হবে দুই দলকে। প্লে অফে যেতে হলে, দুই পয়েন্ট পেতেই হবে তাদের। তাই কেকেআর-এর রিঙ্কু সিংকেই (Rinku Singh) ভয় লখনউ দলের।
 

দারুণ ছন্দে রিঙ্কু
রিঙ্কু সিং এই মরশুমে দারুণ ছন্দে রয়েছেন। ১২ ম্যাচে ৩৫৩ রান করেছেন কেকেআর-এর মিডল অর্ডার ব্যাটার। তার গড় ৫০.৪৩। স্ট্রাইক রেট ১৪৬.৪৭। দাপুটে ব্যাটিং-এ বারেবারে কেকেআরকে (KKR) ম্যাচ জিতিয়েছেন রিঙ্কু। অবিশ্বাস্য কিছু ম্যাচ খেলায় তাঁকে ভারতীয় দলে নেওয়ার দাবিও উঠতে শুরু করে দিয়েছে। তবে ভারতীয় দলের জার্সি তিনি পরতে পারবেন কিনা সেটা সময় বলবে। তবে লখনউ দল যে রিঙ্কুকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তা জানিয়েই দিলেন লখনউ ক্যাপ্টেন ক্রুণাল পান্ডিয়া। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ক্রুণাল বলেন, ‘‘আমরা সকলেই জানি, রিঙ্কু কেমন খেলেছে। তবে সব ক্রিকেটারই বড় ফ্যাক্টর। তাই আলাদা করে কিছু নয়, তবে অবশ্যই রিঙ্কু একটা ফ্যাক্টর।‘

আরও পড়ুন: 'সমর্থক ভাঙানোর চেষ্টা,' LSG-র সবুজ-মেরুন জার্সিতে ক্ষুব্ধ KKR


কেকেআর-এর তিন স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakrovorty), সুয়াশ শর্মা (Suyash Sharma) ও সুনীল নারিন (Sunil Narine) দারুণ ছন্দে রয়েছেন। মরশুমের প্রথমদিকে সুনীল নারিন ভালো বল করতে না পারলেও, শেষ ম্যাচে দারুণ পারফর্ম করেছেন ক্যারেবিয়ান স্পিনার। এই তিন নিয়েও মুখ খুলেছেন লখনউ ব্যাটার নিকোলাস পুরান। তিনি বলেন, 'তিন স্পিনারই দারুণ। আশা করব আমাদের সমস্যা হবে না। শেষ অবধি ব্যাট আর বলের লড়াই।‘

Advertisement

আরও পড়ুন: RCB-র জয়ে আরও চাপে KKR, কীভাবে খুলবে প্লে অফের দরজা?


দলে মেন্টর হিসেবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) থাকা একটা বড় অ্যাডভান্টেজ বলেই মনে করেন এলএসজি ক্যাপ্টেন। তিনি বলেন, ‘গৌতম গম্ভীরের থাকা বড় ব্যাপার। ও থাকায় সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। গম্ভীর এর আগে কেকেআর-কে আইপিএল জিতিয়েছে। ফ্র্যাঞ্চেইজি ক্রিকেটে ১০ বছরেরও বেশি খেলার অভিজ্ঞতা রয়েছে ওর। ফলে ওর সাহায্য আমাদের সবসময় কাজে লাগে।‘
মরশুমের মাঝপথে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব নেওয়া একেবারেই সহজ কাজ নয়, ক্যাপ্টেন্সি প্রসঙ্গে ক্রুণাল বলেন, ‘আমি নিজের মতো করে অধিনায়কত্ব করি। কাউকে কপি করা আমার লক্ষ্য নয়।‘     

 

Advertisement