scorecardresearch
 

IPL 2023 KKR vs RCB: বাংলার শাহবাজের ওভারে চার ছক্কা জেসন রয়ের, বড় রানের দিকে KKR

এক ওভারে পাঁচ ছক্কা মেরে কেকেআর-কে (Kolkata Knight Riders) ম্যাচ জিতিয়েছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। গুজরাত টাইটান্সকে (Gujarat Titans) হারিয়ে অবিশ্বাস্য জয় পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বুধবার ব্যাঙ্গালোরে দেখা গেল জেসন রয়ের (Jason Roy)  

Advertisement
জেসন রয় জেসন রয়

এক ওভারে পাঁচ ছক্কা মেরে কেকেআর-কে (Kolkata Knight Riders) ম্যাচ জিতিয়েছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। গুজরাত টাইটান্সকে (Gujarat Titans) হারিয়ে অবিশ্বাস্য জয় পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বুধবার ব্যাঙ্গালোরে দেখা গেল জেসন রয়ের (Jason Roy)  
দুর্দান্ত ব্যাটিং। এক ওভারে মারলেন চারটে ছক্কা। ২২ বলে হাফ সেঞ্চুরি করা ইংরেজ ব্যাটার বাংলার ক্রিকেটার শাহবাজ আহমেদের (Shahbaz Ahmed) ওভারে চারটে ছক্কা মারেন। এক ওভারে আসে ২৫ রান। উইকেটের আশায় পাওয়ার প্লের শেষ ওভারে বাংলার বাঁ হাতি স্পিনারকে বল দেন আরসিবি (Royal Challengers Bangalofre) ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli)। তখন স্ট্রাইকে ছিলেন নারায়ণ জগদীশন (Narayan Jagadeesan)। প্রথম বলেই সিঙ্গল নিয়ে জেসন রয়কে স্ট্রাইক দেন। এরপরেই শুরু হয় ছক্কার বৃষ্টি। বাকি পাঁচ বলে পাঁচটাই স্টেডিয়ামের বাইরে পাঠাতে না পারলেও পাওয়ার প্লে শেষ ওভারে কেকেআর দারুণ জায়গায় চলে যায়। ৬৬ রান করে ফেলে কলকাতা।

দ্বিতীয় বলে এগিয়ে আসেন রয়। আর সেটা বুঝতে পেরেই পায়ের দিকে বল করার চেষ্টা করেন শাহবাজ। তবে তাতেও বল মাঠের বাইরে পাঠান রয়। তৃতীয় বলও জেসন রয়ের পায়ের দিকে করতে যান শাহবাজ। সেই বলে সুইপ করে মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা মারেন ইংরেজ ব্যাটার।

আরও পড়ুন: IPL-এ দারুণ ছন্দে, বিশ্বকাপে সুযোগ পাবেন রাহানে?

চতুর্থ বলেও ফের ছক্কা হাকান জেসন রয়। শর্ট বলে দারুণ পুল মারেন রয়। ফিল্ডার থাকলেও ধরতে পারেননি। পঞ্চম বলে যদিও রানই হয়নি। শেষ বলে মিড উইকেটের ওপর দিয়ে শাহবাজের বল উড়িয়ে দেন রয়। ২৯ বলে ৫৬ রানের ইনিংস খেলেন জেসন রয়। চারটে চার আর পাঁচটা ছক্কায় সাজান তাঁর ইনিংস। নারায়ণ জগদীশনের সঙ্গে ৮৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন জেসন রয়। ২৯ বলে ২৭ রান করে আউট হন জগদীশন।  

Advertisement

আরও পড়ুন: টানা ৪ ম্যাচে হেরেছে KKR, প্লে অফে যেতে পারবে? অঙ্ক যা বলছে...

কলকাতা নাইট রাইডার্স (প্লেয়িং ইলেভেন): এন জগদীসান (WK), জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (C), রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ডেভিড উইজ, বৈভব অরোরা, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (প্লেয়িং ইলেভেন): বিরাট কোহলি (C), শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমর, দিনেশ কার্তিক (WK), সুয়শ প্রভুদেসাই, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ডেভিড উইলি, বিজয়কুমার ভিশক, হর্ষাল প্যাটেল, মহম্মদ সিরাজ  

       

Advertisement