scorecardresearch
 

IPL 2023 Kolkata Knight Riders: RCB-র জয়ে আরও চাপে KKR, কীভাবে খুলবে প্লে অফের দরজা?

আইপিএল-এ (IPL 2023) প্লে অফের লড়াই বেশ জমে উঠেছে। শেষ চারের লড়াইয়ে এবার বেশ কিছুটা এগিয়ে গেল আরসিবি (Royal Challengers Bangalore)। বিরাট কোহলিরা পৌঁছে গেলেন ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কাজটা তাই আরও একটু কঠিন হয়ে গেল। রবিবার লিগ টপার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলবে আরসিবি।

Advertisement
সুয়াস শর্মা সুয়াস শর্মা

আইপিএল-এ (IPL 2023) প্লে অফের লড়াই বেশ জমে উঠেছে। শেষ চারের লড়াইয়ে এবার বেশ কিছুটা এগিয়ে গেল আরসিবি (Royal Challengers Bangalore)। বিরাট কোহলিরা পৌঁছে গেলেন ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কাজটা তাই আরও একটু কঠিন হয়ে গেল। রবিবার লিগ টপার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলবে আরসিবি।

কীভাবে প্লে অফে যেতে পারে কেকেআর?
তার আগে শবিবার লখনউ সুপার জায়েন্টসকে বড় ব্যবধানে হারাতে হবে মীতীশ রানাদের। শেষ ম্যাচে হারতে হবে আরসিবিকে। তবে শুধু আরসিবিকে হারলেই হবে না। আগামীকাল হারতে হবে রাজস্থান রয়্যালসকে। ১২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে থাকা রাজস্থানের নেট রানরেট বেশ ভালো। তাই তারা ১৪ পয়েন্টে পৌঁছে গেলে কেকেআর-এর সমস্যা বাড়তে পারে। শনিবার জিতলেও তাই প্লে অফ নিশ্চিত হচ্ছে না কেকেআর-এর। রবিবার দু’টি ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হবে তাদের। মুম্বই বা ব্যাঙ্গালোরের মধ্যে কোনও দল যদি জিতে যায়, তবে আশাভঙ্গ হবে কেকেআর-এর।

আইপিএল-এর পয়েন্ট টেবিল
আইপিএল-এর পয়েন্ট টেবিল

আরও পড়ুন: ৬২ বলে সেঞ্চুরি বিরাটের, SRH-কে হারিয়ে প্লে অফের কাছাকাছি RCB

সমস্যায় পড়তে পারে কেকেআর
কলকাতাকে জিততেই হবে। আইপিএল-এ টিকে থাকার এই লড়াইয়ে বৃষ্টি বাঁধ সাধতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে। বৃষ্টির সঙ্গে প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও (Rain Forecast In Kolkata)। 

আরও পড়ুন: KKR-এর তিন স্পিনারকে ভয় পাচ্ছে LSG? ক্রুণাল পান্ডিয়া বললেন...

Advertisement

কলকাতা নাইট রাইডার্স (KKR) এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছে। তাদের পয়েন্ট ১২ এবং তাদের নেট রানরেট -০.২৫৬। KKR-এর শেষ ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে। একই সঙ্গে তাদের আশা, অন্য দলগুলিও যাতে ১৪ পয়েন্টের বেশি পেতে না পারে। এ জন্য লখনউকে দু’টি ম্যাচই হারতে হবে। একই সঙ্গে, আরসিবি এবং পিবিকেএসকে তাদের অন্তত একটি ম্যাচ হারতে হবে।   
 

Advertisement