IPL Kolkata Knight Riders: IPL-এর পয়েন্টস টেবিলে বদল, কীভাবে প্লেঅফে পৌঁছতে পারে KKR?

চার ম্যাচ হারের পর বেঙ্গালুরু মাঠে খেলা ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Chalengers Bangalore) ২১ রানে পরাজিত হয়। এই ম্যাচে কেকেআরের (Kolkata Knight Riders) ব্যাটসম্যান ও বোলাররা দুর্দান্ত পারফর্ম করেছে। 

Advertisement
IPL পয়েন্টস টেবিলে বদল, কীভাবে প্লেঅফে KKR?কলকাতা নাইট রাইডার্স
হাইলাইটস
  • প্লে অফের লড়াইয়ে কলকাতা
  • চার ম্যাচ হারের পর জয় পেল কেকেআর

চার ম্যাচ হারের পর বেঙ্গালুরু মাঠে খেলা ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Chalengers Bangalore) ২১ রানে পরাজিত হয়। এই ম্যাচে কেকেআরের (Kolkata Knight Riders) ব্যাটসম্যান ও বোলাররা দুর্দান্ত পারফর্ম করেছে। 

কীভাবে প্লে অফে যেতে পারে কেকেআর

কেকেআরের পক্ষে এখনও বেশ কঠিন প্লে অফে যাওয়া। শ্রেয়াস আইয়ারের অভাব এখনও পূরন করতে পারেনি কেকেআর। রিঙ্কু সিং, নীতিশ রানা, জেসন রয় এবং ভেঙ্কটেশ আইয়ারের মত ক্রিকেটাররা ভালো খেললেও বাকিরা রান পাচ্ছিলেন না। কিন্তু বুধবার কেকেআর দারুণভাবে ফিরে আসে। কেকেআরকে এখনও প্লে অফে জায়গা পেতে বাকি অন্তত ৬টি ম্যাচ জিততে হবে। ১৬ পয়েন্ট পেলেই সাধারণভাবে প্লে অফের আশা থাকে। তবে বলা যায় না। এবারে আইপিএল-এ টানটান উত্তেজক ম্যাচ হচ্ছে। টানা চার ম্যাচ হারের পর চিন্নাস্মামী স্টেডিয়ামে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। টানা হারে লিগ টেবিলের তলায় শাহরুখ খানের (Shahrukh Khan) দল। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আরসিবি। ৪টে জয় আর ৪টে হার নিয়ে। আট নম্বর থেকে প্রথম চারে আসতে হলে জিততেই হবে নীতিশ রানাদের। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে কেকেআর।

আইপিএল পয়েন্ট টেবিল
আইপিএল পয়েন্ট টেবিল

আরও পড়ুন: জিতেও জুটল শাস্তি, জরিমানার মুখে KKR ক্রিকেটার

ম্যাচে কী হল?

ম‍্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রান করে কেকেআর। কলকাতার হয়ে দুরন্ত ইনিংস জেসন রয়ের। ৫৬ রান করেন তিনি। ৪৮ রান করেন অধিনায়ক নীতীশ রানা। ২৭ রান করেন জগদীশানের। ৩১ রান ভেঙ্কটেশ আইয়ারের। আরসিবির হয়ে দুই উইকেট নেন হাসারাঙ্গা এবং বিজয়কুমার। একটি উইকেট নেন মহম্মদ সিরাজ। 

আরও পড়ুন; বাংলার শাহবাজের ওভারে চার ছক্কা জেসন রয়ের, বড় রানের দিকে KKR

Advertisement

জবাবে ব‍্যাট করতে নেমে ১৭৯ রানে শেষ হয়ে যায় আরসিবির ইনিংস। আরসিবির হয়ে লড়াই চালান বিরাট কোহলি এবং লোমরর। ৫৪ রান করেন বিরাট। ৩৪ রান করেন লোমরর। তবে ব‍্যাট হাতে ব‍্যর্থ ফ‍্যাফ ডুপ্লেসি। ১৭ রান করেন তিনি। ২ রান করেন শাহবাজ আহমেদ। ৫ রান করেন ম‍্যাক্সওয়েল। ২২ রান করেন দীনেশ কার্তিক। কলকাতার হয়ে বল হাতে তিন উইকেট বরুণ চক্রবর্তীর। দুটি করে উইকেট সুয়াস শর্মা এবং আন্দ্রে রাসেলের।

POST A COMMENT
Advertisement