IPL 2023: 'বাবার কথা মনে পড়ছে, এক পাণ্ডিয়া তো জিতবে', কেন আবেগপ্রবণ হার্দিক?

পরিবার এক কিন্তু দলটা আলাদা। দুই জনেই আবার দুই দলের ক্যাপ্টেন আইপিএলের (IPL 2023) মঞ্চে গুজরাত টাইটানস (Gujarat Titans) দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandiya) এবং লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandiya)। রবিবার দুপুরে এই ম্যাচ খেলতে নামার আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন হার্দিক।  

Advertisement
'বাবার কথা মনে পড়ছে, এক পাণ্ডিয়া তো জিতবে', কেন আবেগপ্রবণ হার্দিক?হার্দিক ও ক্রুণাল পান্ডিয়া

পরিবার এক কিন্তু দলটা আলাদা। দুই জনেই আবার দুই দলের ক্যাপ্টেন আইপিএলের (IPL 2023) মঞ্চে গুজরাত টাইটানস (Gujarat Titans) দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandiya) এবং লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandiya)। রবিবার দুপুরে এই ম্যাচ খেলতে নামার আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন হার্দিক।  


এই ম্যাচে খেলতে নামার আগে প্রয়াত বাবর কথা মনে পড়ছে হার্দিকের। গুজরাত ক্যাপ্টেন বলেন, এটা আমার কাছে একটি খুব আবেগপূর্ণ দিন।আমাদের বাবা দুই ভাইকে ভিন্ন দলের হয়ে নেতৃত্ব দিতে দেখে সত্যিই গর্বিত হতেন। তবে একজন পান্ডিয়া তো অবশ্যই জিতবে এই ম্যাচে।টসের সময় হার্দিক জানান, 'স্পষ্টতই, একটি খুব আবেগপূর্ণ দিন এবং আমাদের বাবা আমাদের জন্য গর্বিত হতেন। তিনি এই  দিনটির স্বপ্ন দেখেছিলেন। হ্যাঁ, আমি চাই ছেলেরা এখানে জিতুক।' হার্দিক আরও বলেন, 'আমি চাই দল নিজেদের প্রমাণ করুক এবং নির্ভয়ে খেলুক। আমরা আজ একটা পরিবর্তন এনেছি জোর করে। জশকে জাতীয় দায়িত্বের জন্য ফিরে যেতে হয় এবং তাঁর জায়গায় আলজারি জোসেফ এসেছেন।' 

আরও পড়ুন: আজ IPL-এ ইতিহাস, এমন ম্যাচ আগে কখনও দেখেনি দেশ
 

রাহুল চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যাওয়ায় অধিনায়কত্ব পান ক্রুনাল 
গত বছরেই দুটি নতুন দল আইপিএল-এ প্রবেশ করে। এই দলগুলি হল গুজরাত টাইটানস (GT) এবং লখনউ সুপার জায়ান্টস (LSG)। প্রথম সিজনেই হার্দিককে অধিনায়ক করে সাফল্য পায় গুজরাত। সবাইকে চমকে দিয়ে প্রথম মরশুমেই গুজরাতকে চ্যাম্পিয়ন করেছিলেন হার্দিক। হার্দিককে গুজরাত ফ্র্যাঞ্চাইজি ১৫ কোটি টাকায় কিনেছিল। স্পিন অলরাউন্ডার ক্রুনালকে ৮.২৫ কোটি টাকায় কিনেছিল লখনউ দল। দলের  সহ-অধিনায়ক করা হয় ক্রুনালকে। আর দলের নেতৃত্ব তুলে দেওয়া হয় কেএল রাহুলের (KL Rahul) হাতে।  

আরও পড়ুন: নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বাঙালির তাণ্ডব, ২২ বলে হাফসেঞ্চুরি ঋদ্ধিমান সাহার

Advertisement


এই মরশুমের শুরু থেকেই লখনউয়ের অধিনায়কত্ব করছিলেন কেএল রাহুল। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে ম্যাচে লখনউ দলের অধিনায়ক কেএল রাহুল চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান। যার ফলে লখনউ দলের অধিনায়কত্ব চলে এসেছে ক্রুনালের হাতে। 

POST A COMMENT
Advertisement