আবারও দারুণ সময় ঝলসে উঠল সূর্যকুমার যাদবের ব্যাট। যা দেখে মুগ্ধ স্বয়ং সচিন তেন্ডুলকরও। ৪৩ বলে ১০৩ রানের ইনিংস সাজানো ছিল ১১টা চার আর ছ’টা ছক্কায়। যার একটি দেখেই মুগ্ধ হয়ে যান সচিন।
সূর্যকুমারকে ৩৬০ ডিগ্রি ক্রিকেটার বলা হয়। অর্থাৎ মাঠের যে কোনও প্রান্তে শট খেলতে পারেন তিনি। গুজরাতের টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে তেমনি এক শট মারতে দেখা গেল সূর্যকুমারকে। দেখে মনে হয়েছিল ব্যাটের কানায় লেগে বল হাওয়ায় উঠে গিয়েছে। তবে সেই বল চলে যায় বাউন্ডারির বাইরে। রিপ্লেতে দেখা যায় মহম্মদ শামির বলে ব্যাট কিছুটা আড়াআড়ি চালিয়েছিলেন সূর্যকুমার। যার ফলে বল মাঠের বাইরে চলে যায়। তাও আবার ডিপ থার্ড ম্যাব অঞ্চল দিয়ে। এই শট দেখে অবাক সচিনও। তাঁকেও দেখা যায় খালি হাতে এই শট শ্যাডো করতে।
এই ভিডিও শেয়ার করেছে সম্প্রচারকারী জিও সিনেমা। সেখানে সচিনের প্রতিক্রিয়া দেখে সকলেই অবাক। তাঁরা ট্যুইটারে সচিনের প্রতিক্রিয়া নিয়েই কথা বলছেন। অনেকেই যদিও সূর্যকুমারের ইনিংস নিয়েও প্রশংসা করেছেন।
আরও পড়ুন: ফুচকা বিক্রি থেকে মাঠে তাঁবুতে থাকা, IPL তারকা যশস্বীর লড়াই চোখ ভিজিয়ে দেবে...
টসে জিতে গুজরাত টাইটান্স ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া শুরুতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। শুরুতে ইশান কিশান ও রোহিত শর্মা ভালো ব্যাট করলেও ৬১ রানে প্রথম উইকেট হারায় মুম্বই। আউট হন রোহিত। ১৮ বলে ২৯ রানের ইনিংস খেলেন তিনি। ইশান কিশান ২০ বলে ৩১ রান করে আউট হন। সূর্যকুমার শেষ অবধি ক্রিজে থেকে দলের রান ২০০ পার করে দেন। ৫ উইকেট হারিয়ে ২১৮ রান করে মুম্বই ইন্ডিয়ান্স।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩২ বলে ৭৯ রানের দারুণ ইনিংস খেলেন রশিদ খান। যদিও তাতে দলের হার আটকাতে পারেননি। ২৭ রানে হারে গতবারের চ্যাম্পিয়ন দল। বল হাতে চার উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও লড়াই চালান তিনি। লড়াই চালান ডেভিড মিলারও। ২৬ বলে ৪১ রান করেন তিনি।