scorecardresearch
 

IPL 2023: 'বিরাটের নাম শুনলেই...', বিবাদের পর মুখ খুললেন আগফান বোলার

বিরাট কোহলি (Virat Kohli) নামটা যেন বারেবারে তাড়া করে বেড়াচ্ছে আফগান ফাস্ট বোলার নবীন উল হক (Naveen Ul Haq)। যেখানেই খেলতে গিয়েছেন, সেখানেই শুনতে হয়েছে ‘বিরাট বিরাট’ চিৎকার। কোহলির নাম শুনলে তিনি নাকি আরও তেতে যান। এমনটাই জানালেন আফগান পেসার।

Advertisement
নবীন উল হক ও বিরাট কোহলি নবীন উল হক ও বিরাট কোহলি
হাইলাইটস
  • বিরাটের নাম শুনলেই তেতে ওঠেন নবীন
  • মুখ খুললেন আফগান ফাস্ট বোলার

বিরাট কোহলি (Virat Kohli) নামটা যেন বারেবারে তাড়া করে বেড়াচ্ছে আফগান ফাস্ট বোলার নবীন উল হক (Naveen Ul Haq)। যেখানেই খেলতে গিয়েছেন, সেখানেই শুনতে হয়েছে ‘বিরাট বিরাট’ চিৎকার। কোহলির নাম শুনলে তিনি নাকি আরও তেতে যান। এমনটাই জানালেন আফগান পেসার।


এলিমেটরে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে নবীনের ৪ উইকেট নেওয়ার নেপথ্যে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)? চেন্নাইয়ের মাঠে বারেবারে বিরাট বিরাট চিৎকার শুনতে হয়েছে নবীনকে। সে নিয়ে যদিও বিচলিত নন আফগান ক্রিকেটার। তিনি বলেন, ‘আমার তো ভালই লাগে। মাঠে যখন সবাই কোহলির নাম নিয়ে চিৎকার করেন তখন ভাল খেলার তাগিদ আরও বেড়ে যায়। মুম্বইয়ের (Mumbai Indians) বিরুদ্ধেও সেটাই হয়েছে।‘ বিরাটের সঙ্গে তাঁর বিবাদ নিয়েও আর মাথা ঘামাতে নারাজ নবীন। তিনি বলেন, ‘বাইরে কে কী বলল সে দিকে আমি মাথা ঘামাই না। শুধু নিজের খেলার দিকে নজর দিই। আমরা পেশাদার খেলোয়াড়। তাই গ্যালারিতে কার নামে জয়ধ্বনি হচ্ছে, বা সোশ্যাল মিডিয়ায় কার সমালোচনা হচ্ছে, সে সব নিয়ে ভাবার সময় আমাদের নেই। এগুলো খেলার অঙ্গ। সেটা নিয়েই চলতে হবে।‘

আরও পড়ুন: কোহলিকে অপমান, নবীনদের বিদায়েও থামছে না 'মিষ্টি আম' বিতর্ক
নবীনের সঙ্গে বিরাটের বিতর্কে আফগান বোলারের পাশেই দাঁড়িয়েছেন লখনউ মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। পরে তিনি নিজেও আরসিবি (RCB) তারকার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন। যদিও ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে গম্ভীর, বিরাট ও নবীনের তবুও নবীনের পাশেই দাঁড়িয়েছেন গম্ভীর। 

আরও পড়ুন:৫ রানে ৫ উইকেট, MI-এর হয়ে প্লে অফে একাধিক রেকর্ড মাধওয়ালের
নবীনও জানিয়েছেন গৌতম গম্ভীরের থেকে অনেককিছুই শিখেছেন বলে দাবি নবীনের। তিনি বলেন, ‘গম্ভীর ভারতের কিংবদন্তি ক্রিকেটার। ওঁর কাছে অনেক কিছু শেখার রয়েছে। যে ভাবে তিনি দলের সকলের পাশে থাকেন তা এক কথায় অসাধারণ। আমিও এ ভাবেই দলের পাশে থাকতে চাই।‘

Advertisement


মুম্বই-এর বিরুদ্ধে চার উইকেট নিয়েও লখনউ-এর হার ঠেকাতে পারেননি নবীন। ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয় ক্রুণাল পান্ডিয়ার দলকে। এই হারের ফলে আইপিএল থেকে বিদায় নিতে হল লখনউকে। ১৭২ রান তাড়া করতে নেমে মাত্র ১০১ রানেই শেষ হয়ে যায় লখনউ-এর ইনিংস। ৮১ রানে হারতে হয় লখনউ-কে। 
 

Advertisement