GT vs MI, IPL 2023 Qualifier 2 Score and Updates: ১৭১ রানে শেষ MI-এর ইনিংস, ৬২ রানে জিতে ফাইনালে GT

দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স। গতবারের চ্যাম্পিয়নরা চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়েছিল প্রথম কোয়ালিফায়ারে। অন্যদিকে মুম্বই লখনউ সুপার জায়েন্টসকে দাপটের সঙ্গে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে নামছেন রোহিত শর্মারা। 

Advertisement
১৭১ রানে শেষ MI-এর ইনিংস, ৬২ রানে জিতে ফাইনালে GTগিল ও মোহিত

দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স। গতবারের চ্যাম্পিয়নরা চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়েছিল প্রথম কোয়ালিফায়ারে। অন্যদিকে মুম্বই লখনউ সুপার জায়েন্টসকে দাপটের সঙ্গে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে নামছেন রোহিত শর্মারা। 

 

ফাইনালে উঠে গেল গুজরাত

দারুণ বোলিং মোহিত শর্মার। একাই নিলেন পাঁচ উইকেট।  

 

পরপর উইকেট হারাচ্ছে মুম্বই

মোহিত শর্মা একাই নিলেন ৪ উইকেট। ১৬৩ রানে ৯ উইকেট হারাল মুম্বই।

আউট হলেন সূর্যকুমার

বড় উইকেট হারাল মুম্বই। ১৫৫ রানে ৫ উইকেট হারালেন রোহিতরা।

একের পর এক উইকেট হারিয়ে চাপে মুম্বই

৪ উইকেট হারিয়ে ১৩৪ রাঙ্করেছে মুম্বই, ৪২ বলে দরকার ১০০ রান। 

 

শুরুতেই উইকেট হারাল মুম্বই

শুরুতেই ধাক্কা MI-এর, শামির বলে আউট ওয়াধেরা

 

২৩৩ রান করে ফেলল গুজরাত

২৩৪ রানের বিরাট স্কোরের সামনে দাঁড়িয়ে মুম্বই। 

দারুণ সেঞ্চুরি করে আউট গিল

৬০ বলে ১২৯ রান করে আউট হলেন শুভমন গিল 

সেঞ্চুরি শুভমন গিলের

দারুণ সেঞ্চুরি শুভমন গিলের। মাত্র ৪৯ বলে সেঞ্চুরি করে ফেললেন গিল।

৯ ওভারের খেলা শেষ

৯ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৮০ রান গুজরাতের। দারুণ ছন্দে গিল। 

প্রথম উইকেট হারাল গুজরাত

ঋদ্ধিমানকে আউট করলেন পীযূষ চাওলা। স্ট্যাম্প আউট হলেন ঋদ্ধিমান।  ১৬ বলে ১৮ রান করে আউট গুজরাত ওপেনার।

৩ ওভারের খেলা শেষ

উইকেট না হারিয়ে ২০ রান করেছে গুজরাত। 

প্রথম ওভার শেষ

উইকেট না হারিয়ে ৩ রান করেছে গুজরাত।

দুই দলে কারা রয়েছেন?

MI: ইশান কিশান (উইকেটরক্ষক),  রোহিত শর্মা (অধিনায়ক), ক্যামরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, ক্রিস জর্ডান, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, কুমার কার্তিকেয়া, আকাশ মাধওয়াল

GT: ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমান গিল, বি সাই সুদর্শন, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, মোহিত শর্মা, নুর আহমেদ, মহম্মদ শামি

Advertisement

 

টসে জিতল মুম্বই

গুজরাতের বিরুদ্ধে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল মুম্বই ইন্ডিয়ান্স। 

টস কখন?

শুরু হবে ম্যাচ। ৭:৪৫ মিনিটে টস হবে। ম্যাচ শুরু হবে রাত আটটায়।

থেমে গিয়েছে বৃষ্টি

আহমেদাবাদে বৃষ্টি থামলেও, মাঠে জল জমে রয়েছে। সন্ধ্যা ৭:২০ মিনিটে মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা।

বৃষ্টি হচ্ছে আহমেদাবাদে

দেরি করে শুরু হবে ম্যাচ। কারণ আহমেদাবাদে বৃষ্টি নষ্ট হচ্ছে। 

 

POST A COMMENT
Advertisement