scorecardresearch
 

IPL 2023 Virat Kohli: কলকাতায় খেলতে এসে নিজের রেস্তোরাঁয় বিরাট, প্র্যাকটিসে নেই RCB তারকারা

বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে  খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। সেই ম্যাচের আগে ইডেনে (Eden Gardens) অনুশীলনে দেখা গেল না বিরাট কোহলি (Virat Kohli), ফাফ ডু প্লেসিদের (Faf du Plessis)। ম্যাচের অনুশীলন না করে কোথায় চলে গেলেন বিরাট কোহলি? ইডেনে সন্ধ্যা ৬টা থেকে রাত ন'টা অবধি অনুশীলন চলল আরসিবি-র তবে সেই অনুশীলনে নেই প্রাক্তন অধিনায়ক। দারুণ ছন্দে থাকলেও ম্যাচের আগে অনুশীলনই করলেন না বিরাট?

Advertisement
বিরাট কোহলির সঙ্গে বাকি তারকারা বিরাট কোহলির সঙ্গে বাকি তারকারা
হাইলাইটস
  • অনুশীলন করলেন না বিরাট
  • নিজের রেস্তোরাঁয় বিরাট, সঙ্গী ফাফ-সিরাজরা

বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে  খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। সেই ম্যাচের আগে ইডেনে (Eden Gardens) অনুশীলনে দেখা গেল না বিরাট কোহলি (Virat Kohli), ফাফ ডু প্লেসিদের (Faf du Plessis)। ম্যাচের অনুশীলন না করে কোথায় চলে গেলেন বিরাট কোহলি? ইডেনে সন্ধ্যা ৬টা থেকে রাত ন'টা অবধি অনুশীলন চলল আরসিবি-র তবে সেই অনুশীলনে নেই প্রাক্তন অধিনায়ক। দারুণ ছন্দে থাকলেও ম্যাচের আগে অনুশীলনই করলেন না বিরাট?

জানা গেল, বিরাট গিয়েছিলেন তাঁর রেস্তোরাঁয়। তবে একা নন, তাঁর সঙ্গে ছিলেন দলের অধিনায়ক ফাফ ডু প্লেসি, ম্যাক্সওয়েলরা। দক্ষিণ কলকাতার হো চি মিন সরণিতে রয়েছে বিরাট কোহলির রেস্তোরাঁ ওয়ান এইট কমিউন (one8 Commune)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রয়েছে তাজ বেঙ্গল হোটেলে। সেখান থেকে হো চি মিন সরণীর দূরত্ব খুব বেশী নয়। বিরাট ছাড়াও আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি, মহম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে সেই রেস্তোরাঁয় গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটান। ভক্তদের আবদার মেটাতেও দেখা যায় বিরাটদের। কোহলি নিজেই তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবি শেয়ার করেছেন।

আরও পড়ুন: গুজরাতের শামি-ঋদ্ধি বনাম দিল্লির অভিষেক; IPL-এ জোর লড়াই বঙ্গ ক্রিকেটারদের

নিজের রেস্তোরাঁয় কোহলি যে ফুরফুরে মেজাজেই ছিলেন তা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতেই স্পষ্ট। বিরাট রেস্তোরাঁর ভিতরের ছবি পোস্ট করে লিখেছেন, সতীর্থদের সঙ্গে ওয়ান এইট কমিউনে দারুণ কিছুক্ষণ সময় কাটালাম।' এরপর নিজের রেস্তোরাঁর খাবার নিয়েও প্রশংসা করেন বিরাট। তিনি লেখেন, 'এখানকার খাবারও খুব ভালো।' জানা গিয়েছে, রেস্তোঁরার ভক্তদের আবদারও হাসিমুখে মেটান কোহলি।

আরও পড়ূন: IPL-এ ফের করোনার থাবা, COVID আক্রান্ত ধারাভাষ্যকার

প্রথম ম্যাচে দারুণ পারফর্ম করে আরসিবি-কে ম্যাচ জিতিয়েছেন বিরাট। দ্বিতীয় ম্যাচে কেকেআর-এর বিরুদ্ধে খেলতে কলকাতায় এসে একেবারে অন্য মেজাজে ভারতের প্রাক্তন অধিনায়ক। আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক এখন বিরাট। আগের ম্যাচেই ৬০০০ রানের মাইলফলক টপকে গিয়েছেন তিনি। তবে এখনও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি তাঁর দল। এই মরশুমে শুরুটা ভালোই করেছে আরসিবি। এখন দেখার এখান থেকে ট্রফির খরা কাটাতে পারে কি না তারা। 

Advertisement

Advertisement