scorecardresearch
 

Ruturaj Gaikwad IPL 2023: আউট হয়েও উইকেট ফিরে পেলেন ঋতুরাজ, কীভাবে?

আউট হয়েও অপরাজিতই থেকে গেলেন ঋতুরাজ গায়কোয়াড (Rituraj Gaikwad)। আইপিএল-এর (IPL 2023) প্রথম প্লে অফের ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও গুজরাত টাইটান্স (Gujarat Titans)। সেই ম্যাচের দ্বিতীয় ওভারেই এই ঘটনা ঘটে। সেই সময় মাত্র ও ২ রান করে ব্যাট করছিলেন চেন্নাই ওপেনার। 

Advertisement
ঋতুরাজ গায়কোয়াড ঋতুরাজ গায়কোয়াড

আউট হয়েও অপরাজিতই থেকে গেলেন ঋতুরাজ গায়কোয়াড (Rituraj Gaikwad)। আইপিএল-এর (IPL 2023) প্রথম প্লে অফের ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও গুজরাত টাইটান্স (Gujarat Titans)। সেই ম্যাচের দ্বিতীয় ওভারেই এই ঘটনা ঘটে। সেই সময় মাত্র ও ২ রান করে ব্যাট করছিলেন চেন্নাই ওপেনার। 
 

কী ঘটেছিল?
গুজরাতের নালকান্ডের বল পায়ের দিকে চলে আসায় লেগ সাইডে খেলতে গিয়েছিলেন ঋতুরাজ। তবে সেই বল ব্যাটের কানায় লাগে। বল ব্যাটে লেগে উঠে যেতে সেই বলে ক্যাচ ধরেন নালকান্ডে। তবে তৃতীয় আম্পায়ার সেই বলকে নো বল বলে ঘোষণা করেন। ফলে বেঁচে যান গায়কোয়াড। পরের বলে ফ্রি হিটে ছক্কা হাঁকান ঋতুরাজ। শেষ পর্যন্ত ১১তম ওভারে ঋতুরাজকে আউট করেন মোহিত শর্মা। আবারও টপ এজ লাগে তাঁর ব্যাটে। ৬০ রান করে ডেভিড মিলারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। লং অনের দিকে শট খেলতে গিয়ে আউট হন তিনি। 
৪৪ বলে ৬০ রানের ইনিংসে ছিল সাতটা চার ও একটা বিরাট ছক্কা। ৮৭ রানে প্রথম উইকেট হারায় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। ২ রানেই ঋতুরাজকে আউট করতে পারলে নিঃসন্দেহে সুবিধা হত গুজরাতের। ঋতুরাজ আউট হওয়ার পর আউট হন শিবম দুবেও। নূর আহমেদের বলে আউট হন তিনি।

আরও পড়ুন: KKR-র এই দুই প্লেয়ারকে বাদ দেওয়ার হোক, সরব সমর্থকরা
 

৯০ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যেতে হয় চেন্নাই সুপার কিংসকে। যদিও উল্টোদিকে দারুণ ব্যাট করতে থাকেন ডেভন কনওয়ে। চিপকে ঘরের মাঠে দারুণ ছন্দে ছিলেন তিনি। ১৩ ওভার শেষে ৯৯ রান করে চেন্নাই।

 আরও পড়ুন: টাকার বৃষ্টি IPL-এ, কত টাকা পুরস্কার পাবে চ্যাম্পিয়নরা?

Advertisement

গুজরাত টাইটানস (প্লেয়িং ইলেভেন): শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, হার্দিক পান্ডিয়া, দাসুন শানাকা, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, দর্শন নালকান্দে, মোহিত শর্মা, নূর আহমেদ, মহম্মদ শামি
চেন্নাই সুপার কিংস (প্লেয়িং ইলেভেন): রুতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, আম্বাতি রায়ডু, শিবম দুবে, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (ডব্লিউ/সি), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মহেশ থেকশানা 
     
 

Advertisement