scorecardresearch
 

IPL 2023: 'কেন হঠাৎ ধোনির অটগ্রাফ নিলেন?' আসল কারণ ফাঁস করলেন গাভাস্কার

আবেগতাড়িত সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। আইপিএল (IPL 2023) সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেল, স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে এসে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার গল্প শোনালেন ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) কিংবদন্তি সুনীল গাভাস্কার। কথা বলার সময় মনে হচ্ছিল, গাভাস্কারের চোখে জল এসে গিয়েছে। সেই সময় গাভাস্কারও, তাঁর পক্ষ শুভেচ্ছা জানান।

Advertisement
গাভাস্কারের জামায় ধোনির অটোগ্রাফ গাভাস্কারের জামায় ধোনির অটোগ্রাফ

আবেগতাড়িত সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। আইপিএল (IPL 2023) সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেল, স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে এসে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার গল্প শোনালেন ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) কিংবদন্তি সুনীল গাভাস্কার। কথা বলার সময় মনে হচ্ছিল, গাভাস্কারের চোখে জল এসে গিয়েছে। সেই সময় গাভাস্কারও, তাঁর পক্ষ শুভেচ্ছা জানান।


তিনি বলেন যে, তাঁর জীবনের শেষ দিকে দুই মিনিটের জন্য তিনি দুটি জিনিস দেখতে চান। গাভাস্কার জানাচ্ছেন, ‘আমি ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির সেই জয়ের মুহূর্তের ছয়টি দেখতে চাই। তিনি যেভাবে ব্যাট সুইং করিয়েছিলেন, সেই মুহূর্তগুলো দৃশ্যমান।‘ গাভাস্কার যখন এই কথাগুলো বলছিলেন, তখন মনে হচ্ছিল তাঁর চোখে জল। গাভাস্কার জোরালো গলায় তাঁর দ্বিতীয় এবং শেষ ইচ্ছাটি বলেন। তিনি জানান, ‘আমিও ১৯৮৩ সালের সেই মুহূর্তটি দেখতে চাই। যখন কপিল (Kapil Dev) বিশ্বকাপ (Cricket World Cup) হাতে তুলেছিলেন।‘ ক্রিকেট ভক্তরা সম্ভবত লিটল মাস্টারকে প্রথমবারের জন্য এইরকমভাবে আবেগপ্রবণ হতে দেখলেন। মনে হচ্ছিল তিনি লাইভ টিভিতে কেঁদেই দেবেন।

আরও পড়ুন: খেতেই পারছেন না পার্পল ক্যাপের দাবিদার শামি, কেন?

কেন ধোনির অটোগ্রাফ নিতে গেলেন গাভাস্কার? জানালেন পুরো ঘটনা
লিটল মাস্টার সুনীল গাভাস্কার, শো চলাকালীন তাঁর শার্ট নিয়ে আসেন। যে শার্টের উপর তিনি এমএস ধোনির (MSD) অটোগ্রাফ নেন। গাভাস্কার জানান, ‘যখন জানলাম এটি চেন্নাইয়ের শেষ ম্যাচ। তখনই আমার মাথায় এসেছিল, কেন আমিও শার্টে অটোগ্রাফ নেব না। মাহির কাছে যাওয়ার পর, আমি তাঁকে অটোগ্রাফের জন্য অনুরোধ করেছিলাম। এটা আমার জন্য খুবই আবেগঘন মুহূর্ত ছিল। এই মানুষটা কী করেনি?’

Advertisement

আরও পড়ুন: আজ LSG vs MI, কারা জিতলে KKR প্লে-অফে যেতে পারবে?

গত ১৪ মে, চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মধ্যে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। যেই ম্যাচে, সুনীল গাভাস্কার মাঠে ঘুরতে গিয়ে ধোনির অটোগ্রাফ নেন।
 

Advertisement