scorecardresearch
 

IPL 2023 Kolkata Knight Riders: আজ LSG vs MI, কারা জিতলে KKR প্লে-অফে যেতে পারবে?

চেন্নাইকে হারিয়ে গতকালই শহরে ফিরেছেন কেকেআর ক্রিকেটাররা। নীতীশ রানা-রিঙ্কু সিং-দের প্লে অফে যেতে হলে শনিবারের ম্যাচে জিততেই হবে। শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকেও। মঙ্গলবার লখনউয়ে, যেখানে সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে কাদের জয় চাইবেন নাইটরা?

Advertisement
কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স

চেন্নাইকে হারিয়ে গতকালই শহরে ফিরেছেন কেকেআর ক্রিকেটাররা। নীতীশ রানা-রিঙ্কু সিং-দের প্লে অফে যেতে হলে শনিবারের ম্যাচে জিততেই হবে। শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকেও। মঙ্গলবার লখনউয়ে, যেখানে সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে কাদের জয় চাইবেন নাইটরা?


মুম্বই জিতলে সুবিধা কেকেআর-এর
লখনউ যদি তাদের ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিতে পারে, তা হলে তারা পৌঁছে যাবে ১৫ পয়েন্টে। তবে মুম্বই আটকে থাকবে ১৪ পয়েন্টেই। শেষ ম্যাচে কেকেআর জিতলে তাদের কাছেও সুযোগ থাকছে ১৪ পয়েন্টে পৌঁছনোর। মুম্বইয়ের সঙ্গে নাইটদের নেট রান রেটের পার্থক্যও খুব বেশি নেই। তার ওপর আবার লখনউয়ের কাছে হারলে নেট রান রেট আরও কিছুটা কমবে রোহিত শর্মাদের। তাতেও কলকাতারই সুবিধা বাড়বে। তবে মুম্বই জিতলেও সমস্যা নেই কেকেআর-এর। কারণ মুম্বই জিতলেও ক্রুণাল পান্ডিয়ারা আটকে থাকবেন ১৩ পয়েন্টে। 

তবুও কলকাতা পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না এখনই। তাদের লক্ষ্য রাখতে হবে বাকি দলগুলির দিকেও। এখনও প্লে অফে যাওয়ার সুযোগ থাকছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর, রাজস্থান রয়্যালস, পঞ্জাব কিংসের সামনেও। 
 

আইপিএল পয়েন্ট টেবিল
আইপিএল পয়েন্ট টেবিল

আরও পড়ুন: IPL প্লে অফে কোন দল যাচ্ছে? কে কোথায় দাঁড়িয়ে...

হারতে হবে বিরাটদের
কেকেআর-কে প্লে অফে যেতে হলে, হারতে হবে বিরাট কোহলিদেরও (Virat Kohli)। বৃহস্পতিবার তারা খেলবে হায়দরাবাদের বিরুদ্ধে। পাঁচ নম্বরে থাকা আরসিবি-র ১২ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে। হাতে দুটো ম্যাচ। এই দুই ম্যাচে বিরাটরা হেরে গেলে লড়াই থেকে ছিটকে যাবেন। দুটি ম্যাচ বাকি পঞ্জাব কিংসেরও। ফলে তারাও যেতে পারে প্লে অফে। 

Advertisement

আরও পড়ুন: ধোনিকে নিয়ে উন্মাদনা, দর্শকদের চিৎকারে প্রশ্নই শুনতে পেলেন না মাহি
কলকাতা নাইট রাইডার্স (KKR) এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছে। তাদের পয়েন্ট ১২ এবং তাদের নেট রানরেট -০.২৫৬। KKR-এর শেষ ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে। একই সঙ্গে তাদের আশা, অন্য দলগুলিও যাতে ১৪ পয়েন্টের বেশি পেতে না পারে। এ জন্য লখনউকে দু’টি ম্যাচই হারতে হবে। একই সঙ্গে, আরসিবি এবং পিবিকেএসকে তাদের অন্তত একটি ম্যাচ হারতে হবে।

Advertisement