IPL 2024 KKR vs PBKS: আজ ইডেনে কলকাতার মুখোমুখি পঞ্জাব, বিকেলে বৃষ্টি হতে পারে? পূর্বাভাস

প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে গোটা রাজ্য। তাই কলকাতাতেও জারি করা হয়েছে সতর্কতা। শুক্রবার পঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠে নামছে কলকাতা। দ্বিতীয় স্থান ধরে রাখার ক্ষেত্রে এই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। ব্যাঙ্গালোরের কাছে হায়দরাবাদ হেরে যাওয়ায়, এই কাজটা কিছুটা হলেও সহজ হয়েছে শ্রেয়াস আইয়ারদের জন্য। তবে ম্যাচের সময় কেমন থাকবে আবহাওয়া? 

Advertisement
আজ ইডেনে কলকাতার মুখোমুখি পঞ্জাব, বিকেলে বৃষ্টি হতে পারে? পূর্বাভাস  কেকেআর
হাইলাইটস
  • শুক্রবার পঞ্জাবের বিরুদ্ধে নামছে কেকেআর
  • কলকাতায় হবে ম্যাচ

প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে গোটা রাজ্য। তাই কলকাতাতেও জারি করা হয়েছে সতর্কতা। শুক্রবার পঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠে নামছে কলকাতা। দ্বিতীয় স্থান ধরে রাখার ক্ষেত্রে এই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। ব্যাঙ্গালোরের কাছে হায়দরাবাদ হেরে যাওয়ায়, এই কাজটা কিছুটা হলেও সহজ হয়েছে শ্রেয়াস আইয়ারদের জন্য। তবে ম্যাচের সময় কেমন থাকবে আবহাওয়া? 

সাধারণ ভাবে বছরের এই সময়, বিকেলের দিকে কালবৈশাখী হয়। রাত সাড়ে সাতটা থেকে শুরু হবে এই ম্যাচ। তবে শুক্রবার কলকাতায় বৃষ্টির খবর নেই। ফলে স্বস্তি পেতে পারেন ক্রিকেটপ্রেমীরা। ৪০ ওভারই ম্যাচ হবে। আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই খবর। তবে বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি। তা শুক্রবার আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।  কলকাতা-সহ বাকি জেলায় লু বইবে।  ফলে ক্রিকেটার ও দর্শকদের সতর্ক থাকতে হবে। খেয়াল রাখতে হবে নিজেদের শরীরের।

কলকাতায় কত তাপমাত্রা?
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪১ ডিগ্রির কাছে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২৮.৮ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮১ শতাংশ এবং ন্যূনতম ২৪ শতাংশ। বুধবার দক্ষিণবঙ্গের পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের রায়গঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস। 

৭ ম্যাচ খেলে কলকাতার পয়েন্ট ১০। পাশাপাশি শীর্ষে থাকা রাজস্থান আট ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। এক ম্যাচ থেকে চার পয়েন্ট পাওয়া সম্ভব নয়, জিতলে দুই পয়েন্ট পাবেন শ্রেয়াস আইয়াররা। তাতে ১২ পয়েন্ট হবে কলকাতার। রাজস্থান একটা ম্যাচ হারলে সুবিধা হবে তাদের। সাত ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে হায়দরাবাদও। ফলে কেকেআর-কে দ্বিতীয় স্থান ধরে রাখতে হলে জিততেই হবে আগামিকালের ম্যাচ। 

অন্যদিকে আট ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৯ নম্বরে পঞ্জাব। তাদেরকেও প্লে অফে যেতে হলে পরপর ম্যাচ জিততে হবে। সাম্প্রতিক ফর্মের কথা বিচার করলে, পঞ্জাব, কলকাতার জন্য বেশ সহজ প্রতিপক্ষ। তবে শেষ ম্যাচে আরসিবি-র বিরুদ্ধে মাত্র ১ রানে জয় নিয়ে চিন্তায় ফ্যানরা। সেই ম্যাচেও  প্রচুর রান দিয়েছেন স্টার্ক।     

Advertisement

POST A COMMENT
Advertisement