আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে আইপিএল ২০২৪ (IPL 2024)। ১৭তম সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে নানা চমক। নতুন মরশুমের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে রুতুরাজ গায়কোয়াডের চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও ফাফ ডুপ্লেসি-বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। আইপিএল শুরু হওয়ার একদিন আগেই চেন্নাই সুপার কিংস জানিয়ে দিয়েছে, এই মরসুমে ক্যাপ্টেন্সি করবেন না মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)।
উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন?
চিপকে অনুষ্ঠিত হবে এবারের আইপিএল-এর প্রথম ম্যাচ। আর সেখানেই পারফর্ম করতে দেখা যাবে বলিউড তারকাদের। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন অস্কার পুরস্কার বিজয়ী সুরকার এ আর রহমান, জাতীয় পুরস্কার বিজয়ী গায়ক সোনু নিগম, বলিউড তারকা অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। বুধবার সন্ধ্যায় এই তথ্য এক্স-এ পোস্ট করেছে বিসিসিআই।
কীভাবে লাইভ দেখতে পাবেন এই অনুষ্ঠান?
উদ্বোধনী অনুষ্ঠানটি টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও লাইভ স্ট্রিমিং দেখতে চাইলে Jio Cinema অ্যাপ ইনস্টল করতে হবে। পাশাপাশি জিও সিনেমার ওয়েবসাইটেও লাইভ স্ট্রিমিং করা হবে। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছ'টা থেকে দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠান। চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ শুরুর সময় ভারতীয় সময় রাত ৮টায়। টস হবে সন্ধে ৭.৩০ মিনিটে।
নতুন ক্যাপ্টেন রুতুরাজ
চেন্নাইয়ের নতুন ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড ক্যাপ্টেন হিসেবে কেমন পারফর্ম করেন সেদিকে নজর থাকবে আজকের ম্যাচে। পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের লক্ষ্য থাকবে মহেন্দ্র সিং ধোনির ভূমিকা নিয়েও। এবারের আইপিএল-এ তাঁকে ঠিক কোন ভূমিকায় দেখা যাবে তা নিয়েও মানুষের দারুণ আগ্রহ রয়েছে। কারণ এটাই তাঁর শেষ আইপিএল বলে মনে করা হচ্ছে। ফলে গোটা দেশেই তাঁকে নিয়ে যে উন্মাদনা দেখতে পাওয়া যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।