KKR VS RR: লাইমলাইটে বৈভব, IPL থেকে ছিটকে গিয়েও আজ KKR-এর পথের কাঁটা হবে রাজস্থান?

রবিবারের কলকাতা কালবৈশাখী চাইছে না, চাইছে ইডেনের ২২ গজে বৈভব ঝড়ের সাক্ষী থাকতে। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে রাজস্থান। কলকাতার বিরুদ্ধে মান বাঁচানোর লড়াইয়ের ম্যাচে শহরের ক্রিকেটপ্রেমীদের কি দুরন্ত ইনিংস উপহার দিয়ে যাবেন বিস্ময় বালক?

Advertisement
লাইমলাইটে বৈভব, IPL থেকে ছিটকে গিয়েও আজ KKR-এর পথের কাঁটা হবে রাজস্থান?KKR VS RR
হাইলাইটস
  • ইডেনের ২২ গজে নজর কাড়বেন বৈভব সূর্যবংশী
  • IPL টুর্নামেন্ট থেকে এ যাত্রায় ছিটকে গিয়েছে রাজস্থান রয়্যালস
  • KKR-এর প্লে অফে যাওয়ার পথে কাঁটা হয়ে উঠবে না তো RR?

চলতি IPL টুর্নামেন্ট থেকে অঙ্কের হিসেবে ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে রাজস্থান রয়্যালস। তা সত্ত্বেও রবিবাসরীয় ইডেনে ক্রিকেটপ্রেমীদের নজরে থাকবেন বিস্ময় বালক বৈভব। তাঁর ব্যাটে ফের একবার ঝড় উঠলে প্লে অফে যাওয়ার অঙ্ক কঠিন হয়ে যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের কাছে। 

এই ম্যাচে হারলে টপ ফোরে যাওয়ার জন্য পর পর তিনটি ম্যাচে জয় পেতে হবে KKR-কে। পর পর তিন ম্যাচে হারার পর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ঘরের টিমকে হারিয়ে জয়ে ফিরেছে কলকাতা। 

গত IPL-এর চ্যাম্পিয়ন দল KKR-কে ভাবাচ্ছে বেঙ্কটেশ আইয়ার এবং আন্দ্রে রাসেলের ফর্ম। এখনও দুরন্ত ব্যাটিংয়ের ঝলক দেখাতে পারেনি রাসেল। আর ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দর ওঠা বেঙ্কটেশ এখনও পর্যন্ত মোটে ১৪২ রান করেছেন। তাঁর গড় ২০.২৮। 

অন্যদিকে, সম্মান রক্ষার লড়াইয়ে নামছে রাজস্থান। পজিটিভ নোটেই এবারের IPL সফর শেষ করতে চাইছে তারা। বৈভব সূর্যবংশীর ৩৫ বলে শতরানই টুর্নামেন্টে চর্চার কেন্দ্রে রেখেছে রাজস্থান রয়্যালসকে। গুজরাত টাইটানসের বিরুদ্ধে জ্বলে উঠলেও মুম্বই ম্যাচে নিষ্প্রভ ছিলেন তিনি। দলও ১০০ রানে পরাজিত হয়। 

KKR VS RR
হেড টু হেড কাউন্টে ১৫-১২ তে এগিয়ে কলকাতা নাইট রাইডার্স। দু'টি ম্যাত অমীমাংসিত। একটি ম্যাচের ফলাফল অপ্রকাশিত। ইডেন গার্ডেন্সেও ৬-৪ এ এগিয়ে KKR। 

ড্রেসিং রুমের খবর
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে চোট পান অজিঙ্ক রাহানে। যদিও ম্যাচ শেষের অনুষ্ঠানে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাওয়ায় এই ম্যাচে রিজার্ভ বেঞ্চের কিছু খেলোয়াড়কে নামাতে পারে রাজস্থান রয়্যালস। 

কেমন হবে দুই দলের প্রথম একাদশ? 
KKR: রহমানুল্লা গুরবাজ (উইকেট কিপার), সুনীল নারেন, অজিঙ্ক রাহানে (ক্যাপটেন), বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, অঙ্ককৃশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রোভমন পাওয়েল, হরশিত রানা, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী। 

ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা

RR: যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, নীতীশ রানা, রিয়ান পরাগ (ক্যাপটেন), ধ্রুব জুরেল (উইকেট কিপার), শিমরন হেটমেয়ার, জোফরা আর্চার, মহিশ থিকশানা, কুমার কার্তিকেয়া, আকাশ মাধওয়াল, ফজলহক ফারুকি। 

Advertisement

ইমপ্যাক্ট প্লেয়ার: শুভম দুবে।

ফ্যান্টাসি পিক
KKR: অজিঙ্ক রাহানে, অঙ্ককৃশ রঘুবংশী, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, সুনীল নারেন। 
RR: যশস্বী জয়সওয়াল, জোফরা আর্চার, বৈভব সূর্যবংশী, মহিশ থিকশানা, রিয়ান পরাগ। 

 

 

POST A COMMENT
Advertisement