Advertisement

IPL 2021, PBKS vs MI: হার্দিকের দুরন্ত কামব্যাক, ৬ উইকেটে জয় মুম্বইয়ের

অনির্বাণ সিংহ রায় | আবুধাবি | 29 Sep 2021, 12:23 AM IST

Mumbai Indians Vs Punjab Kings | PBKS vs MI Live Scores Updates| IPL Live Updates| রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি এবার পঞ্জাব কিংস। জমজমাট লড়াইয়ে এবার প্লে-অফ দখল করবে কে সেই নিয়ে ছিল ম্যাচ। তবে অবশেষে ম্যাচ জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ার কামব্যাকে ভাল ব্যাট করলেন তিনি।

হার্দিক পান্ডিয়ার দুরন্ত কামব্যাক।হার্দিক পান্ডিয়ার দুরন্ত কামব্যাক।

highlights

      Mumbai Indians Vs Punjab Kings | PBKS vs MI Live Scores Updates| IPL Live Updates| রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি এবার পঞ্জাব কিংস। জমজমাট লড়াইয়ে এবার প্লে-অফ দখল করবে কে সেই নিয়ে ছিল ম্যাচ। তবে অবশেষে ম্যাচ জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ার কামব্যাকে ভাল ব্যাট করলেন তিনি।

      11:37 PM(4 years ago)

      অনবদ্য ব্যাটিং হার্দিক পান্ডিয়ার

      Posted by :- anirban

      ব্যাটিংয়ে দুরন্ত কামব্যাক হার্দিক পান্ডিয়ার। অবশেষে ৬ উইকেটে পঞ্জাব কিংসকে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নিল মুম্বই। সৌরভ তিওয়ারির ইনিংসের পর ৪০ রানের অপরাজিত ম্যাচ উইনিং ইনিংস খেললেন হার্দিক পান্ডিয়া। ১৫ রানে নটআউট থাকলেন কিরন পোলার্ড।

      পঞ্জাবের হয়ে ৪ উইকেটের মধ্যে দুটি গুরুত্বপূরণ উইকেট নেন রবি বিষ্ণৈাই ও ১টি করে উইকেট নেন শামি ও এলিস।

       

       

      11:10 PM(4 years ago)

      মুম্বইয়ের হয়ে মাঝের ওভারে ভাল খেললেন সৌরভ তিওয়ারি

      Posted by :- anirban

      মাঝের ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ভাল ব্যাট করলেন সৌরভ তিওয়ারি। ৪৫ রানের ইনিংস খেলেন তিনি। ১৮ ওভার শেষে ১২০ রানে ৪ উইকেট মুম্বইয়ের। ১২ বলে ১৬ রান বাকি মুম্বইয়ের।

      10:07 PM(4 years ago)

      ব্যর্থ রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব

      Posted by :- anirban

      পাওয়ার প্লে-র মধ্যেই সাজঘরে ফিরে গেলেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। মাত্র ৮ রানে চতুর্থ ওভারের মাথায় ফেরেন রোহিত শর্মা। একই সঙ্গে তার পরের বলেই শূন্য রানে ফিরে যান সূর্যকুমার। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার পর থেকে আইপিএলে কোনওভাবেই ছন্দে নেই সূর্যকুমার। ১৬ রানেই ২ উইকেট হারায় মুম্বই। ৮ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৪৩ রানে ২ উইকেট। ৭২ বলে ৯৩ রান করতে হবে মুম্বইকে।

      9:26 PM(4 years ago)

      ২০ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ১৩৫ রানে ৬ উইকেট, মুম্বইয়ের টার্গেট ১৩৬ রান

      Posted by :- anirban

      মিশ্র ব্যাটিং পঞ্জাব কিংসের। ১৩৫ রানে ৬ উইকেট পঞ্জাবের। মুম্বইয়ের টার্গেট ১৩৬ রান। ব্যাট হাতে রাহুল, মনদীপ ও গেইল ব্যর্থ হওয়ার পর ব্যাট হাতে ৪২ রানের ইনিংস খেলেন মারকারাম। তবে তাঁকে আউট করেন রাহুল চাহার। অন্যদিকে ২৮ রানের ইনিংস খেলেন দীপক হুড্ডা। ২ করেন নিকোলাস পুরান ও ১৪ রানে শেষে অপরাজিত ছিলেন হরপ্রীত ব্রার।

      মুম্বইয়ের হয়ে ২টি করে উইকেট পান জসপ্রীত বুমরা ও কিরন পোলার্ড। একটি করে উইকেট পান ক্রুণাল পান্ডিয়া ও রাহুল চাহার।

       

       

      Advertisement
      8:08 PM(4 years ago)

      ৭ ওভারেই ৩ উইকেট হারাল পঞ্জাব কিংস

      Posted by :- anirban

      এমনিতে মরুদেশে লো স্কোরিং গেমই হচ্ছে বেশিরভাগ ম্যাচ। শেষ ম্যাচেও এমনটা দেখা গিয়েছে। এবার পঞ্জাব ম্যাচেও পর পর দুই উইকেট ৭ ওভারের মধ্যে হারাল পিবিকেএস। প্রথমে ১৫ রানে ক্রুণাল পান্ডিয়ার বলে আউট হন মনদীপ সিং। তারপর মাত্র ১ রানে পোলার্ডের বলে ফেরেন ক্রিস গেইল। একই সঙ্গে ৭ নম্বর ওভারে পোলার্ডের শিকার হন লোকেশ রাহুলও। মাত্র ২১ রানে আউট হন রাহুল। ৭ ওভারের মধ্যে ৩ উইকেট নিয়ে দুরন্ত প্রত্যাবর্তন ঘটায় মুম্বই ইন্ডিয়ান্স। ৭ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৪৬ রানে ৩ উইকেট।

      7:42 PM(4 years ago)

      দুই দলের লাইন আপ

      Posted by :- anirban

      পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, দুই দলের একাদশ একনজরে...

       

       

      7:41 PM(4 years ago)

      ম্যাচের আগে প্রস্তুতি সারছেন ক্রিকেটাররা

      Posted by :- anirban

      এই ম্যাচ অন্যতম গুরুত্বপূর্ণ হতে চলেছে রোহিত শর্মাদের জন্য। এই ম্যাচে জিতলে কিছুটা চাপমুক্ত হতে পারে মুম্বই। কারণ আইপিএলের এই দ্বিতীয় পর্বে খুব একটা সুবিধাজনক জায়গায় নেই তিনি।

       

       

      7:39 PM(4 years ago)

      টসে জিতে ফিল্ডিং রোহিতদের

      Posted by :- anirban

      টসে লোকেশ রাহুলকে হারালেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। টসে জিতে পঞ্জাবকে ব্যাট করতে পাঠালেন হিটম্যান।

       

       

      Advertisement