সব থেকে কম পুঁজি নিয়ে আইপিএল-এর (IPL Auction) নিলামে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বিশ্বরেকর্ড গড়া নারায়ণ জগদীশনকে (Narayan Jagadeesan) দলে নিল কেকেআর (KKR)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সঙ্গে লড়াই করে এই ক্রিকেটারকে ছিনিয়ে নিল শাহরুখ খানের (Shahahrukh Khan) দল। ৯০ লক্ষ টাকায় তাঁকে দলে নিল কেকেআর।
এই মরশুমে ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছেন চেন্নাই সুপার কিংসের (CSK) এই ক্রিকেটার। বিজয় হাজারে ট্রফিতে ২৭৭ রান করেছিলেন তিনি। সব মিলিয়ে বিশ্বের সমস্ত একদিনের ম্যাচের নিরিখে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত রান। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ১৪১ বলে ২৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ২৫টি চার ও ১৫টি বিরাট ছক্কা। চলতি মরশুমে পাঁচটি লিস্ট-এ ম্যাচেই শতরান করার নজির গড়েছেন তিনি।
আরও পড়ুন:IPL 2023-তে কোন প্লেয়ারকে কত টাকায় কিনল কোন দল? রইল লিস্ট
বেশি সুযোগ পাননি জগদীশন
আইপিএল-এ চেন্নাই সুপার কিংস দলে থাকলেও খুব বেশি সুযোগ পাননি জগদিশন। ২০১৮ সালে প্রথমবার চেন্নাই দলে সুযোগ পান এই ক্রিকেটার। ২০২০ সালে প্রথমবার খেলার সুযোগ পান জগদীশন। তবে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে দারুণ খেলে গিয়েছেন জগদীশন। তামিলনাড়ুর রাজ্য দলেও দারুণ খেলেছেন তিনি। ২০১৬-১৭ মরশুমে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় তাঁর। ৫০ ওভারের ক্রিকেটে ও টি২০ ক্রিকেটে একই মরশুমে অভিষেক হয় তাঁর।
দারুণ ছন্দে তরুণ ক্রিকেটার
২০২১ মরশুমে মুস্তাক আলি ট্রফিতে সবচেয়ে বেশি রান সংগ্রাহক ছিলেন জগদীশন। আটটি ম্যাচ খেলে ৩৬৮ রান করেছিলেন তিনি। তিন উইকেট কিপার ব্যাটার স্যাম বিলিংস, শেল্ডন জ্যাকসন ও বাবা অপরাজিতকে ছেড়ে দিয়েছিল কেকেআর। তাই তাদের একজন কিপার নিতেই হত।। সেই অনুসারে, ট্রেডিংয়ের সময় নেওয়া হয়েছিল আফগানিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ়কে।তবুও শুক্রবারের নিলাম থেকে আরও এক উইকেট কিপার ব্যাটারকে দলে নিল তারা। নিলাম থেকে নেওয়া হল জগদীশনকে। এ ছাড়াও ৬০ লক্ষ টাকায় কেকেআর দলে নিয়েছে জম্মু-কাশ্মীরের বোলার বৈভব আরোরাকে।