scorecardresearch
 

BCCI: বিদেশে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে IPL দলগুলি, BCCI-র নয়া প্ল্যান

জয় শাহ বলেছেন যে অনেক ধরণের প্রস্তাব এসেছে, ''যার মধ্যে এটিও রয়েছে যে আইপিএল দলগুলি বিদেশে গিয়ে প্রীতি ম্যাচ খেলুক। এই প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হচ্ছে। তবে এর জন্য আমাদের বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলতে হবে।''  

Advertisement
আইপিএল দল (ফাইল ছবি) আইপিএল দল (ফাইল ছবি)
হাইলাইটস
  • আইপিএল দলগুলি খেলতে যেতে পারে বিদেশে
  • জানিয়েছেন জয় শাহ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) মিডিয়া রাইটস নিলাম থেকে প্রচুর টাকা আয়ের পর এখন সবার চোখ ভবিষ্যতের দিকে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) এই নিলাম থেকে ৪৮ হাজার কোটিরও বেশি টাকা আয় করেছে, তবে এখন আইপিএলের পরবর্তী ধাপ কী হবে? ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেছেন বোর্ডের সচিব জয় শাহ। 

বিদেশে প্রীতি ম্যাচ হতে পারে  
আইপিএল মিডিয়ার অধিকার নিলামের পরে, জয় শাহ সংবাদ সংস্থা পিটিআই-এর সঙ্গে কথা বলেছেন। আইপিএলের বিভিন্ন বিষয় নিয়ে জয় শাহকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন যে এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বোর্ডের আলোচনা চলছে। 

জয় শাহ বলেছেন যে অনেক ধরণের প্রস্তাব এসেছে, ''যার মধ্যে এটিও রয়েছে যে আইপিএল দলগুলি বিদেশে গিয়ে প্রীতি ম্যাচ খেলুক। এই প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হচ্ছে। তবে এর জন্য আমাদের বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলতে হবে।''  

কী ভাবে প্রীতি ম্যাচ হতে পারে? 

জয় শাহ জানিয়েছেন যে আগামী বছর থেকে আন্তর্জাতিক ক্যালেন্ডারে আড়াই মাস আইপিএলের জন্য সংরক্ষিত রাখবে আইসিসি। অর্থাৎ, এই সময়ে কোনও আন্তর্জাতিক সিরিজ বা ম্যাচ অনুষ্ঠিত হবে না, যাতে আইপিএলে অংশগ্রহণকারী সমস্ত দেশের খেলোয়াড়রা এখানেই থাকতে পারেন।

আরও পড়ুন: DRS বিভ্রাট, মুখ পুড়ল অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের

আরও পড়ুন: 'আমিই IPL শুরু করলাম আর আমার নামই...,' আক্ষেপ ললিত মোদীর

   

  
এছাড়াও যে প্রীতি ম্যাচের কথা বলা হচ্ছে, তা চ্যাম্পিয়নস লিগের মতো হতে পারে। যেখানে প্রথম আইপিএল দলগুলি অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজি দলগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তবে প্রীতি ম্যাচে শুধুমাত্র দুটি দল বা চিহ্নিত দলের মধ্যে দ্বিপাক্ষিক ম্যাচ হতে পারে, এতে বড় কোনো টুর্নামেন্ট হবে না।  চ্যাম্পিয়ন্স লিগ না হলেও দ্বি পাক্ষিক সিরিজ করার ব্যাপারেই বেশি আগ্রহী বোর্ড। বিভিন্ন দেশের দলের সঙ্গে খেলে আরও নতুন ক্রিকেটার তোলার চেষ্টা করবে  ফ্র্যাঞ্চেইজিগুলি। ফলে লাভ হবে ভারতীয় ক্রিকেটের। 

Advertisement

Advertisement