Lalit Modi: 'আমিই IPL শুরু করলাম আর আমার নামই...,' আক্ষেপ ললিত মোদীর

একটি টুইটের জবাবে ললিত মোদী লিখেছেন যে, 'আইপিএল আমার নামটাও নিষিদ্ধ করেছে। আমার নাম নেওয়া যাবে না। এটা ওরা ভয় থেকে করছে। কারণ তারা আইপিএল-এর জন্য কিছুই করেননি। তারা ছোট মনের। কিন্তু আমি যে আইপিএল করেছি সেই ইতিহাস বদলান যাবে না। এটাই আমার জন্য যথেষ্ট।' 

Advertisement
'আমিই IPL শুরু করলাম আর আমার নামই...,' আক্ষেপ ললিত মোদীরললিত মোদী
হাইলাইটস
  • মিডয়া রাইটস নিয়ে সরব ললিত মোদী
  • ট্যুইট করেন ললিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) নিয়ে কথা বলতে গেলে ললিত মোদীর কথা বলতেই হয়। এ মরশুমের মত আইপিএল শেষ হয়ে গেলেও মিডিয়া রাইটস নিলামের কারণে আইপিএল ফের শিরোনামে রয়েছে, বিসিসিআই টেলিভিশন এবং ডিজিটাল রাইটস বিক্রি করে এটি থেকে ৪৮,০০০ কোটি টাকা আয় করেছে। অনেকেই মনে করেছিলেন এই টাকার পরিমান ৫০,০০০ কোটি ছাড়িয়ে যেতে পারে। তবে অল্পের জন্য তা হয়নি। বিশ্বের সবচেয়ে ধোনি লিগের তালিকায় দুই নম্বরে উঠে এসেছে আইপিএল। এদিকে সোশ্যাল মিডিয়ায় সরব ললিত মোদী। যাকে আইপিএলের জনক বলা হয়, তিনিই এবার নিজের মতামত দিলেন।
 
একটি টুইটের জবাবে ললিত মোদী লিখেছেন যে, 'আইপিএল আমার নামটাও নিষিদ্ধ করেছে। আমার নাম নেওয়া যাবে না। এটা ওরা ভয় থেকে করছে। কারণ তারা আইপিএল-এর জন্য কিছুই করেননি। তারা ছোট মনের। কিন্তু আমি যে আইপিএল করেছি সেই ইতিহাস বদলান যাবে না। এটাই আমার জন্য যথেষ্ট।' 

ললিত মোদী একটি টুইট সম্পর্কে এই উত্তর দিয়েছেন, যেখানে লেখা ছিল যে, বিসিসিআই-এর উচিত, ললিত মোদিকে ধন্যবাদ জানান। কারণ তাঁকে ছাড়া এটা সব সম্ভব হত না। উল্লেখযোগ্যভাবে, ললিত মোদী সেই ব্যক্তিদের মধ্যে একজন যারা আইপিএল শুরুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ললিত মোদী প্রথম আইপিএল চেয়ারম্যান ছিলেন এবং এটি তাঁর নেতৃত্বে চালু হয়েছিল। যদিও পরে বিসিসিআইয়ের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয় এবং নানা অভিযোগ ওঠে। ললিত মোদী দীর্ঘদিন ধরেই দেশের বাইরে রয়েছেন।

আরও পড়ুন: দলের সমস্যা কোথায় ধরে ফেলেছেন, দাবি ক্যাপ্টেন পন্তের

আরও পড়ুন: অসাধারণ বোলিং চাহাল-হার্ষালের, দক্ষিণ আফ্রিকাকে ৪৮ রানে হারাল ভারত

যদি আমরা আইপিএল মিডিয়া স্বত্বের কথা বলি, তাহলে বিসিসিআই আইপিএল 2023 থেকে আইপিএল 2027 পর্যন্ত মিডিয়া স্বত্ব বিক্রি করেছে। এর মোট মূল্য ৪৮ হাজার কোটি  টাকা ছাড়িয়ে গেছে। এবার টিভির স্বত্ব কিনেছে স্টার, আর ডিজিটাল স্বত্ব চলে গেছে ভায়াকম-১৮-এর কাছে।  

Advertisement

POST A COMMENT
Advertisement