রাজনীতিতে যোগ দিতে পারেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। কলকাতায় এসে রাজনীতি নিয়ে নিজের ইচ্ছার কথা জানালেন ইরফান। সোমবার শতাব্দী প্রাচীন ক্লাব মহমেডান স্পোর্টিংয়ের ক্লাব তাঁবুতে এসেছিলেন ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেটর। মাঠে বসে মহমেডান স্পোর্টিংয়ের জয় দেখলেন তিনি। ম্যাচ শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করার পাশাপাশি রাজনীতিতে যোগ দেওয়ার ব্যাপারে খোলাখুলি উত্তর দেন প্রাক্তন ক্রিকেটার।
আম আদমি পার্টির হয়ে ইতিমধ্যেই রাজ্যসভায় মনোনীত হয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থ হরভজন সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে বেশ কয়েকবার সভা করতে দেখা গিয়েছে ইরফান পাঠানকে। তবে কলকাতায় এসে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাংলা দলের ক্রিকেটার মনোজ তিওয়ারিকে পাশে বসিয়ে পাঠান বলেন, ''মমতা বন্দোপাধ্যায়কে সেলাম। রাজনীতিতে আসার প্রস্তাব বহুদিন ধরেই পাচ্ছি। বিভিন্ন দল সেই প্রস্তাব নিয়ে এসেছে। দেশের জন্য অবশ্যই কাজ করতে চাই। তবে এখনই রাজনীতিতে নামার ভাবনা নেই।''
জায়েন্ট স্ক্রিনে মহমেডান বনাম কেঙ্করে এফসি-র খেলা দেখলেন পাঠান। মার্কোস জোসেফের গোলে জিতল মহমেডান। এখনও আই লিগের শীর্ষে রয়েছে সাদা-কালো শিবির। তাই দলের জয়ে খুশি মহমেডানের ব্র্যান্ড অ্যাম্বাসেটর। পাঠান বলেন, ''মহমেডান ভাল খেলছে। আশা করব আমাদের দল আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল-এ খেলবে। পরের বার স্টেডিয়ামে বসে আইএসএল-এর ম্যাচ উপভোগ করতে চাই। সারা ভারতে এমন কোনও ফুটবলপ্রেমী নেই যে মহমেডানের নাম জানে না। আমিও ছোট থেকে এই ঐতিহ্যশালী ক্লাবের নাম জানি। আমি ১৩১ বছরের পুরনো এই ক্লাবের সদস্য হতে পেরে গর্বিত।''
রোহিত শর্মা ও তাঁর প্রাক্তন সতীর্থ রাহুল দ্রাবিড়ের প্রশংসা শোনা গিয়েছে পাঠানের গলায়। তিনি বলেন, ''কোচ হিসেবে দ্রাবিড় ও অধিনায়ক হিসেবে রোহিত দারুণ কাজ করছে। আগামী দুই বছরে ভারতকে ক্রিকেটের শীর্ষে নিয়ে যাবে এই জুটি।''
বিশ্বের সেরা বোলিং ইউনিট হতে পারে ভারত। এমনটাই মত পাঠানের। তিনি বলেন, ''ভারতের বোলাররা বিশ্বের সেরা হতে পারে। ভারতে যে পরিমান প্রতিভা রয়েছে তাতে এই লক্ষ্যে পৌঁছতে সমস্যা হবে না।''
জাতীয় দলে ঋদ্ধিমান সাহাকে না নেওয়া নিয়ে তোলপাড় হয়েছে ভারতের ক্রিকেট। ইরফান পাঠান যদিও বলেন, ''ঋষভ দারুণ ক্রিকেট খেলছে। ঋদ্ধি সুযোগ পাবে কি না জানি না। তবে পান্ত নিজেকে বড় ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে।''