০-২ গোলে পিছিয়ে পড়ার পর যেভাবে মোহনবাগান ৩-২ গোলে জয়লাভ করল সেটা রূপকথার থেকে কম কিছু নয়।
শেষ হল দ্বিতীয়ার্ধের খেলা।
৯০ মিনিট- নির্ধারিত সময়ের পর আরও ৬ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল।
৮৭ মিনিট - গোল করার পর নিজের জার্সি খোলার জন্য হলুদ কার্ড দেখলেন রয় কৃষ্ণা।
৮৬ মিনিট - সন্দীপ সিংয়ের মিস কিক থেকে বল পেয়ে দলকে ৩-২ গোলে এগিয়ে দিলেন রয় কৃষ্ণা।
৮১ মিনিট - মার্সেলিনহোর বদলে মাঠে নামলেন জ়াভি হার্নান্দেজ়।
৭৯ মিনিট - কর্নার পেল কেরালা। কিন্তু, লাভের লাভ হল না।
৭৪ মিনিট - হলুদ কার্ড দেখলেন কার্ল ম্যাকহিউ।
৭২ মিনিট - কর্নার কিক পেল এটিকে মোহনবাগান। মার্সেলিনহোর কর্নার থেকে হেড মেরেছিলেন মনবীর। কিন্তু, অল্পের জন্য তেকাঠির মধ্যে রাখতে পারলেন না।
৭০ মিনিট - মনবীরের পাস থেকে শট নিলেন কোমল থাটাল। কিন্তু, অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে গেল শট।
৬৬ মিনিট - কর্নার পেল এটিকে মোহনবাগান। কিন্তু কেরালার ডিফেন্সে তা প্রতিহত হয়ে বেরিয়ে এল।
৬৪ মিনিট - পেনাল্টি কিক থেকে দলের হয়ে সমতা ফেরালেন রয় কৃষ্ণা।
৬৩ মিনিট - বক্সের মধ্যে মনবীরকে ট্যাকল করতে গিয়ে ফাউল করে ফেললেন জেসেল কারনেইরো। পেনাল্টি পেল এটিকে মোহনবাগান।
৬০ মিনিট - জয়েশ রানের বদলে মাঠে নামল কোমল থাটাল।
৫৮ মিনিট - এবার গোল পেল এটিকে মোহনবাগান। পিছন থেকে পাস পেয়ে গোল করলেন মার্সেলো পেরেইরা। আইএলএল টুর্নামেন্টে এই নিয়ে তিনি ৩২তম গোলটি করলেন।
৫৫ মিনিট - কর্নার কিক পেল কেরালা। কোনও গোল হল না।