৩০ পয়েন্ট নিয়ে শেষ চারে উঠে এল নর্থ-ইস্ট ইউনাইটেড
৯০ + ১ মিনিট - এসসি ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারাল নর্থ-ইস্ট ইউনাইটেড।
৯০ + ১ মিনিট - অঙ্কিতের পাস থেকে হেড দিয়েছিলেন গোপী। কিন্তু, বল অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে গেল।
৯০ মিনিট - নির্ধারিত সময়ের পর আরও ৫ মিনিট অতিরিক্ত দেওয়া হল।
৮৬ মিনিট - শাপমোচন করলেন সার্থক গলুই। সুরচন্দ্রের ফ্রি-কিক থেকে হেড দিয়ে গোলের ব্য়বধান কিছুটা হলেও কমালেন তিনি। আপাতত ২-১ গোলে পিছিয়ে ইস্টবেঙ্গল।
৭৮ মিনিট - বিকাশের বদলে মাঠে নামলেন নারায়ণ।
৭৮ মিনিট - ১৮ গজের মধ্যে থেকে লম্বা থ্রো সার্থকের। সেই বলে পা লাগালেন স্টেইনম্যান। বল অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে গেল।
৭৫ মিনিট - সুরচন্দ্রের ফ্রি কিক বাঁচিয়ে দিলেন শুভাশিষ।
৭৪ মিনিট - ১৮ গজের বাইরে প্রভাত জেজেকে ফাউল করলেন প্রভাত লাকড়া। ফ্রি-কিক পেল ইস্টবেঙ্গল।
৭২ মিনিট - ফ্রি-কিক নিলেন মাচাদো। কিন্তু, বল গোলপোস্টের অনেকটা উপর দিয়ে বেরিয়ে গেল।
৭১ মিনিট - লাল কার্ড দেখলেন রাজু গায়কোয়াড়। তিনি নিজের বুট দিয়ে ডেসহর্ন ব্রাউনের পা চেপে ধরেন। চাপ তৈরি হচ্ছে ইস্টবেঙ্গলের ওপরে।
৬৯ মিনিট - ইমরানকে পিছন থেকে টেনে ধরার জন্য হলুদ কার্ড দেখলেন রফিক।
৬৮ মিনিট - আবারও সুযোগ এসেছিল নর্থ-ইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু, ইমরানের পাস থেকে ব্রাউনের শট অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে গেল।
৬৬ মিনিট - স্টেইনম্যানের একটা ফরোয়ার্ড পাস গেল জেজে'র কাছে। কিন্তু, শুভাশিষ বলটাকে কেড়ে নেন।
৬৩ মিনিট - তোম্বার বদলে মাঠে প্রবেশ করলেন গোপী
৫৭ মিনিট - মাত্র কয়েকমিনিটের ব্যবধানে ২-০ গোলে এগিয়ে গেল নর্থ-ইস্ট ইউনাইটেড।
৫৪ মিনিট - একে রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর। সুহেরের পাস বিপদমুক্ত করতে না পেরে আত্মঘাতী গোল দিলেন সার্থক।
৫২ মিনিট - দরজির থেকে পাস পেয়ে লম্বা শট নিয়েছিলেন ব্রাউন। কিন্তু ইস্টবেঙ্গলের গোলরক্ষক মিরশাদ মিচু বলটাকে ধরে নিলেন।