Advertisement

ISL 2021 : খালিদের হাতেই হল SC Eastengal বধ! হারতে হল ১-২ গোলে

Aajtak Bangla | পানামা | 23 Feb 2021, 9:33 PM IST

পরপর দুটো গোলে বদলে গেল নর্থ-ইস্ট ইউনাইটেডের ভাগ্য। ৪৭ মিনিটে ইমরানের থেকে ফরোয়ার্ড পাস পেয়ে প্রথম গোলটি করলেন ভিপি সুহের। ১-০ গোলে এগিয়ে গেল নর্থ-ইস্ট ইউনাইটেড। সার্থককে পরাস্ত করে সুহের নিখুঁতভাবে বলটাকে লাল-হলুদের জালে জড়িয়ে দেন। আর দ্বিতীয় গোলটা হয় আত্মঘাতী গোল। একে রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর! সুহেরের পাস বিপদমুক্ত করতে না পেরে আত্মঘাতী গোল দিলেন সার্থক গলুই। ম্যাচের একেবারে শেষদিকে অবশ্য শাপমোচন করেছেন তিনি। ৮৬ মিনিটে সুরচন্দ্রের ফ্রি-কিক থেকে হেড দিয়ে গোলের ব্য়বধান কিছুটা হলেও কমালেন তিনি। অবশেষে ২-১ গোলে হারতে হল ইস্টবেঙ্গলকে।

9:31 PM(4 years ago)

Posted by :- koushik

৩০ পয়েন্ট নিয়ে শেষ চারে উঠে এল নর্থ-ইস্ট ইউনাইটেড

9:28 PM(4 years ago)

Posted by :- koushik

৯০ + ১ মিনিট - এসসি ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারাল নর্থ-ইস্ট ইউনাইটেড।

9:26 PM(4 years ago)

Posted by :- koushik

৯০ + ১ মিনিট - অঙ্কিতের পাস থেকে হেড দিয়েছিলেন গোপী। কিন্তু, বল অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে গেল।

9:25 PM(4 years ago)

Posted by :- koushik

৯০ মিনিট - নির্ধারিত সময়ের পর আরও ৫ মিনিট অতিরিক্ত দেওয়া হল।

Advertisement
9:24 PM(4 years ago)

গোওওওললল

Posted by :- koushik

৮৬ মিনিট - শাপমোচন করলেন সার্থক গলুই। সুরচন্দ্রের ফ্রি-কিক থেকে হেড দিয়ে গোলের ব্য়বধান কিছুটা হলেও কমালেন তিনি। আপাতত ২-১ গোলে পিছিয়ে ইস্টবেঙ্গল।

9:19 PM(4 years ago)

Posted by :- koushik

৭৮ মিনিট - বিকাশের বদলে মাঠে নামলেন নারায়ণ।

9:19 PM(4 years ago)

Posted by :- koushik

৭৮ মিনিট - ১৮ গজের মধ্যে থেকে লম্বা থ্রো সার্থকের। সেই বলে পা লাগালেন স্টেইনম্যান। বল অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে গেল।

9:18 PM(4 years ago)

৭৫ মিনিট : এসসি ইস্টবেঙ্গল - ০ এবং নর্থ ইস্ট ইউনাইটেড - ২

Posted by :- koushik
9:17 PM(4 years ago)

Posted by :- koushik

৭৫ মিনিট - সুরচন্দ্রের ফ্রি কিক বাঁচিয়ে দিলেন শুভাশিষ।

Advertisement
9:17 PM(4 years ago)

Posted by :- koushik

৭৪ মিনিট - ১৮ গজের বাইরে প্রভাত জেজেকে ফাউল করলেন প্রভাত লাকড়া। ফ্রি-কিক পেল ইস্টবেঙ্গল।

9:09 PM(4 years ago)

Posted by :- koushik

৭২ মিনিট - ফ্রি-কিক নিলেন মাচাদো। কিন্তু, বল গোলপোস্টের অনেকটা উপর দিয়ে বেরিয়ে গেল।

9:09 PM(4 years ago)

Posted by :- koushik

৭১ মিনিট - লাল কার্ড দেখলেন রাজু গায়কোয়াড়। তিনি নিজের বুট দিয়ে ডেসহর্ন ব্রাউনের পা চেপে ধরেন। চাপ তৈরি হচ্ছে ইস্টবেঙ্গলের ওপরে।

9:01 PM(4 years ago)

Posted by :- koushik

৬৯ মিনিট - ইমরানকে পিছন থেকে টেনে ধরার জন্য হলুদ কার্ড দেখলেন রফিক।

9:01 PM(4 years ago)

Posted by :- koushik

৬৮ মিনিট - আবারও সুযোগ এসেছিল নর্থ-ইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু, ইমরানের পাস থেকে ব্রাউনের শট অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে গেল।

Advertisement
9:00 PM(4 years ago)

Posted by :- koushik

৬৬ মিনিট - স্টেইনম্যানের একটা ফরোয়ার্ড পাস গেল জেজে'র কাছে। কিন্তু, শুভাশিষ বলটাকে কেড়ে নেন।

8:59 PM(4 years ago)

Posted by :- koushik

৬৩ মিনিট - তোম্বার বদলে মাঠে প্রবেশ করলেন গোপী

8:56 PM(4 years ago)

৬০ মিনিট : এসসি ইস্টবেঙ্গল - ০ এবং নর্থ ইস্ট ইউনাইটেড - ২

Posted by :- koushik
8:54 PM(4 years ago)

Posted by :- koushik

৫৭ মিনিট - মাত্র কয়েকমিনিটের ব্যবধানে ২-০ গোলে এগিয়ে গেল নর্থ-ইস্ট ইউনাইটেড।

8:53 PM(4 years ago)

আত্মঘাতী গোল

Posted by :- koushik

৫৪ মিনিট - একে রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর। সুহেরের পাস বিপদমুক্ত করতে না পেরে আত্মঘাতী গোল দিলেন সার্থক।

Advertisement
8:52 PM(4 years ago)

Posted by :- koushik

৫২ মিনিট - দরজির থেকে পাস পেয়ে লম্বা শট নিয়েছিলেন ব্রাউন। কিন্তু ইস্টবেঙ্গলের গোলরক্ষক মিরশাদ মিচু বলটাকে ধরে নিলেন।

Load More
Advertisement