আইএসএল-এ অভিযান শুরু করার আগে সুখবর মোহনবাগান সুপার জায়েন্ট ফ্যানদের জন্য। রাত আটটায় ম্যাচ শুরু হওয়ায়, শেষ হতে হতে রাত হয়ে যাবে। সেই কথা মাথায় রেখেই মেট্রো রেলকে ট্রেন দেওয়ার অনুরোধ করেছিল মোহনবাগান। সেই দাবি মেনে নেওয়া হয়েছে মেট্রো রেলের পক্ষ থেকে।
রাত বেড়ে গেল যুবভারতী সংলগ্ন বাইপাসে বাস পেতে সমস্যা হয় দর্শকদের। সেই কথা মাথায় রেখেই মেট্রো রেলকে একটি চিঠি দিয়েছিলেন সবুজ-মেরুন কর্তারা। খেলাটা যখন যুবভারতীতে হচ্ছে তখন যাতে কোনও সমস্যা না হয় সেদিকেই নজর রাখছে মোহনবাগান ক্লাব। তাদের সেই আবেদনে সাড়া দিয়ে মেট্রো রেলের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয়। সেখানেই বলা হয়, একজোড়া ট্রেন চালাবে মেট্রো। রাত ১০টার পরেও ইস্ট-ওয়েস্ট লাইনে মেট্রো চলবে বলে জানানো হয়েছে। মোহনবাগান কর্তারা চাইছেন তাদের সমর্থকরা ভালোভাবে যাতে খেলা দেখে বাড়ি ফিরতে পারে। মোহনবাগানের পরে হলেও একই আর্জি জানিয়েছে ইস্টবেঙ্গলও।
কখন পাওয়া যাবে মেট্রো?
সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে রাত ১০টায় ছাড়বে প্রথম মেট্রো। এই মেট্রো শিয়ালদহ স্টেশনে পৌঁছে যাবে রাত ১০:০৭-এ। দ্বিতীয় মেট্রো পাওয়া যাবে রাত ১০:১০ এ। ১০:১৭ তে শিয়ালদহ স্টেশনে পৌঁছে যাবে এই মেট্রো। দু’টি মেট্রোই ফুলবাগান স্টেশনে দাঁড়াবে এবং রাত অবধি সল্টলেক স্টেশন ও ফুলবাগান স্টেশনের টিকিট কাউন্টার খোলা থাকবে। তবে পরের ম্যাচগুলিতেও এই পরিষেবা পাওয়া যাবে কিনা তা জানানো হয়নি।
শুধু মেট্রো নয়, সায়েন্স সিটি থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত অতিরিক্ত দুটি বাস যাতে দেওয়া হয়। তাও আর্জি জানিয়েছিল দুই ক্লাব। শিয়ালদহ থেকে সল্টলেক স্টেডিয়াম ও ধর্মতলা থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত যাতে অতিরিক্ত দুটি বাস দেওয়া হয়। রাত আটটায় ম্যাচ শুরু হবে দেখে অনেকেই বেশ সমস্যায় পড়ে গিয়েছিলেন। তাঁরা ভাবতে শুরু করে দিয়েছিলেন, কীভাবে বাড়ি ফিরবেন? সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে নানা প্রশ্ন করতে থাকেন সমর্থকরা। সেই কথা মাথায় রেখেই ব্যবস্থা নেওয়ার আর্জি জানালো দুই ক্লাব। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।