scorecardresearch
 

ISL 2024 East Bengal: ISL-এ ইস্টবেঙ্গলের সবচেয়ে খারাপ শুরু এটাই, কোন অঙ্কে যেতে পারে প্লে অফে?

মরসুম শুরু হওয়ার আগে দল ভাল লড়াই করবে বলে আশা করেছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। তবে ডুরান্ড কাপ তো বটেই, আইএসএল-এ টানা ছয় ম্যাচে সে আশায় জল ঢেলে দিয়েছে। কার্লেস কুয়াদ্রাতের জায়গায় অস্কার ব্রুজোকে কোচ করে আনার পরও পরিস্থিতি একটুও বদলায়নি। এই অবস্থায় প্লে অফের আশা তো দূর, সম্মান রক্ষা করে এই মরসুম শেষ করতে পারলেই যেন বাঁচা যায়। ম্যাচ হারতে হারতে জেতা যেন ভুলেই গিয়েছে ভারতের অন্যতম সফল এই ক্লাব। তবে এখনও অঙ্কের বিচারে সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের সামনে। 

Advertisement
ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল
হাইলাইটস
  • আইএসএল-এ টানা ছয় ম্যাচ হেরেছে ইস্টবেঙ্গল
  • তবুও টিকে প্লে অফের আশা

মরসুম শুরু হওয়ার আগে দল ভাল লড়াই করবে বলে আশা করেছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। তবে ডুরান্ড কাপ তো বটেই, আইএসএল-এ টানা ছয় ম্যাচে সে আশায় জল ঢেলে দিয়েছে। কার্লেস কুয়াদ্রাতের জায়গায় অস্কার ব্রুজোকে কোচ করে আনার পরও পরিস্থিতি একটুও বদলায়নি। এই অবস্থায় প্লে অফের আশা তো দূর, সম্মান রক্ষা করে এই মরসুম শেষ করতে পারলেই যেন বাঁচা যায়। ম্যাচ হারতে হারতে জেতা যেন ভুলেই গিয়েছে ভারতের অন্যতম সফল এই ক্লাব। তবে এখনও অঙ্কের বিচারে সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের সামনে। 

কীভাবে প্লে অফে যেতে পারে ইস্টবেঙ্গল
অঙ্কের হিসেবে গোটা বিষয়টা দেখতে হলে, ইস্টবেঙ্গলের হাতে আর ১৮ ম্যাচ বাকি রয়েছে। প্লে-অফের যোগ্যতা অর্জন করার জন্য তাদের ১০ ম্যাচেই জিততে হবে। ফলে এখন থেকে কোমর বেঁধে লড়াই করতে হবে জিকসন সিংদের। ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে এসে অস্কার ব্রুজোঁ বললেন, 'যদি এই টুর্নামেন্টের প্লে-অফে আমাদের উঠতে হয়, তাহলে চোখ বন্ধ করে শেষ ছয়ের মধ্যে আমাদের থাকতে হবে। আর শীর্ষ ৬ দলের মধ্যে থাকতে হলে, আমাদের খুব সম্ভবত ১০ ম্যাচে জিততে হবে।'

দলের উপর বিশ্বাস রাখার আর্জি
অস্কার লাল-হলুদ সমর্থকদের আশ্বাস দিয়ে বলেন, 'এই দলটার উপর বিশ্বাস রাখুন। খুব তাড়াতাড়িই আমরা কামব্যাক করব। ফলে এই দলটার পাশে থাকুন। আমরা জেতার জন্য আপ্রাণ চেষ্টা করছি।' ডার্বি ম্যাচের পর ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে এমনটাই আশা করেছিলেন সমর্থকরা। তবে ওড়িশা এফসির বিরুদ্ধে পিছিয়ে পড়লেও সমতা ফেরায় ইস্টবেঙ্গল। তবে তাতেও কোনও কাজের কাজ হয়নি। শূন্য হাতেই ফিরতে হয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। 

আরও পড়ুন

এবার বাকি ম্যাচগুলোতে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার। আশার কথা, অস্কারের কোচিং-এ ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে কলকাতার এই বড় ক্লাব। শেষ ১৮ ম্যাচে ভুল শুধরে নিজেদের জায়গা পাকা করতে পারে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।        

Advertisement

Advertisement