scorecardresearch
 

ISL 2024 Mohun Bagan vs Mumbai City FC: দুরন্ত মোহনবাগান, মুম্বইকে হারিয়ে লিগ শিল্ড জিতল সবুজ-মেরুন

লিগ শিল্ড জেতার লক্ষ্যে খেলতে নামছে মোহনবাগান। লিগ পর্যায়ের এই ম্যাচে জিততেই হবে মোহনবাগানকে। ড্র করলেই তৃতীয়বার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হবে মুম্বই।

Advertisement
লিস্টনের গোল লিস্টনের গোল

লিগ শিল্ড জেতার লক্ষ্যে খেলতে নামছে মোহনবাগান। লিগ পর্যায়ের এই ম্যাচে জিততেই হবে মোহনবাগানকে। ড্র করলেই তৃতীয়বার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হবে মুম্বই।  

প্রথম লিগ শিল্ড মোহনবাগানের

প্রথমবার লিগ শিল্ড খেতাব জিতে নিল মোহনবাগান। গ্যালারি জুড়ে আনন্দে মেতেছেন সবুজ-মেরুন সমর্থকরা। 

লিগ শিল্ড মোহনবাগানের

৬১,১৭৭ দর্শকের সামনে লিগ শিল্ড জিতে নিল মোহনবাগান। ২-১ গোলে হারাল মুম্বইকে।  

লাল কার্ড দেখলেন হ্যামিল

দুইবার হলুদ কার্ড দেখে মাঠের বাইরে হ্যামিল। ১০ জনে খেলছে মোহনবাগান।  

গোল করলেন ছাংতে

ব্যবধান কমালেন ছাংতে। ৮৯ মিনিটে কর্নার থেকে গোল করে গেলেন ছাংতে। এখনও ২-১ গোলে এগিয়ে মোহনবাগান। 

গোল করলেন কামিন্স

২-০ গোলে এগিয়ে গেল মোহনবাগান। গোল করে গেলেন জেসন কামিন্স। দিমিত্রির লম্বা পাস থেকে বল ধরে ডান পায়ে দুরন্ত ফিনিশ কামিন্সের। সমর্থকদের ফ্ল্যাশ জ্বলে উঠল গোটা স্টেডিয়ামে। 

মোহনবাগানকে সমর্থন করতে মাঠে রাহুলরা

লখনউ সুপার জায়েন্ট ক্যাপ্টেন কেএল রাহুল, ল্যান্স ক্লুজনার, মর্নি মর্কেলরা। 

মোহনবাগান ম্যাচ দেখছেন রাহুলরা

কামিন্স ও হামিলকে নামিয়ে দিলেন হাবাস

Advertisement

১ গোলের ব্যবধান একেবারেই নিরাপদ তা বুঝতে পেরেই এবার কামিন্সকে নামালেন হাবাস। সাদিকুর জায়গায় নামলেন তিনি। নামলেন হ্যামিলও। জনি কাউকোর জায়গায়।   

পরিবর্তন করল মুম্বইও

চোট পাওয়া তিরির জায়গায় নামলেন জ্যাকুব। বড় সমস্যায় মুম্বই। 

প্রথম পরিবর্তন মোহনবাগানের

অভিষেক সূর্যবংশীর জায়গায় দলে এলেন দীপক টাংরি। 

শুরু হল দ্বিতীয়ার্ধের ম্যাচ

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল মিস বিপিনের। সুযোগ নষ্ট করছে মুম্বই। 

শেষ প্রথমার্ধের খেলা

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে মোহনবাগান। 

মিস ছাংতের

সমতা ফেরানোর সুযোগ নষ্ট করল মুম্বই। পেরেরা দিয়াজের ক্রস থেকে বল প্রায় পেয়ে গিয়েছিলেন ছাংতে। নিয়ন্ত্রণ করতে পারবেন না জেনে শরীর ছুঁড়ে দিলেও বল তাঁর পায়ে লেগেই বাইরে চলে যায়। ম্যাচের ফল এখনও ১-০। 

দারুণ সেভ বিশালের

ভান নিফের শট দারুণভাবে বাঁচালেন বিশাল। ম্যাচের ফল এখনও ১-০। 

দুরন্ত গোল লিস্টনের

২৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিলেন লিস্টন কোলাসো। দুরন্ত শটে জালে জড়ালেন বল। দিমিত্রি পেত্রাতোসের পাস ধরে মেহেতাব সিংকে কাটিয়ে দারুণ শট করেন লিস্টন। পূর্বা লাচেনপার কিছুই করার ছিল না। ১-০ গোলে এগিয়ে মোহনবাগান।    

ফের সুযোগ নষ্ট মোহনবাগানের

২০ মিনিটে সুযোগ নষ্ট মোহনবাগানের। অনিরুদ্ধ থাপার পাস থেকে লিস্টন কোলাসোর হেড পোস্টে লেগে ফিরল।  

কার্ড দেখলেন শুভাশিস

কার্ড দেখলেন মোহনবাগান ক্যাপ্টেন শুভাশিস।

পাল্টা আক্রমণে মুম্বই

কিছুটা চাপে পড়ে গিয়েছে মোহনবাগান ডিফেন্স। পাল্টা আক্রমণে সবুজ-মেরুন ডিফেন্স ভাঙতে চাইছেন মুম্বই কোচ পিটার।   

সুযোগ নষ্ট মোহনবাগানের

সহজ সুযোগ নষ্ট করলেন মনবীর। ম্যাচের শুরুতেই গোল করে ফেলতে পারত সবুজ-মেরুন। 

মোহনবাগানের টিফো
মোহনবাগানের টিফো

শুরু হয়ে গেল ম্যাচ

শুরুতেই আক্রমণে উঠে আসার চেষ্টায় মোহনবাগান। 

টিফো নিয়ে এলেন মোহনবাগান সমর্থকরা

মোহনবাগানের টিফো
মোহনবাগানের টিফো

অনুশীলনে নেমে পড়লেন দুই দলের ফুটবলাররা

মোহনবাগান ও মুম্বই দলের দুই ফুটবলাররাই নেমে পড়লেন গা ঘামাতে। 

হেড টু হেডে এগিয়ে মুম্বই

১০ ম্যাচ খেলা হয়েছে দুই দলের মধ্যে। এর মধ্যে মাত্র একবার জিতেছে মোহনাবাগান। ছয় বার জিতেছে মুম্বই। ড্র হয়েছে তিনটি ম্যাচ। সোমবার আন্তনিও লোপেজ হাবাসের দল কি পারবে হিসেব বদলে দিতে? 

মাঠে অনুশীলন শুরু দুই দলের
মাঠে অনুশীলন শুরু দুই দলের (নিজস্ব চিত্র)

মোহনবাগান দল

বিশাল কাইত, আনোয়ার আলি, অনিরুদ্ধ থাপা, জনি কাউকো, দিমিত্রি পেত্রাতোস, মনবীর সিং, শুভাশিস বসু, অভিষেক সূর্যবংশী, লিস্টন কোলাসো, হেক্টর উস্তে, আর্মান্দো সাদিকু।

মুম্বই দল

পূর্বা লাচেনপা, রাহুল ভেকে, তিরি, মেহেতাব সিং, ছাংতে, ভান নিফ, নাগুয়েরা, বিপিন ইং, পেরেরা দিয়াজ, আকাশ মিশ্রা, আপুইয়া।

দলে লিস্টন

আমনদীপের জায়গায় মুম্বই ম্যাচে দলে এলেন লিস্টন কোলাসো। মোহনবাগান দলে একটাই পরিবর্তন নিয়ে এসেছেন হাবাস। 

Advertisement