ATK Mohun Bagan vs Hyderabad : এগিয়েও ড্র, অমরিন্দরের ভুলে শীর্ষে থাকার সুযোগ খোয়াল এটিকে মোহনবাগান

প্রথমার্ধের একেবারে শেষ দিকে মাথায় আঘাত লেগে মাঠ ছাড়েন কার্ল ম্যাকহিউ। সঙ্গে সঙ্গেই তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ঝুঁকি না নিয়ে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর জায়গায় মাঠে নামেন জনি কাউকো।

Advertisement
এগিয়েও ড্র, অমরিন্দরের ভুলে শীর্ষে থাকার সুযোগ খোয়াল এটিকে মোহনবাগানএটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ
হাইলাইটস
  • ১৩ সেকেন্ডের মাথায় গোল ডেভিড উইলিয়ামসের
  • আইএসএল-এর ইতিহাসে দ্রুততম গোল
  • ৬৪ মিনিটে গোল করেন জনি কাউকো

দুইবার এগিয়ে থেকেও এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল এটিকে মোহনবাগানকে। প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না। ম্যাচ শুরুর বাঁশি বাজতেই ১৩ সেকেন্ডের মাথায় গোল তুলে নিয়ে বঞ্চনার জবাব দিলেন ডেভিড উইলিয়ামস। এটাই আইএসএল-এর ইতিহাসে দ্রুততম গোল। কিক অফ করেই আশুতোষ মেহেতা ও হুগো বুমোসের সঙ্গে ওয়ান টু খেলে দূর থেকে শট নেন অস্ট্রেলিয়ান এই স্ট্রাইকার। লক্ষিকান্ত কাট্টিমনি বুঝে ওঠার আগেই বল জালে জড়ায়। হাতটা আরও একটু শক্ত রাখতে পারলে হয়ত গোল ঠেকাতে পারতেন হায়দরাবাদ এফসি গোলরক্ষক। তবে থিতু হওয়ার আগেই গোলটা খেয়ে যান তিনি।


গোল খেয়েই ম্যাচের নিয়ন্ত্রন নেওয়ার চেষ্টা করতে থাকে হায়দরাবাদ। বেশ কয়েকবার সহজ সুযোগ পেলেও ১৮ মিনিটের আগে গোল শোধ দিতে পারেনি হায়দরাবাদ। অমরিন্দর সিংয়ের ভুলে বল চলে আসে বার্থলোমেয় ওগবেচের পায়ে। এই মরশুমে নিজের নবম গোল করতে ভুল করেননি তিনি। সাধারন ক্রস তালুবন্দি করতে পারেননি এটিকে মোহনবাগান গোলরক্ষক। ম্যাচের শুরু থেকেই বারবার ভুল করছিলেন অমরিন্দর। কখনো ভুল পাস আবার কখনো ভুল ক্লিয়ারেন্স। ভাগ্য ভাল না থাকলে আরও আগেই গোল শোধ করে দিতে পারত হায়দরাবাদ।


২৬ মিনিটেই এগিয়ে যেতে পারত নিজামের শহরের ফুটবলাররা। অমরিন্দর ফের সুযোগ তৈরি করে দিয়েছিলেন ওগবেচের কাছে। এটিকে মোহনবাগান গোলরক্ষকের মিসকিক চলে যায় ওগবেচের কাছে। তাঁর শট বাঁচান অমরিন্দর। হুয়ান ফেরান্দোর স্ট্র্যাটেজি অনুযায়ী খেলতে গেলে গোলরক্ষকে ভাল পাস দিতে পারতে হয়। কারন গোলরক্ষকের থেকেই আক্রমন শুরু করতে ভালবাসেন ফেরান্দো।

       
প্রথমার্ধের একেবারে শেষ দিকে মাথায় আঘাত লেগে মাঠ ছাড়েন কার্ল ম্যাকহিউ। সঙ্গে সঙ্গেই তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ঝুঁকি না নিয়ে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর জায়গায় মাঠে নামেন জনি কাউকো।


৬৯ মিনিটে বাঁ পায়ে দারুন শট নেন এডু গার্সিয়া। তবে অমরিন্দর সেভ করেন। ৬৪ মিনিটে গোল করেন জনি কাউকো। পেনাল্টি বক্সের সামনে বল স্ন্যাচ করেন জনি। সেখান থেকে ডান্দিকে বল পাস করেন ডেভিড উইলিয়ামসকে। তাঁর ক্রস থেকে হেডে করেন জনি আশিস রাইয়ের পায়ে বল লেগে গোলে যায়। 
সংযুক্তি সময়ে আকাশের বাড়ান বল থেকে হেডে গোল করেন জাভিয়ার সেভিয়ারো। টিরি থাকলেও সেভিয়ারো তাঁকে ফাঁকি দিয়ে গোল করে যান।

Advertisement

 

POST A COMMENT
Advertisement