scorecardresearch
 

Kerala Blasters: ম্যাচের মাঝপথে দল তুলে নেওয়ার কী শাস্তি হতে পারে কেরল ব্লাস্টার্সের?

খেলার মাঝেই মাঠ ছেড়ে বেরিয়ে গেল কেরল ব্লাস্টার্স। ইন্ডিয়ান সুপার লিগে প্রথমবার ঘটল এমন ঘটনা। সুনীল ছেত্রীর গোল নিয়ে শুরু হয় এই বিতর্ক। গোলের পরই মাঠ ছেড়ে বেরিয়ে যায় কেরল। এর জেরে বড় শাস্তির মুখে পড়তে হবে তাদের। বড় অঙ্কের জরিমানা নাকি ব্যান হবে কেরলের দল?

Advertisement
কেরল ব্লাস্টার্স দল কেরল ব্লাস্টার্স দল
হাইলাইটস
  • মাঝপথে দল তুলে নেওয়ায় শাস্তি
  • বড় শাস্তি হতে পারে কেরলের

খেলার মাঝেই মাঠ ছেড়ে বেরিয়ে গেল কেরল ব্লাস্টার্স। ইন্ডিয়ান সুপার লিগে প্রথমবার ঘটল এমন ঘটনা। সুনীল ছেত্রীর গোল নিয়ে শুরু হয় এই বিতর্ক। গোলের পরই মাঠ ছেড়ে বেরিয়ে যায় কেরল। এর জেরে বড় শাস্তির মুখে পড়তে হবে তাদের। বড় অঙ্কের জরিমানা নাকি ব্যান হবে কেরলের দল?

কী শাস্তি হতে পারে কেরলের?

গোল হওয়ার পরে টেকনিক্যাল এরিয়ার বাইরে এসে মাঠের মধ্যে ঢুকে পড়েন ইভান ভুকোমানোভিচ। ফুটবলারদের মাঠ ছেড়ে বেরিয়ে আসার নির্দেশ দেন তিনি। সেই নির্দেশ মেনে আর ম্যাচ খেলেননি কেরল ফুটবলাররা। দল তুলে নেয় তারা। এর জেরে বড় শাস্তির মুখে পড়তে হতে পারে কেরল ব্লাস্টার্সকে। জরিমানা হতে পারে কেরলের। এফএসডিএল-এর নিয়ম অনুসারে, ম্যাচের মাঝে মাঠ ছাড়লে বড় অঙ্কের জরিমানা হয় দলের। ব্যানও করে দেওয়া হতে পারে সেই ক্লাবকে। 

কী ঘটেছিল?

শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) প্রথম প্লে অফের ম্যাচে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) ও কেরল ব্লাস্টার্স (Kerala Blasters)। সেই ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ফ্রিকিক থেকে গোল করেন বেঙ্গালুরু এফসি ক্যাপ্টেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। সেই গোল নিয়েই শুরু হয় বিতর্ক। গোল হওয়ার পর প্রতিবাদ জানাতে থাকেন কেরল ফুটবলাররা। তাদের দাবি ছিল, রেফারি বাঁশি বাজানোর আগেই গোলে শট করে দিয়েছেন সুনীল। এর প্রতিবাদে দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় কেরল। এই সিদ্ধান্তের জেরে বড় শাস্তির মুখে পড়তে হতে পারে কেরল ব্লাস্টার্সকে।

সত্যিই কি ব্যান হবে কেরল?
কেরল ব্লাস্টার্সের প্রচুর সমর্থক রয়েছে। তাঁদের কথা ভেবে, কেরলকে ব্যান নাও করতে পারে। সেক্ষেত্রে বিরাট অঙ্কের টাকা জরিমানা করা হতে পারে কেরলকে।  এর আগে ২০১৫ সালে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে না আসার জন্য বড় শাস্তির মুখে পড়তে হয়েছিল এফসি গোয়াকে (FC Goa)। । দল তুলে নেওয়ায় কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে কেরল ব্লাস্টার্সকে।

Advertisement

ফিফার নিয়ম কী বলছে?

ফ্রি কিকের ক্ষেত্রে রেফারির বাঁশি বাজানোর প্রয়োজন হয় তখনই, যখন কোনও ফুটবলার আহত হয়ে মাঠে পড়ে থাকেন বা কোনও ফুটবলারকে কার্ড দেখানোর প্রয়োজন হয়। তবে শুক্রবার রাতের ম্যাচে তেমনটা হয়নি। রেফারি কাউকেই কার্ড দেখাননি, বা কেউই মাঠে পড়ে ছিলেন না। তাই সুযোগ বুঝে ফ্রিকিক নিয়ে নেন সুনীল। ক্রিস্টাল জন সেই কারণেই গোল বাতিল করেননি। এক্ষেত্রে আপত্তির কোনও কারণও দেখছেন না ফুটবল বিশেষজ্ঞরা। তবে এর প্রতিবাদে কেরলের মাঠ ছাড়ার সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না তাঁরা।

  

Advertisement