scorecardresearch
 

ISL 2024-25: ৩ নতুন নিয়ম এবারের ISL-এ, তবে থাকছে না VAR

এবারের ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League 2004) আসছে একাধিক পরিবর্তন। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এই লিগে তিন পরিবর্তন আনা হয়েছে। তবে এবারেও লিগে নেই ভিএআর (VAR)। গত মরসুমেও বারবার রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। তবুও এই মরসুমে নেই এই প্রযুক্তি। 

Advertisement
মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি

এবারের ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League 2004) আসছে একাধিক পরিবর্তন। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এই লিগে তিন পরিবর্তন আনা হয়েছে। তবে এবারেও লিগে নেই ভিএআর (VAR)। গত মরসুমেও বারবার রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। তবুও এই মরসুমে নেই এই প্রযুক্তি। 

আসছে কনকাশন সাব 
আসন্ন মরশুম থেকেই ইন্ডিয়ান সুপার লিগে চালু হচ্ছে কনকাশন সাব। অর্থাৎ, মাথায় আঘাত পাওয়ার জন্য যদি কোনও ফুটবলার খেলতে না পারেন, তাহলে সংশ্লিষ্ট খেলোয়াড়ের পরিবর্তে অন্য আরেকজন ফুটবলারকে মাঠে নামানো যাবে।

ম্যাচে প্রতিটি দল একটি কনকাশন সাবের সুবিধা পাবে। তাছাড়া আরও কয়েকটি নিয়মে পরিবর্তন হতে চলেছে এবারের আইএসএলে। প্রতিটি দলে একজন করে ভারতীয় সহকারী কোচ রাখতেই হবে। কোনও দলের প্রধান কোচ যদি দায়িত্ব ছেড়ে দেন বা তাঁকে সরিয়ে দেওয়া হয়, তাহলে ঐ ভারতীয় সহকারী কোচকেই দলের অন্তর্বর্তী কোচ করা হবে।

আরও পড়ুন

লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে আপিল 
সেইসঙ্গে, আরও একটি নিয়ম চালু করা হবে এবারের আইএসএলে। কোনও দলের একজন ফুটবলার যদি লাল কার্ড দেখেন এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের দল যদি মনে করে এই লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত সঠিক নয়, তাহলে আইএসএল কর্তৃপক্ষের কাছে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আবেদন করা যাবে।
নতুন ম্যাচ বল
আরও অন্যতম একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ম্যাচ বল। এবারের আইএসএল-এর ম্যাচে বলে বেশকিছু কাঠামোগত পরিবর্তন এসেছে। এই বলটির নাম দেওয়া হয়েছে ‘নিভিয়া শাস্ত্র-২.০’। এই বলেই এবার খেলা হবে ইন্ডিয়ান সুপার লিগের সবকটি ম্যাচ। পাঞ্জাবের জলন্ধরের একটি কারখানায় তৈরি হয়েছে এই বলটি। ফুটবলারদের বল কন্ট্রোলের ক্ষেত্রে আরও সুবিধাজনক হবে ‘নিভিয়া শাস্ত্র-২.০’। 

সব মিলিয়ে বলা যায় এবারের আইএসএল-এ অনেক বদল আসতে চলেছে। তার সঙ্গে কলকাতার তিন বড় ক্লাব খেলবে সর্বোচ্চ লিগে। ফলে বলে দেওয়া যায়, এবারের লিগ আরও বর্ণময় হতে চলেছে।    
 

Advertisement

TAGS:
Advertisement