East Bengal: 'ইস্টবেঙ্গলের সমস্যা দ্রুত মিটবে,' দাবি ক্লাবের নয়া ডিফেন্ডার ইভানের

ট্যুইটারে ইভান লিখেছেন , ' আশা করছি দ্রুত সমস্যা মিটে যাবে। আমি আশা করব দ্রুত ইস্টবেঙ্গলের জার্সি পরতে পারব। আর বহু বছর এই দলের হয়ে খেলতে পারব।' ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার গোয়ার ক্লাবের হয়ে ডুরান্ড কাপ জিতেছেন। এফসি গোয়া ছাড়াও ডেপর্টিভো, রিয়াল মাদ্রিদ সি ও রিয়াল মাদ্রিদ অনুর্দ্ধ-১৯ দলের হয়ে খেলেছেন। তবে ইস্টবেঙ্গলে এসে তিনি কতটা সফল হন সেটাই এখন দেখার। 

Advertisement
'ইস্টবেঙ্গলের সমস্যা দ্রুত মিটবে,' দাবি ক্লাবের নয়া ডিফেন্ডার ইভানেরইভান গঞ্জালেজ
হাইলাইটস
  • ইভানের সঙ্গে চুক্তি প্রায় পাকা ইস্টবেঙ্গলের
  • ফ্যানদের বার্তা দিলেন ইভান

ইস্টবেঙ্গলের প্রতি অগাধ আস্থা ইভান গঞ্জালেজের। এই মরশুমে ইস্টবেঙ্গলের হয়েই খেলবেন তিনি। ট্যুইট করে জানিয়ে দিলেন সেই কথাই। ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি এখনও সই হয়নি। এর মাঝেই সই করেন ইভান। যদিও প্রি কন্ট্রাক্টে সই করেছেন এফসি গোয়ার প্রাক্তন এই ফুটবলার। সেন্ট্রাল ডিফেন্সে ভরসা জোগাতে পারেন তিনি।

ট্যুইটারে ইভান লিখেছেন , ' আশা করছি দ্রুত সমস্যা মিটে যাবে। আমি আশা করব দ্রুত ইস্টবেঙ্গলের জার্সি পরতে পারব। আর বহু বছর এই দলের হয়ে খেলতে পারব।' ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার গোয়ার ক্লাবের হয়ে ডুরান্ড কাপ জিতেছেন। এফসি গোয়া ছাড়াও ডেপর্টিভো, রিয়াল মাদ্রিদ সি ও রিয়াল মাদ্রিদ অনুর্দ্ধ-১৯ দলের হয়ে খেলেছেন। তবে ইস্টবেঙ্গলে এসে তিনি কতটা সফল হন সেটাই এখন দেখার। 

আরও পড়ুন: রয় কৃষ্ণ-উইলিয়ামসদের বিকল্প কে? হন্যে হয়ে খুঁজছে ATK মোহনবাগান


 
শোনা যাচ্ছে, কোচের ব্যাপারে কথাবার্তা অনেকটাই এগিয়ে রেখেছেন ইমামি কর্তারা। ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এমন কোচকেই তাঁদের পছন্দ। চেষ্টা করা হয়েছিল আন্তোনিও লোপেজ হাবাসকে আনার। তবে সেক্ষেত্রে অনেক টাকা খরচা করতে হত কর্তাদের। ইস্টবেঙ্গলে কী আবার ফিরতে চলেছেন আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়া?

আরও পড়ুন: ডায়মন্ড ম্যাচে প্রথম গোলটি করেছিলেন, আজও আবেগী 'ডায়মন্ড কাটার' নাজিমুল

 

জন্মদিনে অসংখ্য লাল-হলুদ সমর্থকের শুভেচ্ছা বার্তা পেয়ে টুইট করেছেন আলেজান্দ্রো। আর তাতেই এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে। টুইট করে ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ লিখেছেন, 'ধন্যবাদ ইস্টবেঙ্গল ফ্যানদের আমার জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য। আশা করছি খুব দ্রুত দেখা হবে।' টুইটের এই শেষ অংশ নিয়েই তৈরি হয়েছে জল্পনা। তবে কি আবার ইস্টবেঙ্গলে ফিরতে চলেছেন 'আলে স্যার'? এখনই কিছু বলার সময় আসেনি।

আরও পড়ুন: ATK মোহনবাগান জুনিয়ার দলের দায়িত্বে Espanyol-এর প্রাক্তন কোচ জোসেফ

কোয়েস ইস্টবেঙ্গলের সময় দেড় মরশুম কোচ ছিলেন আলেজান্দ্রো। বোরহা ফার্নান্দেজ-কাসিম আইদারাদের কোচ প্রথম মরশুমে ভারতে এসে ইস্টবেঙ্গলকে আই লিগ জয়ের খুব কাছাকাছি নিয়ে এসেছিলেন। মাত্র কয়েক পয়েন্টের জন্য সেই স্বপ্ন পূরন হয়নি। পরের বছর যদিও ভাল পারফর্ম করতে পারেনি ইস্টবেঙ্গল। ফলে মরশুমের মাঝেই ক্লাব 

Advertisement

POST A COMMENT
Advertisement