scorecardresearch
 

West Indies Cricket: জেসন হোল্ডারের হ্যাটট্রিক, টানা ৪ বলে ৪ উইকেট নিয়ে সিরিজ জেতালেন দলকে

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত কুড়ি ওভারের ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন কিং ৩৪, কাইল মায়ের ৩১, রোমিও শেফার্ড ৬ রান করে আউট হলেও নিকোলাস পুরান ২১ রান করেন। অভিজ্ঞ কায়রন পোলার্ড ৪১ রান করে অপরাজিত থাকেন। তাঁর সঙ্গেই উইকেটে টিকে ছিলেন রোভম্যান পাওয়েল। ৩৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। আদিল রশিদ ও লিয়াম লিভিংস্টোন দুইটি করে উইকেট নেন।

Advertisement
জেসন হোল্ডার জেসন হোল্ডার
হাইলাইটস
  • ইতিহাস সৃষ্টি করলেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার জেসন হোল্ডার
  • জেসন হোল্ডার ৪ বলে ৪ উইকেট নিয়েছেন

ইংল্যান্ডের মাটিতে নির্ণায়ক টি-টোয়েন্টি ম্যাচ একাই ইংরেজদের হারিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার (Jason Holder)। তাঁর অবিশ্বাস্য বোলিং-এর সুবাদে পাঁচ ম্যাচের সিরিজে ৩-২ ব্যবধানে জিতল ওয়েস্ট ইন্ডিজ (West Indies Cricket)। হোল্ডার শুধু হ্যাটট্রিক করেননি ৪ বলে ৪ উইকেট নিয়ে দুরন্ত নজির গড়েছেন। সবমিলিয়ে তিনি পেয়েছেন মোট পাঁচটি উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের এটিই তাঁর প্রথম ৫ উইকেট। ৪ বলে ৪টি উইকেট নিয়ে লসিথ মালিঙ্গা, রশিদ খান ও ক্যাম্পহারদের সঙ্গে এক আসনের জায়গা করে নিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্রথম চারটি ম্যাচে দুটি করে জয় পেয়েছিল দুই দল। তাই পঞ্চম ম্যাচ ছিল সিরিজের নির্ণায়ক। সেই ম্যাচে জিতে বাজিমাত করলো ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ করেই ভারত সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত কুড়ি ওভারের ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন কিং ৩৪, কাইল মায়ের ৩১, রোমিও শেফার্ড ৬ রান করে আউট হলেও নিকোলাস পুরান ২১ রান করেন। অভিজ্ঞ কায়রন পোলার্ড ৪১ রান করে অপরাজিত থাকেন। তাঁর সঙ্গেই উইকেটে টিকে ছিলেন রোভম্যান পাওয়েল। ৩৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। আদিল রশিদ ও লিয়াম লিভিংস্টোন দুইটি করে উইকেট নেন।

আরও পড়ুন: এবার বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ! আহমেদাবাদ পৌঁছলেন রোহিতরা

আরও পড়ুন: একসঙ্গে দুই তারকা, ঋষভ পন্তের সঙ্গে ফটোশুট নীরজ চোপড়ার

জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১৬২ রানে সব উইকেট হারায় ইংল্যান্ড। জেমস ভিন্স (৫৫), স্যাম বিলিংস(৪১) রান করলেও শেষরক্ষা হয়নি। হোল্ডার মাত্র ২.৫ ওভার বল করে ২৭ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন।

Advertisement

ইংল্যান্ড ইনিংসের শেষ ওভারে জেসন হোল্ডার বল করতে এসে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে ক্রিস জর্ডন, স্যাম বিলিংস ও আদিল রশিদকে প্যাভেলিয়ানের রাস্তা দেখিয়ে হ্যাটট্রিক করেন। ছেলেদের টি২০ ক্রিকেটে প্রথম ওয়েস্ট ইন্ডিজ বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন হোল্ডার। ওই ওভারের পঞ্চম বলে সাকিব মেহমুদকে আউট আউট করে টানা চার বলে চার উইকেট নেওয়ার নজির গড়েন হোল্ডার। শুধু তাই নয় দেশকে সিরিজ জেতান তিনি। ১৭ রানে যেতে ওয়েস্ট ইন্ডিজ। হোল্ডার ছাড়াও চার উইকেট নেন আকিল হোসেন। তবে ম্যাচের সেরা হন হোল্ডারই।শুধু তাই নয় পাঁচ ম্যাচের সিরিজে ১৫ উইকেট নিয়ে সিরিজ সেরাও হন তিনি।   

Advertisement