scorecardresearch
 

Rishabh Pant and Neeraj Chopra: একসঙ্গে দুই তারকা, ঋষভ পন্তের সঙ্গে ফটোশুট নীরজ চোপড়ার

ঋষভ রিটুইট করে লিখেছেন,'তুমি ইতিমধ্যেই সবকিছু জান নীরজ... তোমার জন্য শুভকামনা, শীঘ্রই আবার তোমার সঙ্গে দেখা করার আশায় রয়েছি। পন্তের পোস্টে ভক্তদের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আসতে থাকে। একজন প্রশ্ন করেছেন 'ঋষভ ভাই তোমার পরের সেঞ্চুরি কবে আসবে?' অনেকে বলেছেন, 'আপনি আমার নিজের শহরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলতে আসছেন। একটি সেঞ্চুরি করুন সেটা দারুণ মজার হবে।'

Advertisement
ঋষভ পন্ত ও নীরজ চোপড়া ঋষভ পন্ত ও নীরজ চোপড়া

ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্ত (Rishabh Pant) এবং টোকিও অলিম্পিক্সে সোনার পদক জেতা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে (Neeraj Chopra) রবিবার একসঙ্গে  দেখা গেল। সম্প্রতি একটি ফটোশুটের সময় এই দুই তারকার দেখা হয়। এটাই ছিল দুজনের প্রথম সাক্ষাৎ। দুই খেলোয়াড়ই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে এ বিষয়ে জানিয়েছেন। টুইটারে ছবি শেয়ার করেছেন নীরজ। প্রথমে টুইটারে দুটি ছবি শেয়ার করেছেন নীরজ চোপড়া। ছবিতে দুজনকেই বেশ মজা করতে দেখা যাচ্ছে। নীরজ পোস্টে ঋষভের উদ্দেশ্যে লিখেছেন, 'যখন  তোমার মতো বন্ধু থাকে,ক্যামেরার মুখোমুখি হয়েও সবকিছু সহজ হয়ে যায়। ঋষভ পন্তের সঙ্গে এইভাবে অনেক মজা করেছি।' অনেক ভক্ত নীরজ চোপড়াকে উত্তর দিয়েছেন। পন্ত রিটুইট করে উত্তর দিয়েছেন। অনেক ভক্ত পন্তের এই পোস্টে মন্তব্য করেছেন।
 
ঋষভ রিটুইট করে লিখেছেন,'তুমি ইতিমধ্যেই সবকিছু জান নীরজ... তোমার জন্য শুভকামনা, শীঘ্রই আবার তোমার সঙ্গে দেখা করার আশায় রয়েছি। পন্তের পোস্টে ভক্তদের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আসতে থাকে। একজন  প্রশ্ন করেছেন 'ঋষভ ভাই তোমার পরের সেঞ্চুরি কবে আসবে?' অনেকে বলেছেন, 'আপনি আমার নিজের শহরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলতে আসছেন। একটি সেঞ্চুরি করুন সেটা দারুণ মজার হবে।'

ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে ঋষভ পন্তকে। আহমেদাবাদে অনুষ্ঠিত হবে প্রথম তিনটি একদিনের ম্যাচ। এরপর কলকাতায় তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অপরদিকে গত বছর অনুষ্ঠিত টোকিও অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস তৈরি করেন নীরজ চোপড়া। এই প্রজাতন্ত্র দিবসে নীরজকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়। এর সঙ্গেই ভারত সরকারও তাকে পরম বিশেষ সেবা পদক দিয়ে সম্মানিত করে। নীরজের পরের লক্ষ্য প্যারিস অলিম্পিক্স থেকে ফের সোনা নিয়ে এসে দেশকে গর্বিত করা। সেই কারণে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। আমেরিকায় গিয়ে নিজের প্রস্তুতি সারছেন তিনি। 

Advertisement

Advertisement