মঙ্গলবার ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ১৯ রানে ৬ উইকেট নেওয়ার পর জসপ্রীত বুমরা বোলারদের আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছেন।
জাসপ্রীত বুমরা তিন ধাপ উপরে উঠে শীর্ষস্থান দখল করেছেন। এর আগে চার নম্বরে ছিলেন তিনি। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট এক নম্বরে ছিলেন। সেখান থেকে ২ নেমে গিয়েছেন তিনি। পাকিস্তানের ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি ৩ নম্বরে নেমে এসেছেন।
আরও পড়ুন: ঐতিহাসিক ম্যাচে গোল করা সেই স্বপনকে সম্মান ইস্টবেঙ্গলের, পুরস্কার গৌতমকেও
এদিকে, সূর্যকুমার যাদব, যিনি রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে দারুণ খেলেছিলেন। ১১৭ রান করেন তিনি। ভারত সেই ম্যাচ হারলেও টি-টোয়েন্টি ব্যাটারদেরমধ্যে আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা ১০-এ ঢুকে গিয়েছেন সূর্যকুমার। তিনি ৪৪ ধাপ লাফিয়ে র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠে এসেছেন।
আরও পড়ুন: বাটলারদের হারিয়েই বাজিমাত, ICC ওয়ান ডে র্যাঙ্কিংয়ে ৩ উঠে এল ভারত
ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে পুনঃনির্ধারিত পঞ্চম টেস্ট ম্যাচ হেরেছে কিন্তু সংক্ষিপ্ত ফর্ম্যাটে দুর্দান্ত ফর্মে রয়েছে। টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে।
আরও পড়ুন: 'প্রথম বলেই বুঝেছিলাম...' ইংল্যান্ডের বিরুদ্ধে সাফল্যের রহস্য ফাঁস বুমরার
ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটের জয়ের পর ICC ওডিআই র্যাঙ্কিংয়ে ভারতও ৩ নম্বরে উঠে এসেছে৷ প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ১১০ রানেই সব উইকেট হারিয়ে ফেলে। জবাবে ব্যাট করতে নেমে একটাও উইকেট না হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান জুটি। রোহিত শর্মা (৭৬*) এবং শিখর ধাওয়ান (৩১*) অপরাজিত ১১৪ রানের ওপেনিং জুটি গড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ভারতকে ১-০ ব্যবধানে এগিয়ে দেয়। রোহিত এবং শিখর রেকর্ড বইয়ে তাঁদের নাম লিখিয়েছেন কারণ তারা ওডিআই ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ওপেনিং জুটি হিসেবে ৫০০০-এর বেশি রান করার রেকর্ড গড়েছেন। সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর দ্বিতীয় ভারতীয় ওপেনিং জুটিও হয়ে উঠেছেন। যারা ওয়ানডেতে ৫০০০ রান পেরিয়ে গিয়েছেন। সচিন এবং সৌরভ, ১৯৯৬-২০০৭ সাল অবধি একসঙ্গে ওপেন করতে নামতেন। জুটিতে তাঁদের করা রান ৬৬০৯।