আবারও বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার দায়িত্বে এলেন কোনও ভারতীয়। আইসিসি-র (ICC) চেয়ারম্যান পদে যোগ দিলেন জয় শাহ (Jay Shah)। ডিসেম্বরের প্রথম দিনেই এই দায়িত্ব তুলে নিলেন তিনি। ২০২০ সাল থেকে আইসিসি-র এই পদে থাকা গ্রেগ বার্কলের জায়গায় দায়িত্ব নিলেন জয়। চেয়ারম্যান হিসেবে তাঁর লক্ষ্য নিয়েও মুখ খুলেছেন বিসিসিআই-এর (BCCI) প্রাক্তন কর্তা।
অলিম্পিকে ক্রিকেট নিয়ে পরিকল্পনা
২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স গেমস ও মেয়েদের ক্রিকেটের দিকে জোর দেওয়ার কথা বলেছেন তিনি। জয় বলেন, 'আমি আইসিসির চেয়ারম্যান হিসেবে বসতে পেরে গর্বিত এবং আইসিসির কর্তাদের কাছে কৃতজ্ঞ আমার উপর ভরসা রাখার জন্য। এটা ক্রিকেটের জন্য দারুণ সময় কারণ আমরা ২০২৮ সালে অলিম্পিক্সের জন্য তৈরি হচ্ছি। এরফলে বিশ্বের আরও বেশি করে সমর্থক আমাদের সঙ্গে জুড়বেন।'
মহিলা ক্রিকেটের উন্নতির চেষ্টা
মহিলা ক্রিকেট নিয়ে বিসিসিআইয়ের সচিব থাকার সময় জয় শাহ বারবার মেয়েদের ক্রিকেটের উন্নতি নিয়ে মুখ খুলেছেন। তাঁর মেয়াদের সময় মেয়েদের প্রিমিয়ার লিগ চালু করে বিসিসিআই। পাশাপাশি মহিলা ক্রিকেটারদের জন্য পুরুষদের সমান বেতনও চালু করেন তিনি। এবার আইসিসির মস্নদে বসেও জয় শাহ মহিলা ক্রিকেটে উন্নতির দিকে পাখির চোখ করেছেন। তিনি বলেন, 'মেয়েদের ক্রিকেটের উন্নতিতে আমাদের আরও গতি বাড়াতে হবে। বিশ্বমঞ্চে ক্রিকেটের কাছে সেই ক্ষমতা আছে। আইসিসি টিম ও সদস্য দেশগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।'
২০০৯ থেকে ক্রিকেট প্রশাসনে রয়েছেন জয়। গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে উত্থান তাঁর। আমেদাবাদে বিশ্বের অন্যতম বড় স্টেডিয়াম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। ২০১৯ সালে তিনি বিসিসিআই সচিব হিসেবে দায়িত্ব নেন। সবচেয়ে কম বয়সি সচিব হয়ে রেকর্ড গড়েন তিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট ও আইসিসির ফিনান্স ও কমার্শিয়ার অ্যাফেয়ার্স কমিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আর এবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে রাজ করবেন তিনি।