scorecardresearch
 

Jhulan Goswami Birth Day: মাত্র ২৩ বছর বয়সে এক টেস্টে ১০ উইকেট, ঝুলন মানে রেকর্ডের ঝুলি

Jhulan Goswami: ১৯৯৭ সালে মহিলা বিশ্বকাপে বল গার্ল হিসেবে কাজ করেছেন ঝুলন। সেই মেয়েই কেরিয়ার শেষ করেছেন ICC Women's Player of th Year হিসেবে। ২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ ঝুলনের।

ঝুলন গোস্বামী ঝুলন গোস্বামী

Jhulan Goswami Birthday: ভারতের ক্রিকেট ইতিহাসের দম্ভ, গৌরব যে নামগুলি, তাঁদের মধ্যে অন্যতম ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। ২০০২ সালে জানুয়ারিতে ডেবিউ করেছিলেন। বাকিটা এক রেকর্ড ভরা ইতিহাস। ভারতের মহিলা ক্রিকেটটে এক অন্যমাত্রা দিয়েছেন ঝুলন।  এহেন ঝুলনের আজ জন্মদিন। জন্মদিনে ফিরে দেখা যাক ঝুলন গোস্বামী (Jhulan Goswami Records) নামক প্রতিভার ভারতীয় ক্রীড়া জগতে কতটা অবদান। আজ ৪০ বছর বয়সে পা দিলেন ঝুলন।

১৯৯৭ সালে মহিলা বিশ্বকাপে বল গার্ল হিসেবে কাজ করেছেন ঝুলন। সেই মেয়েই কেরিয়ার শেষ করেছেন ICC Women's Player of th Year হিসেবে। ২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ ঝুলনের।

আরও পড়ুন: Jhulan Goswami: 'চাকদহ এক্সপ্রেস'-র ২০ বছরের সফর শেষ, অবসরে বাংলার ঝুলন

বর্তমানে মহিলাদের ক্রিকেটে একদিনের ম্যাচে সবচেয়ে বেশি উইকেটের মালকিন ঝুলন। একদিনের ম্যাচের কেরিয়ারে ঝুলনের মোট উইকেটের সংখ্যা ২৫৫। বিশ্বে কোনও মহিলা ক্রিকেটারের নেই। এমনকী ঝুলনই একমাত্র ক্রিকেটার যিনি, একদিনের ক্রিকেটে ২০০ টির বেশি উইকেটের অধিকারী।

ঝুলন গোস্বামী
ঝুলন গোস্বামী

ক্রিকেটের ৩ ফর্ম্যাটে ঝুলনের মোট উইকেট সংখ্যা ৩৫৫। বিশ্বের কোনও মহিলা ক্রিকেটারের এত উইকেট নেই। 

আরও পড়ুন: চাকদাহ এক্সপ্রেসের ৬০০! বাংলার ঝুলনের মুকুটে নতুন পালক

একটি টেস্টে একাই ১০ উইকেট নিয়েছিলেন ঝুলন। মাত্র ২৩ বছর বয়সে। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রেকর্ড। ২০০৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড গড়েন ঝুলন।

ঝুলন গোস্বামী
ঝুলন গোস্বামী

২০০৭ সালে ICC Women's Player of the Year হয়েছিলেন ঝুলন। তিন বছর পর তাঁকে অর্জুন পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। ২০১২ সালে ঝুলন গোস্বামী পদ্মশ্রী সম্মাব পান।

৩৯ বছর ৩০৩ দিন বয়সে ঝুলন আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে সবচেয়ে বেশিদিন জাতীয় দলের জার্সি পরিহিত প্রথম মহিলা।