scorecardresearch
 

Kapil Dev on Virat Kohli: 'ব্যর্থ হলে তো কথা শুনতেই হবে,' বিরাটের ফর্ম ইস্যুতে কপিল

কপিল বলেন, 'আমি বিরাট কোহলির  মতো ক্রিকেট খেলিনি। তুমি যদি রান না কর তাহলে মানুষ মনে করবে কোথাও কিছু ভুল হচ্ছে। মানুষ শুধু তোমার পারফরম্যান্সই দেখে আর সেটা ঠিক না থাকলে মানুষ একদম চুপ থাকবে না। সমালোচনা হবেই। তোমার ব্যাট এবং পারফরম্যান্সকে দিয়েই তার জবাব দিতে হবে।''

Advertisement
কপিল দেব ও বিরাট কোহলি কপিল দেব ও বিরাট কোহলি
হাইলাইটস
  • দীর্ঘদিন সেঞ্চুরি নেই বিরাটের ব্যাটে
  • ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন বিরাট

টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি খুব ভাল ফর্মে নেই। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি অনেকদিন আগে শেষবার সেঞ্চুরি করেছিলেন। আইপিএল 2022-এও কোহলিকে রান পাচ্ছিলেন না। তিনবার প্রথম বলেই আউট হয়েছিলেন তিনি। 

এবার বিরাট কোহলির ফর্ম নিয়ে বিবৃতি দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক কপিল দেব। কপিল দেব বলেছেন যে বিরাট কোহলির মতো একজন খেলোয়াড়কে সেঞ্চুরি না পেতে দেখে তাঁর খারাপ লাগছে। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক স্বীকার করেছেন যে এটি ভারতীয় ক্রিকেট এবং তাঁর ভক্তদের জন্য় দারুণ উদ্বেগের বিষয়। শেষবার কোহলি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালের নভেম্বর মাসে।

পারফরম্যান্সই কথা বলে: কপিল

কপিল বলেন, 'আমি বিরাট কোহলির  মতো ক্রিকেট খেলিনি। তুমি যদি রান না কর তাহলে মানুষ মনে করবে কোথাও কিছু ভুল হচ্ছে। মানুষ শুধু তোমার পারফরম্যান্সই দেখে আর সেটা ঠিক না থাকলে মানুষ একদম চুপ থাকবে না। সমালোচনা হবেই। তোমার ব্যাট এবং পারফরম্যান্সকে দিয়েই তার জবাব দিতে হবে।''

বিরাট সেঞ্চুরি করতে না পারায় দুঃখিত: কপিল

কপিল আরও বলেন, ''বিরাট আমাদের কাছে নায়কের মতো। আমরা কখনই ভাবিনি যে আমরা এমন একজন খেলোয়াড়কে দেখতে পাব যাকে আমরা রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, সুনীল গাভাস্কার, বীরেন্দ্র শেবাগের সঙ্গে তুলনা করতে  পারি। কিন্তু বিরাটরা এসে আমাদের সেই তুলনা করতে বাধ্য করল। এখন যেহেতু গত দুই বছর ধরে সে সেঞ্চুরি করতে পারছে না। তাই তাঁর ব্যর্থতা আমাদের সবাইকে বিরক্ত করছে।''

আরও পড়ুন: 'শাস্ত্রীর জন্যই আজ বিরাটের ফর্ম খারাপ,' মন্তব্য পাক ক্যাপ্টেনের

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর, আবেগঘন পোস্টে কী লিখলেন রোহিত?

টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম পেয়েছেন

Advertisement

আইপিএল 2022 শেষ হওয়ার পরে, কোহলিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম টি-টোয়েন্টি সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছিল। পাঁচ ম্যাচের সেই সিরিজ ২-২ সমতায় শেষ হয়। আগামী মাসে এজবাস্টনে শুরু হতে যাওয়া পঞ্চম টেস্টের বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কোহলি। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া লেস্টারশায়ারের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচেও কোহলির দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

Advertisement