Kasturi Chhetri: 'ওরা আমাকে...' মোহনবাগান ফ্যানদের বিরুদ্ধে বিস্ফোরক ক্যাপ্টেনের স্ত্রী

মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) দল এবারেও দারুণ শক্তিশালি। তবে শুরুটা খুব ভাল হয়েছে তেমনটা বলা যাবে না। ডুরান্ড কাপের (Durand Cup) ফাইনালে হারের পর, আইএসএল-এর (ISL) প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে (AFC Champions League 2) রাভশানের (Ravshan Kulob) বিরুদ্ধেও ড্র করে মোহনবাগান। এর জেরে সমালোচনার মুখে পড়তে হয়েছে কোচ হয়েছে হোসে মোলিনা (Hose Molina)। তবে ছাড় পাননি মোহনবাগান ক্যাপ্টেন শুভাশিস বসুও (Subhasish Bose) । এবার তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তাঁর স্ত্রী কস্তুরি ছেত্রী (Kasturi Chhetri)। ম্যাচ শেষে ফ্যানদের আচরন নিয়ে প্রশ্ন তুললেন মোহনবাগান ক্যাপ্টেনের স্ত্রী।   

Advertisement
'ওরা আমাকে...' মোহনবাগান ফ্যানদের বিরুদ্ধে বিস্ফোরক ক্যাপ্টেনের স্ত্রীmohun bagan

মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) দল এবারেও দারুণ শক্তিশালি। তবে শুরুটা খুব ভাল হয়েছে তেমনটা বলা যাবে না। ডুরান্ড কাপের (Durand Cup) ফাইনালে হারের পর, আইএসএল-এর (ISL) প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে (AFC Champions League 2) রাভশানের (Ravshan Kulob) বিরুদ্ধেও ড্র করে মোহনবাগান। এর জেরে সমালোচনার মুখে পড়তে হয়েছে কোচ হয়েছে হোসে মোলিনা (Hose Molina)। তবে ছাড় পাননি মোহনবাগান ক্যাপ্টেন শুভাশিস বসুও (Subhasish Bose) । এবার তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তাঁর স্ত্রী কস্তুরি ছেত্রী (Kasturi Chhetri)। ম্যাচ শেষে ফ্যানদের আচরন নিয়ে প্রশ্ন তুললেন মোহনবাগান ক্যাপ্টেনের স্ত্রী।   

ম্যাচ শেষে বেরিয়ে যাওয়ার সময় কস্তুরি বলেন, 'ভাল খারাপ তো সবার ক্ষেত্রেই থাকে। এত ম্যাচ একের পর এক খেলতে হচ্ছে। আর একজনের উপর তো নয়, গোটা দলের উপর ফলাফল নির্ভর করে। দল খারাপ খেললে ওকেই বারবার টার্গেট করা হয়। এটা আমি অনেকদিন ধরেই দেখছি। অর ভাল খেলা দেখে না ফ্যানরা। ফলাফল কিছু খারাপ হলে, ওকেই টার্গেট করে। সোশ্যাল মিডিয়ায় কমেন্টেও ওরা আমাকেও এমন করে। ভাল তো ও সবসময়ই খেলে। দর্শক হিসেবে ওরা শুধু খারাপটাই বলে।' 

লেডি লাক কি কাজ করছে? মোহনবাগানের ক্ষেত্রে? প্রশ্নের উত্তরে কস্তুরি বলেন, 'সেরকম কিছু নয়, বেস্ট দল। ওরা ভাল করবে। ফিরে আসবে। শুরুটা প্রতিবারই এমন হয়, ওরা ফিরে আসবে। ভাল খেলবে। পরের ম্যাচগুলোতে ভাল রেজাল্ট হবে।' 

শুভাশিস কীভাবে এই সমালোচনা নিয়ে কী নেন? 'ও খুবই পজিটিভ ভাবে নেয়। ও বাড়িতেও এ সব ব্যাপারে কিছু বলে না। নেগেটিভ ব্যাপারে ও পাত্তা দেয় না। নিজের খেলার উন্নতি করতে চায়। আমি সোশ্যাল মিডিয়ায় একটু বেশি অ্যাক্টিভ থাকি বলে আমার নজরে আসে। কিন্তু শুভাশিস এসব পাত্তা দেয় না।'      

Advertisement

POST A COMMENT
Advertisement