scorecardresearch
 

Kavya Maran IPL Auction 2023: IPL-র নিলামে কাব্য মারানের 'দিদিগিরি', তা-ও ট্রোলড কেন?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৩ মরশুমের মিনি-নিলাম কোচিতে হল। যেখানে সানরাইজার্স হায়দরাবাদ (SRH) দলের সিইও কাব্য মারান আবারও লাইম লাইট কেড়ে নিলেন। আইপিএল চলাকালীন প্রতিবারই সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে ওঠেন কাব্য। এবারও ঠিক তেমনটাই হল। 

Advertisement
কাব্য মারান কাব্য মারান
হাইলাইটস
  • একের পর এক প্লেয়ার কিনেছে SRH
  • ট্রোলড হচ্ছেন কাব্য

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৩ মরশুমের মিনি-নিলাম কোচিতে হল। যেখানে সানরাইজার্স হায়দরাবাদ (SRH) দলের সিইও কাব্য মারান আবারও লাইম লাইট কেড়ে নিলেন। আইপিএল চলাকালীন প্রতিবারই সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে ওঠেন কাব্য। এবারও ঠিক তেমনটাই হল। 

কিন্তু এবার কাব্যকে প্রচণ্ড ট্রোলের স্বীকার হতে হয়েছে। ইংল্যান্ডের তরুণ ও আক্রমণাত্মক ব্যাটসম্যান হ্যারি ব্রুককে ১৩.২৫ কোটি টাকায় কিনেছে সানরাইজার্স দল। মায়াঙ্ক আগরওয়ালের জন্য ৮.২৫ কোটি টাকা বিড করে তারা। এখানেই থেমে থাকেননি কাব্য ও তাঁর সহকারীরা। তিনি দক্ষিণ আফ্রিকার উইকেট-রক্ষক ব্যাটসম্যান হেনরি ক্লাসেনকে ৫.২৫ কোটি টাকায় এবং বিভ্রান্ত শর্মাকে ২.৬০ কোটি টাকায় কিনে নেন। কাব্য মারান এবং তাঁর ফ্র্যাঞ্চাইজি প্রথম থেকেই মিনি নিলামে আধিপত্য বিস্তার করেছিল। নিজের ইচ্ছামতো টাকা খরচ করে ক্রিকেটারদের কিনেছেন কাব্যরা। এর পর ট্যুইটারে কাব্যকে ট্রোল করতে শুরু করেন ব্যবহারকারীরা।

আরও পড়ুন: মাত্র ৯০ লক্ষ টাকায় চেন্নাইয়ের থেকে বিধ্বংসী ব্যাটারকে ছিনিয়ে নিল KKR

এভাবেই মন্তব্য করেছেন ব্যবহারকারীরা

এ বিষয়ে মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন, 'শুরুতে দুই খেলোয়াড় কিনতে কাব্য ২২ কোটি টাকা খরচ করেছে।' এই দুই খেলোয়াড়ই হ্যারি ব্রুক এবং মায়াঙ্ক আগরওয়াল। ফিল্মের ছবি শেয়ার করে আরেক ব্যবহারকারী লিখেছেন, 'কাব্য বলতে চায়, দামি কিছু না পাওয়া  গেলে দামি ক্রিকেটার করে সস্তা কিনব।'

আরেক ব্যবহারকারী লিখেছেন, 'কাব্য এখানে কেনাকাটা করছেন (নিলাম)।' এ ছাড়াও, কাব্য মারানের একটি ভিডিওও ভাইরাল হচ্ছে,  যাতে হ্যারি ব্রুককে কেনার পরে কাব্যের প্রতিক্রিয়া দেখা যায়। কাব্যকে সেই ভিডিওতে বেশ খুশি বলে মনে হচ্ছিল।

আরও পড়ুন: নিলামে ওপার বাংলার দুই ক্রিকেটার এপারে, কাদের নিল KKR?

কাব্য মারান কে?

কাব্য মারান বিখ্যাত শিল্পপতি কালানিথি মারানের মেয়ে। কালানিধি সান গ্রুপের প্রতিষ্ঠাতা। কালনিথি বিভিন্ন টেলিভিশন চ্যানেল, এফএম রেডিও স্টেশন, ডিটিএইচ পরিষেবা, সংবাদপত্র এবং একটি ফিল্ম প্রোডাকশন হাউসের মালিক।

কাব্য মারানও যথেষ্ট শিক্ষিত। তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অধিনে লিওনার্ড এন স্টার্ন স্কুল অফ বিজনেস থেকে এমবিএ করেছেন। এর আগে, কাব্য চেন্নাইয়ের স্টেলা মারিস কলেজ থেকে বি.কম ডিগ্রি অর্জন করেছিলেন। 
 

TAGS:
Advertisement