scorecardresearch
 

IPL 2022: পিটারসন পেলেন IPL-আমন্ত্রণ, মজার জবাব Viral

পিটারসেনের বিধ্বংসী ইনিংস দেখে শ্রীবৎসের প্রশ্ন ছিল, 'বন্ধু, আইপিএল-এ চলে এস।' উত্তরে ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার বলেন, ''আমার যা দাম উঠবে তা কোনও দলই দিতে পারবে না। তারপরেও যদি খেলি দেখা যাবে হয়ত, সবচেয়ে বেশি রান করে ফেললাম। সেটা আবার এখনকার ক্রিকেটারদের কাছে লজ্জার হবে।''

Advertisement
কেভিন পিটারসেন কেভিন পিটারসেন
হাইলাইটস
  • এখনও দাপট দেখাচ্ছেন পিটারসেন
  • আইপিএল-এ আসার আমন্ত্রণ ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটারকে

৭টা চার, ৯টা ছয়, ৩৮ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস। বয়স মাত্র ৪১। নাম কেভিন পিটারসেন (Kevin Pietersen)। ওমানের মাঠে লেজেন্ডস লিগে (Legends League Cricket) এ ভাবেই ধ্বংসাত্মক মেজাজে দেখা গেল ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটারকে। বর্তমানে ধারভাষ্য দিলেও এই ইনিংস দেখার পর অনেকেরই মনে হয়েছে আইপিএল-এর মঞ্চে ফেরা উচিত পিটারসেনের। মার্চের শেষ দিকে শুরু হতে পারে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2022)। সামনেই আবার মেগা নিলাম। ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হবে এই মেগা নিলাম। যদিও নথিভুক্ত ক্রিকেটারদের নাম ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। তবুও মজার ছলে অনেকেই পিটারসেনের মত জানতে চেয়েছেন। যাদের মধ্যে আবার রয়েছেন বাংলার উইকেটকিপার ব্যাটার শ্রীবৎস গোস্বামীও। মজাদার উত্তরও দিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তী এই ব্যাটার।

কী উত্তর দিলেন পিটারসেন?

পিটারসেনের বিধ্বংসী ইনিংস দেখে শ্রীবৎসের প্রশ্ন ছিল, 'বন্ধু, আইপিএল-এ চলে এস।' উত্তরে ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার বলেন, ''আমার যা দাম উঠবে তা কোনও দলই দিতে পারবে না। তারপরেও যদি খেলি দেখা যাবে হয়ত, সবচেয়ে বেশি রান করে ফেললাম। সেটা আবার এখনকার ক্রিকেটারদের কাছে লজ্জার হবে।'' 

লেজেন্ডস লিগে দাপট পিটারসেনের

বুধবার এশিয়া লায়ন্সের মুখোমুখি হয় ওয়ার্ল্ড জায়েন্টস। ওয়ার্ল্ড জায়েন্টসের হয়ে খেলছিলেন পিটারসেন। প্রথমে ব্যাট করে ১৪৯ রানেই শেষ হয়ে যায় মিসবা উল হকদের ইনিংস। এরপরেই শুরু হয় পিটারসেন ঝড়। তাঁর দপটেই মাত্র ১৩ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ডারেন সামির ওয়ার্ল্ড জায়েন্টস। এখানেই থেমে নেই পিটারসেনের কীর্তি। সনৎ জয়সূর্যর ওভারে ৩০ রান নিয়েছেন পিটারসেন। তাঁর স্ট্রাইক রেট ২২৬.৩২।  

Advertisement

আরও পড়ুন: 'ভগবানের বাজেট হয় না,' শার্দূলকে নিয়ে মজা সতীর্থদের, Video

ট্রফি জেতার সুযোগ পিটারসেনদের সামনে

শনিবার এশিয়া লায়ন্সের বিরুদ্ধে ফাইনালে ফের মুখোমুখি হবে ওয়ার্ল্ড জায়েন্টস। বৃহস্পতিবার ভারতীয় মহারাজা দলের বিরুদ্ধে পাঁচ রানে জয়ী হয় ওয়ার্ল্ড জায়েন্টস। সেই ম্যাচে দারুণ বল করেন ব্রেট লি। সবমিলিয়ে বলা যায়, দারুণ ছন্দে রয়েছেন ওয়ার্ল্ড জায়েন্টসের ক্রিকেটাররা। 

Advertisement