মোহনবাগানের প্রতি এখনও আমার আবেগ রয়েছে, সাফ কথা কিবুর

কিবু (Kibu Vicuna) বললেন, "আমার হৃদয়ে এখনও মোহনবাগানের (Mohun Bagan) প্রতি যথেষ্ট আবেগ রয়েছে। ওখানকার ক্লাব কর্তারা আমার সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করেছেন। এখনও আমার সঙ্গে প্রত্যেকের ভালো সম্পর্ক বজায় আছে। তবে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters FC) দলে এসেও আমি যথেষ্ট খুশি। এখানকার মানুষও আমাকে যথেষ্ট ভালোভাবে গ্রহণ করেছেন। আশা করছি, আগামীকাল নিজের সেরাটা উজাড় করে দিতে পারব।"

Advertisement
মোহনবাগানের প্রতি এখনও আমার আবেগ রয়েছে, সাফ কথা কিবুরআই লিগ জয়ের পর মোহনবাগান ফুটবলারদের কাঁধে কিবু ভিকুনা, ছবি-টুইটার (@theafcdotcom)
হাইলাইটস
  • আগামীকাল থেকে আইএসএল শুরু হতে চলেছে
  • প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফসি'র বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান
  • আজও মোহনবাগানের জন্য আবেগ রয়েছে, জানালেন কিবু ভিকুনা

একটা সময় ছিল, যখন মোহনবাগান দলের হয়ে আই লিগ জয়ের স্বপ্ন দেখেছিলেন কোচ কিবু ভিকুনা। অবশেষে সেই স্বপ্ন পূরণও হয়েছে। দ্বিতীয়বার আই লিগ জয় করেছে মোহনবাগান। তারপর নদীর জল অন্য খাতে বইতে শুরু করেছে। আই লিগ ছেড়ে ISL-এর পথে পা বাড়িয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। হাত ধরেছে অ্যাটলেটিকো ডি'কলকাতার। নামের পাশাপাশি বদল হয়েছে দলের কোচও। ATK মোহনবাগান দলের নতুন কোচ হয়েছেন আন্তোনিও লোপেজ হাবাস। 

এদিকে কিবুর জীবনও থেমে থাকেনি। আসন্ন ISL-এ কেরালা ব্লাস্টার্স এফসি'কে কোচিং করাচ্ছেন তিনি। আগামীকাল এই দুটো দলই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে একে অপরের বিরুদ্ধে নামতে চলেছে। এরথেকে বড় ট্র্যাজিক পোয়েটিক জাস্টিস আর কীই বা হতে পারে! তবে ম্যাচের একদিন আগেও কেরালা ব্লাস্টার্স এফসি দলের কোচ জানালেন, তাঁর হৃদয়ে আজও মোহনবাগানের আবেগ নদীর মতো বয়ে চলেছে। 

আজ অনুশীলনের পর কিবু বললেন, "আমার হৃদয়ে এখনও মোহনবাগানের প্রতি যথেষ্ট আবেগ রয়েছে। ওখানকার ক্লাব কর্তারা আমার সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করেছেন। এখনও আমার সঙ্গে প্রত্যেকের ভালো সম্পর্ক বজায় আছে। তবে কেরালা ব্লাস্টার্স দলে এসেও আমি যথেষ্ট খুশি। এখানকার মানুষও আমাকে যথেষ্ট ভালোভাবে গ্রহণ করেছেন। আশা করছি, আগামীকাল নিজের সেরাটা উজাড় করে দিতে পারব।"

মোহনবাগানকে 'ভারতসেরা' করার পর আপাতত কেরালা ব্লাস্টার্সকে জেতানোই মূল লক্ষ্য কিবুর। আগামীকাল ATK মোহনবাগানের বিরুদ্ধে জয়লাভই আপাতত প্রাথমিক লক্ষ্য তাঁর দলের। করোনা ভাইরাসের কারণে প্রত্যেকটা দলের অনুশীলনেই বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দলের প্রাক মরশুম অনুশীলন নিয়ে একেবারেই যে অখুশি সেটাও জানাতে ভুললেন না কিবু।

বললেন, "একথা সত্যি যে প্রাক মরশুমটা খুবই সংক্ষিপ্ত সময়ের ছিল। একটা নতুন দলকে আরও বেশি করে অনুশীলন করানোর দরকার ছিল। দলে এমনও ফুটবলার রয়েছেন, যাঁদের মাত্র তিনদিন আগেই কোয়ারান্টাইন পর্ব শেষ হয়েছে। প্রত্যেকটা দলেরই নিজস্ব কিছু সমস্যা রয়েছে। একথা আমি মানি। সেসব নিয়ে আমি কোনও অভিযোগ করছি না। লিগটা যে শুরু করতে পারছি এতেই আমরা খুশি।"

Advertisement

সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, "ভিসার সমস্যা থাকার কারণে বিদেশি ফুটবলাররা অনেকটাই দেরিতে দলে যোগ দিয়েছে। ওদের আরও বেশি করে সময় দেওয়া দরকার। পরের মাস থেকে আমরা যথেষ্ট ভালো খেলতে পারব, একথা আমি মনেপ্রাণে বিশ্বাস করি।"

সবশেষে তিনি জানালেন, "আই লিগের থেকে ISL-এর লড়াইটা একেবারে আলাদা। এখানে জেতার জন্য আমাদের প্রত্যেকটা ম্যাচই ভালো খেলতে হবে। গত মরশুমেও লড়াইটা বেশ কঠিন হয়েছিল। এবছরও বেশিরভাগ দলই এক রয়েছে, কোচও সেই অর্থে বদলায়নি। ফলে প্রতিটা ম্যাচই খুব কঠিন হতে চলেছে। আমরাও সেই কথাটা মাথায় রেখে অনুশীলন করেছি। যথেষ্ট আত্মবিশ্বাসী যে আগামীকালের ম্যাচটা জিততে পারব।"

POST A COMMENT
Advertisement