scorecardresearch
 

India vs Australia 1st ODI: 'রান করার কথা ভুলেই গিয়েছিলাম...' ফর্মে ফিরে মুখ খুললেন রাহুল

লাগাতার খারাপ পারফরম্যান্স। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টে রান না পাওয়ায় পর, শেষ দুটি টেস্ট থেকে বাদ পড়েছিলেন কে এল রাহুল (KL Rahul)। খারাপ পারফরম্যান্সের জন‍্য সহ-অধিনায়কত্বের পদও হারাতে হয়েছিল তাঁকে। কিন্তু মুম্বইয়ে একদিনের ক্রিকেটে ফের চেনা ছন্দে রাহুল। শুক্রবার ব‍্যাট হাতে দাপট দেখান তিনি। অজিদের বিরুদ্ধে ৭৫ রানে অপরাজিত ছিলেন তিনি। আর এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত রাহুল নিজে।

Advertisement
কেএল রাহুল (ট্যুইটার) কেএল রাহুল (ট্যুইটার)
হাইলাইটস
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৫ রানের ইনিংস খেলেন রাহুল
  • জাদেজার সঙ্গে ভালো পার্টনারশিপ গড়েন রাহুল

লাগাতার খারাপ পারফরম্যান্স। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টে রান না পাওয়ায় পর, শেষ দুটি টেস্ট থেকে বাদ পড়েছিলেন কে এল রাহুল (KL Rahul)। খারাপ পারফরম্যান্সের জন‍্য সহ-অধিনায়কত্বের পদও হারাতে হয়েছিল তাঁকে। কিন্তু মুম্বইয়ে একদিনের ক্রিকেটে ফের চেনা ছন্দে রাহুল। শুক্রবার ব‍্যাট হাতে দাপট দেখান তিনি। অজিদের বিরুদ্ধে ৭৫ রানে অপরাজিত ছিলেন তিনি। আর এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত রাহুল নিজে।

তাঁর আর রবীন্দ্র জাদেজার ইনিংসে ভর করেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ৫ উইকেটে জয় পায়। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৮৮ রানেই শেষ হয়ে যায় অজিদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে সমস্যায় পড়তে হয় ভারতীয় দলকেও। একের পর এক উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় তারা।  

আরও পড়ুন: ODI ক্রিকেটের ভবিষ্যৎ শঙ্কায়, বাঁচাতে কী দাওয়াই দিলেন সচিন?

ম‍্যাচ শেষে ভারতের উইকেটরক্ষক ব‍্যাটার বলেন," শুরুতেই তিনটে উইকেট পড়ে যেতে দেখলাম। সেই সময় স্টার্ক বল দারুণ সুইং করাচ্ছিল। বল ভেতরে ঢুকে আসছিল। এই পরিস্থিতিতে স্টার্ক ভয়ঙ্কর। তাই সাধারণ ক্রিকেটীয় শটের উপরেই ভরসা রেখেছিলাম। রান করার কথা ভুলেই গিয়েছিলাম। কয়েকটা বাউন্ডারি মারার পর স্নায়ু নিয়ন্ত্রণে আসে। শুভমন, হার্দিক এবং জাদেজার সঙ্গে ব্যাট করেছি। প্রত্যেকের সঙ্গেই একটা আলোচনা করেছি, পিচ ঠিকই আছে। দলের হয়ে ভালো পারফরম্যান্স করতে পারলে ভালো লাগে।" 

আরও পড়ুন: মোক্ষম সময়ে জ্বলে উঠলেন কেএল রাহুল, অজিদের হারাল টিম ইন্ডিয়া

একের পর এক উইকেট যখন পরতে শুরু করে, তখন রাহুলকে সঙ্গত দেন জাদেজা। ৪৫ রানে অপরাজিত জাদেজা। তাই তো ম‍্যাচ শেষে জাদেজার প্রশংসায় রাহুল। রাহুর বলেন," জাদেজার সঙ্গে ব্যাট করে বেশ মজা লেগেছে। যে মুহূর্তে একজন বাঁ হাতি ব্যাটার এল, আমি কয়েকটা আলগা বল পেয়ে গেলাম এবং সেগুলোকে কাজে লাগালাম। বাঁ হাতি ব্যাটার আসাতেই কাজটা সহজ হয়ে গেল। জাড্ডু দারুণ ব্যাট করেছে। ওর রান নেওয়ার ক্ষমতাও খুব দ্রুত। দারুণ ছন্দে রয়েছে এবং ম্যাচে এধরনের পরিস্থিতিতে কী করতে হবে, সেটা ও ভালই জানে। ফলে ওর সঙ্গে ব্যাটিং খুবই উপভোগ করেছি।"

Advertisement

Advertisement