KL Rahul: ইংল্যান্ড সফরেও দলের বাইরে রাহুল, চিকিত্‍সার জন্য যাচ্ছেন জার্মানি

বৃহস্পতিবার সকালে যখন ভারতীয় দলের কিছু সদস্য মুম্বই থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে টেস্ট ম্যাচের জন্য রওনা হয়েছে। সেই দলে স্বাভাবিক ভাবেই ছিলেন না কেএল রাহুল। এছাড়াও অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma) ইংল্যান্ডে পৌঁছানো এই ক্রিকেটারদের সঙ্গে ছিলেন না। ঋষভ পন্ত, শ্রেয়াস আইয়ার এবং অন্যান্যদের সঙ্গে রোহিত শর্মা ২০ তারিখে ইংল্যান্ডে যাবেন বলে আশা করা হচ্ছে। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলছে ঋষভ পন্তের ভারত।  

Advertisement
ইংল্যান্ড সফরেও দলের বাইরে রাহুল, চিকিত্‍সার জন্য যাচ্ছেন জার্মানিকেএল রাহুল ছবি-পিটিআই
হাইলাইটস
  • ইংল্যান্ড সফরে দলে নেই রাহুল
  • চোটের জন্য ছিটকে গেলেন তিনি

ইংল্যান্ড সফর শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। চোটের কারণে পুরো সফর থেকে বাদ পড়তে পারেন তারকা ব্যাটসম্যান কেএল রাহুল (KL Rahul)। রাহুল চোটের চিকিৎসার জন্য জার্মানিতে যাবেন। ইংল্যান্ড সফরে ভারতকে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে। 

রোহিত শর্মাও ইংল্যান্ডে যাননি

বৃহস্পতিবার সকালে যখন ভারতীয় দলের কিছু সদস্য মুম্বই থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে টেস্ট ম্যাচের জন্য রওনা হয়েছে। সেই দলে স্বাভাবিক ভাবেই ছিলেন না কেএল রাহুল। এছাড়াও অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma) ইংল্যান্ডে পৌঁছানো এই ক্রিকেটারদের সঙ্গে ছিলেন না। ঋষভ পন্ত, শ্রেয়াস আইয়ার এবং অন্যান্যদের সঙ্গে রোহিত শর্মা ২০ তারিখে ইংল্যান্ডে যাবেন বলে আশা করা হচ্ছে। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলছে ঋষভ পন্তের ভারত।  

বুধবার সন্ধ্যায় আয়ারল্যান্ড সফরের জন্য ঘোষিত টি-টোয়েন্টি দলও রওনা হবে ২০ জুন। রোহিত সবেমাত্র তাঁর পরিবারের সঙ্গে ছুটি থেকে ফিরে এসেছেন। সোমবার রাতে বেঙ্গালুরু থেকে ইংল্যান্ডে যেতে পারেন তিনি।

সফরের সাতটি ম্যাচ থেকেই বাদ পড়েছেন রাহুল
প্রতিবেদনে বলা হয়েছে, টিম ম্যানেজমেন্ট থেকে রাহুলের বদলি হিসেবে কোনও ক্রিকেটারকে চাওয়া হয়নি। রাহুলের বদলি চাওয়া হলে মায়াঙ্ক আগরওয়ালকে দলে রাখা যেত। এখন নির্বাচকদের সফরের জন্য সহ-অধিনায়ক ঘোষণা করতে হবে, কারণ রাহুল সাতটি ম্যাচ থেকেই বাদ পড়েছেন। এজবাস্টন টেস্টের পর ভারতকে ৭-১৭ জুলাই পর্যন্ত ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে। 

রাহুল শেষ ম্যাচ খেলেছেন ফেব্রুয়ারিতে

৩০ বছর বয়সী কেএল রাহুল ফেব্রুয়ারি থেকে কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। যদিও তিনি আইপিএল 2022-এ লখনউ সুপার জায়ান্টস (LSG) এর অধিনায়কত্ব করেছিলেন। কর্ণাটক ব্যাটসম্যান এ পর্যন্ত ৪৩টি টেস্ট, ৪২টি ওয়ানডে এবং ৫৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ভারতীয় দলের হয়ে খেলেছেন। বারবার চোট-আঘাত সমস্যা ভোগাচ্ছে ভারতের এই ওপেনিং ব্যাটারকে। 

Advertisement

POST A COMMENT
Advertisement