scorecardresearch
 

Kolkata Derby East Bengal vs Mohun Bagan: ডার্বিতে ফের মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল, কবে?

আবারও ডার্বিতে (Kolkata Derby) মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal) ও এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তবে ক্লেইটন সিলভা বা প্রীতম কোটালরা নয়, এই ম্যাচ খেলবে দুই ক্লাবের অনুর্দ্ধ-২১ দলের ফুটবলাররা। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে মুখোমুখি হবে দুই বড় দল। আইএসএল (ISL)-এর পর ছোটদের ডার্বিতে মুখোমুখি হবে দুই দল। 

Advertisement
কলকাতা ডার্বি কলকাতা ডার্বি
হাইলাইটস
  • ২৩ মার্চ ডার্বিতে মুখোমুখি হবে দুই দল
  • মোহনবাগান দলে ফরদিন-কিয়ানরা

আবারও ডার্বিতে (Kolkata Derby) মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal) ও এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তবে ক্লেইটন সিলভা বা প্রীতম কোটালরা নয়, এই ম্যাচ খেলবে দুই ক্লাবের অনুর্দ্ধ-২১ দলের ফুটবলাররা। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে মুখোমুখি হবে দুই বড় দল। আইএসএল (ISL)-এর পর ছোটদের ডার্বিতে মুখোমুখি হবে দুই দল। ২৩ মার্চ হবে ডার্বি। 

পূর্বাঞ্চল থেকে সাতটি দল রয়েছে এক গ্রুপে। এটিকে মোহনবাগান, ইস্টবেঙ্গল, জামসেদপুর এফসি (Jamshedpur FC), ওড়িশা এফসি (Odisha FC) নিউ আলিপুর সুরুচি সংঘ ও ইউনাইটেড স্পোর্টস (United Sports)। শুরুতে ২৪ মার্চ ইস্টবেঙ্গল ও মোহনবাগানের (East Bengal vs Mohun Bagan) ডার্বি ম্যাচ হওয়ার কথা থাকলেও পরে পরিবর্তিত সূচী পাঠিয়েছেন আয়োজকরা। অন্যদিকে দুই মিনি ডার্বির দিনও জানিয়ে দেওয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। ১৪ মার্চ এটিকে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামবে মহামেডান। আর ইস্টবেঙ্গলের সঙ্গে মহামেডানের ম্যাচ ২৯ মার্চ।

আরও পড়ুন: সুপার কাপে ইস্টবেঙ্গল কোচ হয়তো স্টিফেন, তারপর কে?

মূলত অনুর্দ্ধ ২১ দলের টুর্নামেন্ট হলেও প্রতি দলেই পাঁচজন অনূর্ধ্ব ২৩ ফুটবলার থাকতে পারবেন। ফলে সবুজ-মেরুন দলে থাকছেন ফরদিন আলি মোল্লা, কিয়ান নাসিরি, সুমিত রাঠি, আর্শ আনোয়ারদের। ইস্টবেঙ্গলের হয়ে খেলবেন তুহিন দাস, অতুল উন্নিকৃষ্ণনরা। ইস্টবেঙ্গলের কোচিং-এর দায়িত্বে রয়েছেন বিনো জর্জ। এটিকে মোহনবাগানের দায়িত্বে সঞ্জয় সেন।   

আরও পড়ুন: হকি ডার্বিতেও ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান

গত আট ডার্বিতে লাগাতার হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। তবে সেটা বড়দের ডার্বি। ছোটরা কি পারবে লাল-হলুদের হারানো গৌরব ফিরিয়ে আনতে? যদিও ছোটদের ডার্বিতেও মোহনবাগান ধারে-ভারে অনেকটাই এগিয়ে। কিয়ান নাসিরি আইএসএল-এর ডার্বিতে গোল হ্যাটট্রিক করেছিলেন। অন্যদিকে স্টিফেন কনস্ট্যানটাইনের দলে তুহিন দাসরা দুই-একটা ম্যাচ খেললেও দাগ কাটতে পারেননি। 

Advertisement
দুই দলের সমর্থকরা
দুই দলের সমর্থকরা

সবুজ-মেরুনের ডাগ আউটে থাকবেন সঞ্জয় সেন। তাঁর কোচিং-এ মোহনবাগান এর আগে আই লিগ জিতেছে। এটিকে মোহনবাগানের সহকারী কোচের ভূমিকাও পালন করেছেন সাফল্যের সঙ্গে। অন্যদিকে বিনো জর্জ কেরলকে সন্তোষ ট্রফি এনে দিয়েছেন। সিনিয়র দলের হয়ে জুয়ান ফেরান্দো ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটাও ম্যাচ হারেননি। সঞ্জয় সেন কি পারবেন ছোটদের ডার্বি জিতে লাল-হলুদের কাটা ঘায়ে আরও বেশি করে নুনের ছিটে দিতে? 
 

Advertisement