scorecardresearch
 

Kolkata Derby Mohun Bagan vs East Bengal: রানার্স ইস্টবেঙ্গল পাচ্ছে ৪০ লক্ষ, কত টাকা ঘরে তুলছে চ্য়াম্পিয়ান মোহনবাগান?

ডুরান্ড কাপের (Durand Cup 2023) ফাইনালে ইস্টবেঙ্গলকে (East Bengal) হারিয়ে চ্যাম্পিয়ন হল মোহনবাগান (Mohun Bagan)। চ্যাম্পিয়ন হওয়ায় ৬০ লক্ষ টাকা পুরষ্কার পাবে মোহনবাগান সুপার জায়েণ্ট। গ্রুপ পর্বের ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে হেরে যেতে হয়েছিল মোহনবাগানকে। আর এবার বদলার ডার্বিতে জিতে হারানো সম্মান ফিরে পেল সবুজ-মেরুন।

Advertisement
মোহনবাগান দল মোহনবাগান দল

ডুরান্ড কাপের (Durand Cup 2023) ফাইনালে ইস্টবেঙ্গলকে (East Bengal) হারিয়ে চ্যাম্পিয়ন হল মোহনবাগান (Mohun Bagan)। চ্যাম্পিয়ন হওয়ায় ৬০ লক্ষ টাকা পুরষ্কার পাবে মোহনবাগান সুপার জায়েণ্ট। গ্রুপ পর্বের ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে হেরে যেতে হয়েছিল মোহনবাগানকে। আর এবার বদলার ডার্বিতে জিতে হারানো সম্মান ফিরে পেল সবুজ-মেরুন।
 

কত টাকা পাচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান?
চ্যাম্পিয়ন হওয়ায় ৬০ লক্ষ টাকা পাচ্ছে মোহনবাগান। আর রানার্স হওয়ায় ৪০ লক্ষ টাকা দেওয়া হচ্ছে ইস্টবেঙ্গলকে। ডুরান্ড কাপের ট্রফি জেতার নিরিখেও ইস্টবেঙ্গলকে টপকে গেল মোহনবাগান। ঐতিহাসিক এই ট্রফি ১৬বার জিতেছে ইস্টবেঙ্গল। আর ১৭ বার এই ট্রফি জিতে চিরপ্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে দিল মোহনবাগান। ফাইনালে ১০ জনে খেলেও জয় পায় সবুজ-মেরুন। সৌজন্যে দিমিত্রি পেত্রাতোসের অসাধারণ গোল। প্রথমার্ধে মাঠের মধ্যে উত্তেজনার জেরে তিন ফুটবলারকে কার্ড দেখালে রেফারি রাহুল কুমার গুপ্তা। কার্ড দেখলেন সোল ক্রেসপো, হুগো বুমোস, বোরহা হেরেরা। কিছুক্ষণের মধ্যে রেফারি কার্ড দিয়ে সতর্ক করেন অনিরুদ্ধ থাপাকেও। দ্বিতীয়ার্ধে সিভেরিওকে  ট্যাকেল করায় লাল কার্ড দেখেন অনিরুদ্ধ। আগেই হলুদ কার্ড দেখানো হয়েছিল মোহনবাগান ফুটবলারকে। 


লাল কার্ড দেখার পর আরও আক্রমণে লোক বাড়াতে শুরু করেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। একে একে নামিয়ে দেন কামিন্স, গ্লেন মার্টিন্সদের। এরপরেই গোল পেয়ে যায় মোহনবাগান। মাঝমাঠ থেকে অনেকটা উঠে এসে শট করেন পেত্রাতোস। সামনে চার ফুটবলার থাকলেও কেউই তাঁকে ট্যাকেল করতে এগিয়ে আসেননি। সউল ক্রেসপোও ট্যাকেল করেননি। গোল করে যান পেত্রাতোস। এরপর চেষ্টা করেও খেলায় ফিরতে পারেননি ইস্টবেঙ্গল ফুটবলাররা।

আরও পড়ুন


একের পর এক ফুটবলার পরিবর্তন করেও গোল করে সমতা ফেরাতে পারেনি লাল-হলুদ। গোলের জন্য ক্লেইটন সিলভাকেও নামিয়ে দিয়েছিলেন কার্লেস কুয়াদ্রাত। ১০ জনের মোহনবাগান আরও ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে। যদিও দারুণ গোলকিপিং করতে থাকেন বিশাল কাইত। তার জেরেই গোল শোধ করতে পারেনি লাল-হলুদ।  

Advertisement

   
 

Advertisement