scorecardresearch
 

KKR, IPL 2022: RCB-র হারে অ্যাডভান্টেজ কলকাতার, কোন অঙ্কে প্লে-অফের আশা?

আরসিবি শেষ ম্যাচ খেলবে প্লে অফে যোগ্যতা অর্জন করা গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। প্রথম বছর আইপিএল খেলতে নেমেই টেবিলের এক নম্বরে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল। তারা যদি বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিদের হারিয়ে দিতে পারে তবে সুবিধা পাবে কেকেআর। কলকাতা শনিবার খেলবে হায়দরাবাদের বিরুদ্ধে। এরপর তাদের গ্রুপে শেষ ম্যাচ লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্দে। এই দুই ম্যাচ জিতে চার পয়েন্ট তুলতেই হবে তাদের।          

Advertisement
কেকেআর দল কেকেআর দল
হাইলাইটস
  • শুক্রবার হেরে গিয়েছে আরসিবি
  • প্লে অফে যেতে গেলে জিততেই হবে KKR-কে

শনিবার আইপিএল-এর ১৩ তম ম্যাচ খেলতে নামছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রতিপক্ষ কেন উইলিয়ামসনের (Ken Williamson) সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে কেকেআর-কে।    

কেকেআর-এর প্লে অফের অঙ্ক 

আইপিএল-এ প্লে অফে যাওয়ার লড়াইয়ে বেশ চাপে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১২ ম্যাচে পাঁচটা জিতে ১০ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে তারা। শনিবার তাদের ম্যাচ রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। সাত নম্বরে থাকা কেন উইলিয়ামসনের দল ১১ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে। শুক্রবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জিতে গিয়েছে পঞ্জাব কিংস। ফলে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে মায়াঙ্ক আগারওয়ালের দল। চার নম্বরে থাকা আরসিবি-র পয়েন্ট ১৩ ম্যাচে ১৪। হাতে আরও একটা ম্যাচ। জিতলে সর্বোচ্চ ১৬ পয়েন্টে পৌঁছতে পারবে তারা। তবে শুক্রবার তাদের হারের ফলে কিছুটা সুবিধা হয়েছে কলকাতার। প্লে অফের দৌড়ে এখনও টিকে রয়েছে তারা। শ্রেয়াস আইয়ারদের হাতে রয়েছে আরও দুটি ম্যাচ। সেই দুই ম্যাচে জিততে পারলে ১৪ পয়েন্টে পৌঁছে যাবে তারা। তিন নম্বরে থাকা রাজস্থান রয়্যালসেরও পয়েন্ট ১২ ম্যাচে ১৪। বাকি দুটি ম্যাচ তারা খেলবে লখনউ সুপার জায়েন্টস ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। লখনউ দুই নম্বরে থেকে প্রায় প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। আর চেন্নাই সুপার কিংস এই মরশুমে ভাল ছন্দে না থাকলেও মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হিসেবে ফিরে আসার পর বেশ কয়েকটি ম্যাচে জিতেছে চারবারের চ্যাম্পিয়নরা। সঞ্জু স্যামসনদের বিরুদ্ধেও যদি সেই কাজটাই আবার ধোনিরা করে দেখাতে পারেন তবে লাভ হবে কেকেআর-এর। 

আরও পড়ুন: এ মরশুমে ব্যর্থ বিরাট কোহলি, তবুও গড়লেন এই রেকর্ড

Advertisement

আরও পড়ুন: দারিদ্রের সঙ্গে লড়ে উঠে আসা জাদেজার গ্যারেজে এখন AUDI, BMW

আরসিবি শেষ ম্যাচ খেলবে প্লে অফে যোগ্যতা অর্জন করা গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। প্রথম বছর আইপিএল খেলতে নেমেই টেবিলের এক নম্বরে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল। তারা যদি বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিদের হারিয়ে দিতে পারে তবে সুবিধা পাবে কেকেআর। কলকাতা শনিবার খেলবে হায়দরাবাদের বিরুদ্ধে। এরপর তাদের গ্রুপে শেষ ম্যাচ লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্দে। এই দুই ম্যাচ জিতে চার পয়েন্ট তুলতেই হবে তাদের।          

Advertisement