scorecardresearch
 

Virat Kohli, IPL 2022: এ মরশুমে ব্যর্থ বিরাট কোহলি, তবুও গড়লেন এই রেকর্ড

বিরাট কোহলি ছাড়াও আইপিএলে ৬ হাজারের বেশি রান করেছেন একমাত্র শিখর ধাওয়ান। ডেভিড ওয়ার্নার ৫৮৭৬ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন, যেখানে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা ৫৮২৯ রান নিয়ে চার নম্বরে রয়েছেন। ৫৫২৮ রান নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন প্রাক্তন CSK ক্রিকেটার সুরেশ রায়না।

Advertisement
বিরাট কোহলি বিরাট কোহলি
হাইলাইটস
  • ব্যর্থতার মধ্যেও রেকর্ড বিরাটের
  • প্রথম ব্যাটার হিসেবে ৬৫০০ রান বিরাটের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2022-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি এখনও পর্যন্ত বিশেষ কিছু করতে পারেননি।  শুক্রবার, পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে ম্যাচে মাত্র ২০ রান করে আউট হন বিরাট। রাহুল চাহারের হাতে কাগিসো রাবাদার হাতে ক্যাচ দেন বিরাট। 

তবে এই ছোট ইনিংসে বিরাট একটি বিশেষ রেকর্ড গড়ে ফেলেছেন। বিরাট এখন প্রথম ব্যাটসম্যান যিনি IPL ইতিহাসে সাড়ে ছয় হাজার (৬৫০০) রান করেছেন। আরসিবি-র ইনিংসের প্রথম ওভারেই হরপ্রীত ব্রারের বলে রান নিয়ে এই রেকর্ড গড়েন বিরাট।

দুই নম্বরে শিখর ধাওয়ান

বিরাট কোহলি ছাড়াও আইপিএলে ৬ হাজারের বেশি রান করেছেন একমাত্র শিখর ধাওয়ান। ডেভিড ওয়ার্নার ৫৮৭৬ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন, যেখানে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা ৫৮২৯ রান নিয়ে চার নম্বরে রয়েছেন। ৫৫২৮ রান নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন প্রাক্তন CSK ক্রিকেটার সুরেশ রায়না।

এ মরশুমে মাত্র ২৩৬ রান করেছেন বিরাট

আইপিএল 2022-এ, বিরাট কোহলি ১৩ ম্যাচে ১৯.৬৭ গড়ে ২৩৬ রান করেছেন।  স্ট্রাইক রেট ছিল ১১৩.৪৬ এবং সেরা স্কোর ছিল ৫৮ রান। আইপিএলের চলতি মরশুমে ২২টি চার ও পাঁচটি ছক্কা মেরেছেন কোহলি। আইপিএল 2022-এ এখনও পর্যন্ত তিনবার গোল্ডেন ডাকে আউট হয়েছেন বিরাট। চলতি মরশুমে কোহলির ব্যাটিং গড় (১৯.৬৭) আইপিএল 2008-এ অভিষেকের পর থেকে সবচেয়ে খারাপ। আইপিএল 2008-এ, বিরাট কোহলি ১৩ ম্যাচে মাত্র ১৫ গড়ে ১৬৫ রান করেছিলেন।

Advertisement

আরও পড়ুন: PBKS-এর বিরুদ্ধে ৫৪ রানে হেরে প্লে অফের অঙ্ক কঠিন করে ফেলল RCB

আরও পড়ুন: পঞ্জাবের বিরুদ্ধেও ব্যর্থ বিরাট, আউট মাত্র ২০ রানে

শুক্রবার বিরাটকে শর্ট অফ লেংথ ডেলিভারিতে আউট করেন রাবাদা। তখন দলের রান ৩৩। ২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে। বিরাটের উইকেট প্রথমেই হারায় ব্যাঙ্গালোর। লেগের দিকে সরে গিয়ে জায়গা তৈরি করার চেষ্টা করেন বিরাট। রান রেট বাড়ানোর তাড়নায় বিরাট কী করতে পারেন তা আগে থেকেই  বুঝে গিয়েছিলেন রাবাদা। লেগ সাইডে শর্ট বল দেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। বলটা ফলো করলেও শেষদিকে ব্যাটটা চালিয়েই দেন কোহলি। গ্লাভসে লাগে বল ফলে খুব বেশী দূর যায়নি সেই বল। রাহুল চাহার ক্যাচ মিস করেননি। 

 

Advertisement