scorecardresearch
 

India vs South Africa 1st ODI: কুলদীপের বলে বোল্ড মার্করাম, ফিরল বিশ্বকাপের স্মৃতি VIDEO VIRAL

মার্করামের আউট হওয়ার সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চার নম্বরে ব্যাট করতে নেমে ১৬তম ওভারের শেষ বলে আউট হন মার্করাম।

Advertisement
কুলদীপের বলে বোল্ড মার্করাম কুলদীপের বলে বোল্ড মার্করাম
হাইলাইটস
  • গুগলি বুঝতেই পারলেন না মার্করাম
  • বাবরের আউট হওয়ার স্মৃতি ফিরল আবার

কুলদীপ যাদবের (Kuldeep Yadav) ম্যাজিকাল ডেলিভারি ফের চর্চায়। বৃহস্পতিবার লখনউতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দারুণ ডেলিভারিতে এইডেন মার্করামকে আউট করেন ভারতের চায়নাম্যান বোলার। ৪০ ওভারের ম্যাচে নির্দিষ্ট কোটার আট ওভার বল করেন কুলদীপ। মাত্র ৩৯ রান দিয়ে একটি উইকেট তুলে নেন তিনি। 

মার্করামের আউট হওয়ার সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চার নম্বরে ব্যাট করতে নেমে ১৬তম ওভারের শেষ বলে আউট হন মার্করাম। পাঁচ বল খেললেও খাতা খোলার আগেই ফিরতে হয় তাঁকে। অফ স্টাম্পের বাইরের বল ডিফেন্স করতে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। তবে বল ব্যাট আর প্যাডের মাঝখান দিয়ে গিয়ে সোজা উইকেটে লাগে।  

আরও পড়ুন: ক্যাচ ফেললেন বিষ্ণোই-সিরাজরা, তাক লাগালেন বল-বয়, VIDEO VIRAL

২০১৯ সালের বিশ্বকাপেও ঠিক একই রকম বল করেছিলেন কুলদীপ। ভারত-পাকিস্তান ম্যাচে এই বলেই আউট করেছিলেন পাক অধিনায়ক বাবর আজমকে। আবারও সেই স্মৃতি ফিরে এল লখনউতে। সেবারও অফ স্টাম্পের কিছুটা বাইরে বল ফেলেন কুলদীপ। সেই বল ঢুকে যায় উইকেটে। ডিফেন্স করতে গিয়েও ব্যর্থ হন পাকিস্তানের অধিনায়ক বাবর।  

নয় রানে ম্যাচ হারল ভারত

টসে জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। ৪০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২৪০ রান তুলে নেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ৭১ রানে তিন উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে দলের হাল ধরেন ডেভিড মিলার ও হেনরিখ ক্লাসেন। ৫০ বল খেলে হাফ সেঞ্চুরি করে ফেলেন ডেভিড মিলার। ৫২ বলে ৫০ রান করেন হেনরিখ ক্লাসেন। ৩৬ তম ওভারে ২০০ পেরিয়ে যায় দক্ষিণ আফ্রকা। ক্লাসেন একদিনের ক্রিকেটে চতুর্থ হাফ সেঞ্চুরি করলেন। শেষ অবধি ৬৫ বলে ৭৪ রানের দারুণ ইনিংস খেলেন ক্লাসেন। ৬৩ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার। ছ'টা চার আর দুটো ছক্কা মারেন ক্লাসন। মিলার পাঁচটা চার আর তিনটে ছক্কা মারেন। দলের রান পৌঁছে দেন ২৪৯ রানে।

Advertisement

আরও পড়ুন: সন্তোষ ট্রফি এবার সৌদি আরবে, ঐতিহাসিক চুক্তি সই AIFF-এর  

শুরুতেই উইকেট হারায় ভারত
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারতীয় দল। ৬৬ বলে ৯৩ রানের জুটি গড়ে তোলেন দুই ব্যাটার। ৩১ বলে ৩৩ রানের ইনিংস খেলেন শার্দূল, তিনি আউট হতেই ভারতের আশা অনেকটাই কমে যায়। লুঙ্গি এনগিড়ির বলে আউট হন তিনি। পরের বলেই ফের উইকেট নেন তিনি। আউট হন কুলদীপ যাদব। আট উইকেটে ২৪০ রানে শেষ ভারতের ইনিংস। 

Advertisement